পটনা, 29 এপ্রিল : নেতিবাচক নানা ঘটনায় হামেশাই শিরোনামে আসে বিহার পুলিশ ৷ সম্প্রতি তেমনই এক কীর্তিতে আবারও মুখ পুড়ল সে রাজ্যের পুলিশের ৷ হাজতে থাকা ছেলের জামিনের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মা ৷ মহিলার অসহায়তার সুযোগে তাঁকে দিয়ে শরীর ম্যাসাজ করিয়ে শিরোনামে সাব-ইন্সপেক্টর শশীভূষণ সিনহা (Seeking bail for son Bihar woman made to massage cop in Bihar) ৷ কিন্তু ততক্ষণে আন্তর্জালে ভাইরাল শশীভূষণের কীর্তি ৷
সহরসা পুলিশ স্টেশনের হাউস অফিসারের তিরিশ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিয়ো এখন চর্চার বিষয় সবমহলে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলিশি আবাসনের মধ্যে বসে খালি গায়ে ওই মহিলার থেকে আরামেই ম্যাসাজ নিচ্ছেন পুলিশ অফিসার ৷ একইসঙ্গে আইনজীবীর সঙ্গে ওই মহিলার জামিনের জন্যেও কথা বলতে শোনা যায় তাঁকে ৷
আইনজীবীর সঙ্গে অভিযুক্ত পুলিশ অফিসারের কথোপকথনও বেশ ভাইরাল ৷ যেখানে পুলিশ অফিসার বলছেন, "মহিলা ভীষণই গরিব ৷ আপনাকে কত টাকা পাঠাতে হবে বলুন ৷ একটা খামে সেই টাকা আমি পাঠিয়ে দেব ৷ দু'জন মহিলা আধার কার্ড নিয়ে সোমবার আপনার কাছে যাবে ৷ ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে আমি পাঠিয়ে দেব ওদের ৷ পাপ্পুবাবু আপনার কাছে আমার অনুরোধ ৷ আপনাকে ইতিমধ্যেই 10 হাজার টাকা পাঠিয়েছি, একটু দেখুন ৷"
আরও পড়ুন : দলের কেউ টাকা চাইলে আমার অফিসে আসুন বা পুলিশের কাছে যান, কড়া বার্তা মহুয়ার
ভিডিয়োয় আরও এক মহিলাকেও দেখা গিয়েছে, যিনি অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের সামনেই বসেছিলেন ৷ খবর সামনে আসতেই সংশ্লিষ্ট অফিসারকে বরখাস্ত করেছে সহরসা থানার এসপি লিপি সিং ৷