নয়াদিল্লি, 22 মার্চ : প্রকাশ্যে যুযুধান দুই পক্ষ ৷ কিন্তু তার মধ্যেই আড়ালে চলছে আলোচনা ৷ যে আলোচনার বিষয় শান্তি প্রতিষ্ঠা করা যায় ৷ ভারত ও পাকিস্তান সম্পর্কে সম্প্রতি এমনই খবর সূত্র মারফত জানা গিয়েছে ৷ যদিও কোনও পক্ষই এই নিয়ে কোনও মন্তব্য করেনি ৷
ওই সূত্র মারফত জানা গিয়েছে যে দুই দেশের কোথাও এই আলোচনা হয়নি ৷ বরং আলোচনা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যস্থতায় ৷ কিন্তু সেই দেশের তরফেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷
তবে সূত্রের খবর, এক মাস আগেই আলোচনা শুরু হয় ৷ আপাতত 2003 সালের সংঘর্ষবিরতি চুক্তিকে সম্মান জানিয়ে দুই দেশ যৌথ প্রতিশ্রুতি দিয়েছে ৷ পরের ধাপে আবার দুই দেশে রাষ্ট্রদূতদের পাঠানো নিয়ে আলোচনা হবে ৷ তার পর দ্বিপাক্ষিক বাণিজ্য ও কাশ্মীর ইস্যুতে আলোচনা হতে পারে ৷
উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলওয়ামায় জঙ্গি হামলা হয় ৷ তার পর পাক-অধিকৃত কাশ্মীরে অতর্কিতে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দেয় ভারতের বায়ুসেনা ৷ তার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা আবার বাড়তে শুরু করে ৷
তার পর 2019 সালের অগস্টে ভারত যখন জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে এবং সংবিধানের 370 অনুচ্ছেদ অবলুপ্ত করে, তার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হয় ৷ তখনই রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়া হয় দুই দেশ থেকে ৷
আরও পড়ুন : "বেশি রেশন চান ? 20টি বাচ্চার জন্ম দেননি কেন ?" ফের বেফাঁস রাওয়াত
এই পরিস্থিতি দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এখন দেখার এই আলোচনা নিয়ে প্রকাশ্যে কোনও পক্ষ মুখ খোলে কি না !