ETV Bharat / bharat

Covishield Dose Gap Reduced: কমল কোভিশিল্ডের দু‘টি ডোজের ব্যবধান, প্রথমটির কতদিন পর দ্বিতীয়টি ? - কোভিশিল্ডের প্রথম ডোজের কতদিন পর দ্বিতীয় ডোজ

কমল কোভিশিল্ডের দু‘টি ডোজের ব্যবধান (Covishield Dose Gap Reduced) ৷ প্রথম ডোজের 8-16 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বলে প্রস্তাব করেছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI reduces gap of Covishield Dose) ৷

Second Covishield dose can be given between 8-16 weeks after first dose, NTAGI reduces gap
কমল কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান, প্রথমটির কতদিন পর নেবেন দ্বিতীয়টি ?
author img

By

Published : Mar 20, 2022, 6:17 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ: করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ডের (Corona vaccine Covishield) দু‘টি ডোজের মধ্যে ব্যবধান কমল (Covishield Dose Gap Reduced) ৷ এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার 12-16 সপ্তাহ পরে নিতে হবে দ্বিতীয় ডোজ ৷ তবে সেই সময়সীমা কমিয়ে এ বার তা করা হল 8-16 সপ্তাহ ৷ দেশের টিকাকরণের শীর্ষ সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) এই প্রস্তাব করেছে ৷ আধিকারিকদের একটি সূত্র এ কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই-কে (NTAGI reduces gap of Covishield Dose) ৷

তবে ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিনের দু‘টি ডোজের ব্যবধানের ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তনের প্রস্তাব করেনি NTAGI ৷ কোভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার 28 দিন পর নেওয়া হয় দ্বিতীয় ডোজ ৷ কোভিশিল্ডের দু‘টি ডোজের (Second Covishield dose can be given between 8-16 weeks after first dose) ব্যবধান কমানোর কথা জানিয়ে সূত্র বলেছে, সম্প্রতি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ক্ষেত্রের প্রোগ্রাম্যাটিক তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে এই প্রস্তাব করেছে এনটিএজিআই ৷ তবে দেশের কোভিড টিকাকরণ অভিযানে এখনও এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি ৷

আরও পড়ুন: Covishield and Covaxin : এবার খোলা বাজারেও মিলবে কোভিশিল্ড- কোভ্যাক্সিন

সূত্রের দাবি, নয়া তথ্যে দেখা গিয়েছে যে, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নেওয়া হলে, 12-16 সপ্তাহের ব্যবধানে টিকা নেওয়ার মতোই রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে ৷

NTAGI-এর প্রস্তাব মেনে 2021 সালের 13 মে কেন্দ্রীয় সরকার কোভিশিল্ডের দু‘টি ডোজের ব্যবধান 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করে দিয়েছিল ৷

আরও পড়ুন: Corona Update in India : দেশে করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃতের সংখ্যা

নয়াদিল্লি, 20 মার্চ: করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ডের (Corona vaccine Covishield) দু‘টি ডোজের মধ্যে ব্যবধান কমল (Covishield Dose Gap Reduced) ৷ এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার 12-16 সপ্তাহ পরে নিতে হবে দ্বিতীয় ডোজ ৷ তবে সেই সময়সীমা কমিয়ে এ বার তা করা হল 8-16 সপ্তাহ ৷ দেশের টিকাকরণের শীর্ষ সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) এই প্রস্তাব করেছে ৷ আধিকারিকদের একটি সূত্র এ কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই-কে (NTAGI reduces gap of Covishield Dose) ৷

তবে ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিনের দু‘টি ডোজের ব্যবধানের ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তনের প্রস্তাব করেনি NTAGI ৷ কোভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার 28 দিন পর নেওয়া হয় দ্বিতীয় ডোজ ৷ কোভিশিল্ডের দু‘টি ডোজের (Second Covishield dose can be given between 8-16 weeks after first dose) ব্যবধান কমানোর কথা জানিয়ে সূত্র বলেছে, সম্প্রতি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ক্ষেত্রের প্রোগ্রাম্যাটিক তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে এই প্রস্তাব করেছে এনটিএজিআই ৷ তবে দেশের কোভিড টিকাকরণ অভিযানে এখনও এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি ৷

আরও পড়ুন: Covishield and Covaxin : এবার খোলা বাজারেও মিলবে কোভিশিল্ড- কোভ্যাক্সিন

সূত্রের দাবি, নয়া তথ্যে দেখা গিয়েছে যে, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নেওয়া হলে, 12-16 সপ্তাহের ব্যবধানে টিকা নেওয়ার মতোই রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে ৷

NTAGI-এর প্রস্তাব মেনে 2021 সালের 13 মে কেন্দ্রীয় সরকার কোভিশিল্ডের দু‘টি ডোজের ব্যবধান 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করে দিয়েছিল ৷

আরও পড়ুন: Corona Update in India : দেশে করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃতের সংখ্যা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.