নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই নেতা-কর্মীদের খোঁজে ফের দেশজুড়ে তল্লাশি অভিযান চলছে ৷ মঙ্গলবার মধ্যপ্রদেশ, কর্নাটক, অসম, দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সংশ্লিষ্ট রাজ্য পুলিশ বাহিনী, জানিয়েছে সরকারি সূত্র (Second round of nationwide raids against Popular Front of India) ৷
দ্বিতীয় বারের এই অভিযানে ইতিমধ্যে অসম থেকে 4 জনকে পিএফআই (Popular Front of India) যোগের ভিত্তিতে আটক করা হয়েছে ৷ এই প্রসঙ্গে অসমের এডিজিপি হীরেন নাথ বলেন, "আজ নগরবেরা এলাকা থেকে 4 জনকে আটক করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে পিএফআইয়ের যোগাযোগ আছে ৷ জেলার একাধিক জায়গায় পিএফআই-এর বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি ৷"
আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে গ্রেফতার অন্তত 106
সূত্রর খবর, নয়াদিল্লির নিজামউদ্দিন, শাহিনবাগ এলাকাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছে ৷ সেখান থেকেও পিএফআই যোগে চার জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে ৷
উত্তর প্রদেশের এটিএস (Anti-Terror Squad) এবং এসটিএফ (Special Task Force, STF) যৌথ অভিযান চালিয়েছে ৷ মহারাষ্ট্রের নাসিক পুলিশ জানিয়েছে তারা মালেগাঁও শহরে তল্লাশি চলছে ৷ পিএফআইয়ের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷
দিনের শুরুতেই কর্নাটক পুলিশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে 40 জন পিএফআই কর্মীকে আটক করেছে বলে জানা যায় ৷ পুলিশের দাবি, সংশ্লিষ্ট পিএফআই কর্মীরা বিদেশ থেকে অবৈধ উপায়ে টাকা জোগাড় করছে ৷ সেই টাকা বেআইনি কাজকর্মে খরচ করছে ৷
আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজিপি অলোক কুমারের তত্ত্বাবধানে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ বিভিন্ন রাজ্যে সংশ্লিষ্ট জেলার এসপিদের নেতৃত্বে এই অভিযান চলছে ৷ তল্লাশি অভিযান সম্পূর্ণ হলে তবেই বিস্তারিত জানা যাবে ৷