ETV Bharat / bharat

Himanta Biswa Sharma: ‘চিনকে উত্তর-পূর্ব ভারত বিক্রি করে দিতে চায়’, কংগ্রেসকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার - চিনকে উত্তর পূর্ব ভারত বিক্রি করে দিতে চায় কংগ্রেস

Congress Mock Narendra Modi With Famous Scene from Deewar: দিওয়ার সিনেমার বিখ্যাত দৃশ্যের অনুকরণে মোদি ও রাহুলের অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করেছে কংগ্রেস ৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করার অভিযোগ তুলেছে বিজেপি ৷ সেই নিয়েই এবার কংগ্রেসকে আক্রমণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা ৷

Himanta Biswa Sharma ETV BHARAT
Himanta Biswa Sharma
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 12:44 PM IST

গুয়াহাটি, 17 সেপ্টেম্বর: কংগ্রেসকে এবার নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি অভিযোগ করলেন, কংগ্রেস তাদের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহাস করেননি ৷ সেই সঙ্গে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের নাগরিকদের প্রতি বৈষম্য ও উদাসীনতা প্রকাশ করেছে কংগ্রেস ৷ তাঁর অভিযোগ, কংগ্রেসের ওই পোস্ট দেখে মনে হচ্ছে, তারা এখনই উত্তর-পূর্ব ও পূর্ব ভারতকে একটি ‘বিদেশি দেশে’র হাতে তুলে দিয়েছে ৷

উল্লেখ্য, কংগ্রেস শনিবার একটি অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করে টুইটার বা এক্স অ্যাকাউন্টে ৷ সেখানে বলিউডের ‘দিওয়ার’ সিনেমার বিখ্যাত একটি দৃশ্যের অনুকরণে কংগ্রেস মোদিকে নিশানা করে লেখে,

‘‘মোদি: আমার কাছে ইডি আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, বন্ধু আছে... তোমার কাছে কী আছ ? রাহুল: আমার সঙ্গে পুরো দেশ আছে ৷’’

এই পোস্টের সমালোচনায় হিমন্ত বিশ্ব শর্মা সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘মনে হচ্ছে কংগ্রেস গোপনে উত্তর-পূর্বের সমস্ত ভূখণ্ড প্রতিবেশী দেশের কাছে বিক্রি করার চুক্তি করে ফেলেছে ৷ এই কারণেই কী রাহুল বিদেশে গিয়েছে ? নাকি কংগ্রেস শার্জিল ইমামকে দলের সদস্য়পদ দিচ্ছে (প্রাক্তন ছাত্র আন্দোলনকারী, যিনি দেশদ্রোহিতার অভিযোগে জেলে বন্দি) ?’’

  • नरेंद्र मोदी: मेरे पास ED है, पुलिस है, सत्ता है, पैसा है, दोस्त है.. क्या है तुम्हारे पास?

    राहुल गांधी: मेरे साथ पूरा देश है ❤️ pic.twitter.com/IMY6MHVz8q

    — Congress (@INCIndia) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিবেশী দেশের কাছে উত্তর-পূর্বের সমস্ত ভূখণ্ড বিক্রি, সংক্রান্ত মন্তব্য মূলত চিনকে উদ্দেশ্য করেই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ৷ পরবর্তী সময়ে সংবাদ সংস্থা এএনআই-কে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী বছর লোকসভা নির্বাচনে দেশের মানুষ কংগ্রেসকে মুখের উপর এর জবাব দেবে ৷

তিনি বলেন, ‘‘আমি ওই টুইটটা দেখেছি ৷ আমার মনে হয় আমাদের ভালোবাসার উত্তর-পূর্ব অংশ চিনের হাতে তুলে দিতে চায় কংগ্রেস ৷ তারা একটি ভারতের মানচিত্র প্রকাশ করেছে যেখান থেকে সমগ্র উত্তর-পূর্ব অঞ্চলকে বিচ্ছিন্ন করা হয়েছে ৷ এটা সম্পূর্ণভাবে দেশ বিরোধী কার্যকলাপ ৷ উত্তর-পূর্ব ও ভারতের বাকি অংশের মানুষ এটাকে মনে রাখবে এবং তাদের যোগ্য জবাব দেবে ৷’’

