নয়াদিল্লি, 17 অগস্ট: দুটি ঘটনার মধ্যে ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা। দলের প্রচার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার মাত্র কয়েকঘণ্টার মধ্যেই সেই পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ । তিনি জানিয়েছেন, শারীরিক কারণেই নতুন দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তবে অনেকেই মনে করছেন, জম্মু-কাশ্মীরের কংগ্রেসের কোনও সমীকরণ এই সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকতে পারে (Speculations going on over this decision) । দলের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা বিষয়ে সরব আজাদ। দলে নেতৃত্ব বদলের যে দাবি উঠেছিল তাতেও সামিল হয়েছিলেন । বছর দুয়েক কংগ্রেসের 23 জন প্রবীণ নেতা সভাপতি সোনিয়া গান্ধিকে চিঠি লিখে নিজেদের অসন্তোষের কথা জানান । সেই চিঠিতেও সই করেছিলেন আজাদ।
সেই দিক থেকে তাঁকে প্রচার কমিটির চেয়ারম্যান করায় অনেকেই মনে করেছিলেন তিনি আবারও দলে স্বমহিমায় ফিরতে চলেছেন। কিন্তু দ্রুত ইস্তফা দিয়ে নিজের অবস্থান নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করে দিলেন উপত্যকার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন: জম্মুর সুদ্রায় একই বাড়িতে মিলল 6 জনের মৃতদেহ
ইডি যেদিন সোনিয়াকে জেরা করে সেদিন পথে নেমেছিল কংগ্রেস । তাতেও সামিল হল আজাদ । সাংবাদিক সম্মেলনও করেন । তবে রাজ্যসভায় নতুন করে যেতে না পারা নিয়ে নাকি তাঁর ক্ষোভ ছিল । রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে মেয়াদ শেষ করলেও পরে আর সাংসদ হওয়ার সুযোগ পাননি । তাছাড়া দলের জম্মু কাশ্মীরের সভাপতি নির্বাচন নিয়েও নাকি ক্ষুব্ধ আজাদ । সবমিলিয়েই তিনি প্রচার কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল । এ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অশ্বিনী হান্ডা । তিনি জানান, নতুন প্রচার কমিটি উপত্যকার মানুষের আশা-আকাঙ্খাকে গুরুত্ব দেয়নি । আর তাই আজাদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।