নয়াদিল্লি, 9 মার্চ : জামিন পেল রাজীব গান্ধির হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত এজি পেরারিভালান ৷ তিরিশ বছর জেলে থাকার পর তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court Grants Bail to Rajiv Gandhi's Convict) । তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত পেরারিভালান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন ৷ 32 বছর ধরে কারাগারে ছিলেন এবং বর্তমানে প্যারোলে বাইরে রয়েছেন তিনি ।
আজ সুপ্রিমকোর্টে পেরারিভালানের জামিন মঞ্জুর সংক্রান্ত মামলার শুনানি ছিল ৷ সেখানে বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, দোষী পেরারিভালান 30 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে ৷ কারাগারে থাকাকালীন এবং প্যারোলের সময়কালে তার আচরণ সন্তোষজনক । সুপ্রিমকোর্ট আরও উল্লেখ করেছে, কেন্দ্র সরকার তার জামিনের বিরোধিতা করেছে ।
আরও পড়ুন : Student death : পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের ! শোরগোল সল্টলেকে
এ বিষয়ে, দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, "30 বছরের বেশি সময় ধরে পেরারিভালান জেলে রয়েছে ৷ পাশাপাশি সে শারীরিকভাবে অসুস্থ ৷ তাই সবদিক বিবেচনা করে আমরা মনে করি তার জামিনে মুক্ত হওয়া উচিত ৷" প্রসঙ্গত, 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে একটি নির্বাচনী সমাবেশে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধি । ঘটনায় আত্মঘাতী মহিলা ধানু-সহ 14 জন নিহত হয় ।
আরও পড়ুন : Gas Cylinder Blast at Jamuria : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত 2