আরও পড়ুন: 'নিখোঁজ' চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু, দাবি আমেরিকার কুটনীতিকের

গুয়াহাটি, 17 সেপ্টেম্বর: কংগ্রেসকে এবার নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি অভিযোগ করলেন, কংগ্রেস তাদের সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহাস করেননি ৷ সেই সঙ্গে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের নাগরিকদের প্রতি বৈষম্য ও উদাসীনতা প্রকাশ করেছে কংগ্রেস ৷ তাঁর অভিযোগ, কংগ্রেসের ওই পোস্ট দেখে মনে হচ্ছে, তারা এখনই উত্তর-পূর্ব ও পূর্ব ভারতকে একটি ‘বিদেশি দেশে’র হাতে তুলে দিয়েছে ৷

উল্লেখ্য, কংগ্রেস শনিবার একটি অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করে টুইটার বা এক্স অ্যাকাউন্টে ৷ সেখানে বলিউডের ‘দিওয়ার’ সিনেমার বিখ্যাত একটি দৃশ্যের অনুকরণে কংগ্রেস মোদিকে নিশানা করে লেখে,

‘‘মোদি: আমার কাছে ইডি আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, বন্ধু আছে... তোমার কাছে কী আছ ? রাহুল: আমার সঙ্গে পুরো দেশ আছে ৷’’

এই পোস্টের সমালোচনায় হিমন্ত বিশ্ব শর্মা সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘মনে হচ্ছে কংগ্রেস গোপনে উত্তর-পূর্বের সমস্ত ভূখণ্ড প্রতিবেশী দেশের কাছে বিক্রি করার চুক্তি করে ফেলেছে ৷ এই কারণেই কী রাহুল বিদেশে গিয়েছে ? নাকি কংগ্রেস শার্জিল ইমামকে দলের সদস্য়পদ দিচ্ছে (প্রাক্তন ছাত্র আন্দোলনকারী, যিনি দেশদ্রোহিতার অভিযোগে জেলে বন্দি) ?’’

  • नरेंद्र मोदी: मेरे पास ED है, पुलिस है, सत्ता है, पैसा है, दोस्त है.. क्या है तुम्हारे पास?

    राहुल गांधी: मेरे साथ पूरा देश है ❤️ pic.twitter.com/IMY6MHVz8q

    — Congress (@INCIndia) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিবেশী দেশের কাছে উত্তর-পূর্বের সমস্ত ভূখণ্ড বিক্রি, সংক্রান্ত মন্তব্য মূলত চিনকে উদ্দেশ্য করেই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ৷ পরবর্তী সময়ে সংবাদ সংস্থা এএনআই-কে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী বছর লোকসভা নির্বাচনে দেশের মানুষ কংগ্রেসকে মুখের উপর এর জবাব দেবে ৷

তিনি বলেন, ‘‘আমি ওই টুইটটা দেখেছি ৷ আমার মনে হয় আমাদের ভালোবাসার উত্তর-পূর্ব অংশ চিনের হাতে তুলে দিতে চায় কংগ্রেস ৷ তারা একটি ভারতের মানচিত্র প্রকাশ করেছে যেখান থেকে সমগ্র উত্তর-পূর্ব অঞ্চলকে বিচ্ছিন্ন করা হয়েছে ৷ এটা সম্পূর্ণভাবে দেশ বিরোধী কার্যকলাপ ৷ উত্তর-পূর্ব ও ভারতের বাকি অংশের মানুষ এটাকে মনে রাখবে এবং তাদের যোগ্য জবাব দেবে ৷’’

আরও পড়ুন: 'নিখোঁজ' চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু, দাবি আমেরিকার কুটনীতিকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.