তিরুঅনন্তপুরম, 9 নভেম্বর: কেরালায় বোমাতঙ্ক ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্যের সচিবালয়ে এই বোমাতঙ্ক ছড়িয়েছে ৷ বৃহস্পতিবার সকালে এই নিয়ে কেরালা পুলিশের কাছে একটি ফোন আসে ৷ সেখানেই সচিবালয়ে বোমার রাখার বিষয়টি জানানো হয় ৷ বিস্ফোরণে সচিবালয় উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় ৷
সাধারণত এই ধরনের ফোন ভুয়ো হয় ৷ তার পরও এই নিয়ে কোনও ঝুঁকি নেয়নি কেরালা পুলিশ ৷ তারা সঙ্গে সঙ্গে বিষয়টি বম্ব স্কোয়াডকে জানায় ৷ বম্ব স্কোয়াডও দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৷ তার পর তল্লাশি অভিযান শুরু হয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সচিবালয়ে কোনও বোমার হদিশ মেলেনি ৷
এদিকে এই বোমা রাখার খবরে আতঙ্ক ছড়ায় কেরালার সচিবালয়ে ৷ কারণ, এই খবর যখন প্রকাশ্যে আসে, ততক্ষণে সেখানে সচিবালয়ের অধিকাংশ কর্মী সেখানে পৌঁছে গিয়েছেন ৷ তবে দ্রুততার সঙ্গে তাঁদের সেখান থেকে বের করে আনা হয় ৷ তার পর বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান শুরু করে ৷
এই নিয়ে কেরালার পুলিশ ও প্রশাসনের তরফে কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ফোনটি এসেছিল 112 নম্বরে ৷ তিরুঅনন্তপুরম জেলার পোঝিয়ুর থেকে ফোনটি এসেছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে ৷ তবে ঠিক কোথা থেকে ফোনটি আসে, সেই বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি ৷ সেই কারণে এই নিয়ে পুলিশের তরফে খোঁজ-খবর শুরু হয়েছে ৷
উল্লেখ্য, এক সপ্তাহ আগে কেরালার মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছিল ৷ সেই সময় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে খুনের হুমকি দেওয়া হয় ৷ তদন্তের পর দেখা যায় যে 11 বছরের এক বালক এই হুমকি দিয়েছে ৷ কেন সে এই কাজ করল ? কেউ কি তাকে এই কাজ করতে বলেছিল ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত করছে বামশাসিত ওই রাজ্যের পুলিশ৷ তার মধ্যেই ফের বোমা রাখার হুমকি ফোন এল পুলিশের কাছে ৷ দু’টি ঘটনার মধ্য়ে কোনও যোগ রয়েছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে ৷