ETV Bharat / bharat

Bulldozer in New Friends Colony : শাহিনবাগের পর নিউ ফ্রেন্ডস কলোনিতেও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান

জাহাঙ্গীরপুরী, শাহিনবাগ পর নিউ ফ্রেন্ডস কলোনি ৷ দিল্লি পৌরনিগম বেআইনি নির্মাণ উচ্ছেদ অভিযানে নেমেছে ৷ জাহাঙ্গীরপুরীতে আদালত হস্তক্ষেপ করেছে ৷ শাহিনবাগ নিয়ে মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আজ সকাল থেকে দক্ষিণ দিল্লি পৌরনিগমের বুলডোজার নেমেছে গুরুদ্বারা রোডে (Bulldozer in New Friends Colony) ৷

New Friends Colony anti encroachment drive
নিউ ফ্রেন্ডস কলোনির কাছে বুলডোজার
author img

By

Published : May 10, 2022, 2:30 PM IST

নয়াদিল্লি, 10 মে : শাহিনবাগের পর নিউ ফ্রেন্ডস কলোনি ৷ তার আগে জাহাঙ্গিরপুরী ৷ একের পর এক দখলদারি উচ্ছেদ অভিযানে নেমেছে দিল্লির একাধিক পৌরনিগম ৷ মঙ্গলবার গুরুদ্বারা রোডের নিউ ফ্রেন্ডস কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছে যায় দক্ষিণ দিল্লি পৌরনিগম, জানিয়েছে কর্তৃপক্ষ (South Delhi Municipal Corporation SDMC on Tuesday carried out anti-encroachment drive on Gurudwara Road in New Friends Colony) ৷

গতকালই শাহিনবাগে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে স্থানীয় এবং রাজনৈতিক নেতাদের বাধার মুখোমুখি হয় পৌরকর্মীরা ৷ তাদের ফিরে আসতে হয় ৷ এসডিএমসি-র সেন্ট্রাল জোন চেয়ারম্যান রাজপাল সিং বলেন, "আমাদের এনফোর্সমেন্ট দল ও পুলিশবাহিনী বুলডোজার, ট্রাক নিয়ে উৎখাত কাজ শুরু করেছে ৷ বৌদ্ধ ধর্ম টেম্পল, গুরুদ্বারা রোড এবং নিউ ফ্রেন্ডস কলোনির কাছে অবৈধ দোকানঘর ভাঙতে শুরু করা হয়েছে ৷ এই কাজ চলতে থাকবে ৷" দক্ষিণ দিল্লি পৌরনিগম এলাকার মধ্যে নিউ ফ্রেন্ডস কলোনি ৷

  • #WATCH Bulldozer being brought to New Friends Colony area of Delhi where the South Delhi Municipal Corporation is set to carry out an anti-encroachment drive pic.twitter.com/3PorPPiao3

    — ANI (@ANI) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Bulldozer in Shaheen Bagh : শাহিনবাগে বুলডোজার, উচ্ছেদ বন্ধের দাবিতে সিপিএমের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সোমবার শাহিনবাগে বিশাল সংখ্যক মানুষ এই পৌরনিগমের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ৷ এমনকি আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের (AAP MLA Amanatullah Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

সিপিআইএম-এর পক্ষ থেকে শাহিনবাগের এই উচ্ছেদ অভিযান থামানোর আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে ৷ তবে আদালত তা শুনতে রাজি হয়নি ৷ কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপে দেশের সর্বোচ্চ আদালত মাথা ঘামাবে না, স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 10 মে : শাহিনবাগের পর নিউ ফ্রেন্ডস কলোনি ৷ তার আগে জাহাঙ্গিরপুরী ৷ একের পর এক দখলদারি উচ্ছেদ অভিযানে নেমেছে দিল্লির একাধিক পৌরনিগম ৷ মঙ্গলবার গুরুদ্বারা রোডের নিউ ফ্রেন্ডস কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছে যায় দক্ষিণ দিল্লি পৌরনিগম, জানিয়েছে কর্তৃপক্ষ (South Delhi Municipal Corporation SDMC on Tuesday carried out anti-encroachment drive on Gurudwara Road in New Friends Colony) ৷

গতকালই শাহিনবাগে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে স্থানীয় এবং রাজনৈতিক নেতাদের বাধার মুখোমুখি হয় পৌরকর্মীরা ৷ তাদের ফিরে আসতে হয় ৷ এসডিএমসি-র সেন্ট্রাল জোন চেয়ারম্যান রাজপাল সিং বলেন, "আমাদের এনফোর্সমেন্ট দল ও পুলিশবাহিনী বুলডোজার, ট্রাক নিয়ে উৎখাত কাজ শুরু করেছে ৷ বৌদ্ধ ধর্ম টেম্পল, গুরুদ্বারা রোড এবং নিউ ফ্রেন্ডস কলোনির কাছে অবৈধ দোকানঘর ভাঙতে শুরু করা হয়েছে ৷ এই কাজ চলতে থাকবে ৷" দক্ষিণ দিল্লি পৌরনিগম এলাকার মধ্যে নিউ ফ্রেন্ডস কলোনি ৷

  • #WATCH Bulldozer being brought to New Friends Colony area of Delhi where the South Delhi Municipal Corporation is set to carry out an anti-encroachment drive pic.twitter.com/3PorPPiao3

    — ANI (@ANI) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Bulldozer in Shaheen Bagh : শাহিনবাগে বুলডোজার, উচ্ছেদ বন্ধের দাবিতে সিপিএমের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সোমবার শাহিনবাগে বিশাল সংখ্যক মানুষ এই পৌরনিগমের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ৷ এমনকি আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের (AAP MLA Amanatullah Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

সিপিআইএম-এর পক্ষ থেকে শাহিনবাগের এই উচ্ছেদ অভিযান থামানোর আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে ৷ তবে আদালত তা শুনতে রাজি হয়নি ৷ কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপে দেশের সর্বোচ্চ আদালত মাথা ঘামাবে না, স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.