ETV Bharat / bharat

Amit Malviya Tweets: তিহার জেলে সত্যেন্দ্র জৈনের পা মালিশে ব্যস্ত ধর্ষণে অভিযুক্ত ! দাবি অমিত মালব্যর

সত্যেন্দ্র জৈনের পায়ে তেল মালিশ করে ম্যাসাজ করছেন এক ব্যক্তি ৷ এমন ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন অমিত মালব্য ৷ আরেকটি টুইটে ওই ব্যক্তির পরিচয় দিলেন (Amit Malviya Tweets on Satyendar Jains) ৷

Satyendar Jains masseur
ETV Bharat
author img

By

Published : Nov 22, 2022, 11:04 AM IST

Updated : Nov 22, 2022, 12:46 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর: পায়ে ম্যাসাজ করা নিয়ে বিপাকে পড়েছে আপ ৷ 19 নভেম্বর বিজেপি আইটি প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে দেখা যায়, তিহার জেলে দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পা মালিশ করছেন একজন ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ আজ ফের আরেকটি টুইট করে অমিত মালব্য ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন, "তিহার আধিকারিকদের উদ্ধৃতি প্রকাশ করেছে সংবাদসংস্থা ৷ তাতে জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন কয়েদি ৷ তার নাম রিঙ্কু ৷ সে পকসো আইনের (POCSO) 6 নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 376, 506 এবং 509 ধারায় অভিযুক্ত ৷ রিঙ্কু কোনও ফিজিওথেরাপিস্ট নয় ৷ কেজরিওয়াল মিথ্যে কথা বলেছিলেন ৷ কিন্তু প্রশ্ন হল, কেজরি সত্যেন্দ্র জৈনকে বাঁচাতে উঠেপড়ে লেগেছেন কেন ?"

প্রসঙ্গত উল্লেখ্য, সত্যেন্দ্র জৈনের পা ম্যাসাজের ভিডিয়ো প্রকাশ্যে আসতে প্রথম দিকে চুপ করেছিল আপ ৷ পরে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেন, অমিত মালব্যর প্রকাশিত ভিডিয়োটি আসলে সত্যেন্দ্র জৈনের ফিজিওথেরাপির অংশ (Amit Malviya posts the identity of Satyendar Jains masseur in Tihar jail) ৷ বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, গুজরাত নির্বাচনের আগে বিজেপি ইচ্ছাকৃত এসব করছে ৷

  • Media quotes Tihar officials on the identity of the person giving massage to Satyendra Jain. He is a prisoner named Rinku, accused under Section 6 of POCSO, 376, 506 and 509 of IPC.

    Rinku is NOT a physiotherapist.

    Kejriwal lied. Question is why is he desperate to protect Jain? pic.twitter.com/x9Nj1TJbcA

    — Amit Malviya (@amitmalviya) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arvind Kejriwal, Chief Minister of Delhi) সাফাই দেন, বিজেপির ভিডিয়ো পোস্ট করে জানাচ্ছে যে, সত্যেন্দ্র জৈন ম্যাসাজ নিচ্ছেন ৷ তাঁর ফিজিওথেরাপি হচ্ছে ৷ চিকিৎসক তাঁকে এই পরামর্শ দিয়েছেন ৷ আপ-প্রধান এ প্রসঙ্গে অমিত শাহের জেলে থাকার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, "অমিত শাহ গুজরাতের মন্ত্রী থাকাকালীন জেলে ছিলেন ৷ তখন তাঁকে ভিআইপি সেবা দেওয়া হয়েছিল ৷ এখানে সত্যেন্দ্র জৈন তা পাচ্ছেন না ৷"

58 বছর বয়সি আপ মন্ত্রীকে আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ 2017 সালের 24 অগস্ট তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয় ৷ 17 নভেম্বর দিল্লি আদালত দ্বিতীয় বার তাঁর জামিনের আবেদন নাকচ করে ৷ এর আগে জুন মাসে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷ তিনি এখনও তিহার জেলে রয়েছেন ৷ এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত এক কয়েদি তাঁর পা ম্যাসাজ করছেন- গুজরাত নির্বাচনের আগে এমন ভিডিয়ো স্বভাবতই আপের অস্বস্তিতে বাড়াবে ।

আরও পড়ুন: সত্যেন্দ্রর ভিডিয়ো চিকিৎসার অংশ, পালটা বিজেপিকে নিশানা আপের

নয়াদিল্লি, 22 নভেম্বর: পায়ে ম্যাসাজ করা নিয়ে বিপাকে পড়েছে আপ ৷ 19 নভেম্বর বিজেপি আইটি প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে দেখা যায়, তিহার জেলে দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পা মালিশ করছেন একজন ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ আজ ফের আরেকটি টুইট করে অমিত মালব্য ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন, "তিহার আধিকারিকদের উদ্ধৃতি প্রকাশ করেছে সংবাদসংস্থা ৷ তাতে জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন কয়েদি ৷ তার নাম রিঙ্কু ৷ সে পকসো আইনের (POCSO) 6 নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 376, 506 এবং 509 ধারায় অভিযুক্ত ৷ রিঙ্কু কোনও ফিজিওথেরাপিস্ট নয় ৷ কেজরিওয়াল মিথ্যে কথা বলেছিলেন ৷ কিন্তু প্রশ্ন হল, কেজরি সত্যেন্দ্র জৈনকে বাঁচাতে উঠেপড়ে লেগেছেন কেন ?"

প্রসঙ্গত উল্লেখ্য, সত্যেন্দ্র জৈনের পা ম্যাসাজের ভিডিয়ো প্রকাশ্যে আসতে প্রথম দিকে চুপ করেছিল আপ ৷ পরে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেন, অমিত মালব্যর প্রকাশিত ভিডিয়োটি আসলে সত্যেন্দ্র জৈনের ফিজিওথেরাপির অংশ (Amit Malviya posts the identity of Satyendar Jains masseur in Tihar jail) ৷ বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, গুজরাত নির্বাচনের আগে বিজেপি ইচ্ছাকৃত এসব করছে ৷

  • Media quotes Tihar officials on the identity of the person giving massage to Satyendra Jain. He is a prisoner named Rinku, accused under Section 6 of POCSO, 376, 506 and 509 of IPC.

    Rinku is NOT a physiotherapist.

    Kejriwal lied. Question is why is he desperate to protect Jain? pic.twitter.com/x9Nj1TJbcA

    — Amit Malviya (@amitmalviya) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arvind Kejriwal, Chief Minister of Delhi) সাফাই দেন, বিজেপির ভিডিয়ো পোস্ট করে জানাচ্ছে যে, সত্যেন্দ্র জৈন ম্যাসাজ নিচ্ছেন ৷ তাঁর ফিজিওথেরাপি হচ্ছে ৷ চিকিৎসক তাঁকে এই পরামর্শ দিয়েছেন ৷ আপ-প্রধান এ প্রসঙ্গে অমিত শাহের জেলে থাকার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, "অমিত শাহ গুজরাতের মন্ত্রী থাকাকালীন জেলে ছিলেন ৷ তখন তাঁকে ভিআইপি সেবা দেওয়া হয়েছিল ৷ এখানে সত্যেন্দ্র জৈন তা পাচ্ছেন না ৷"

58 বছর বয়সি আপ মন্ত্রীকে আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ 2017 সালের 24 অগস্ট তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয় ৷ 17 নভেম্বর দিল্লি আদালত দ্বিতীয় বার তাঁর জামিনের আবেদন নাকচ করে ৷ এর আগে জুন মাসে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷ তিনি এখনও তিহার জেলে রয়েছেন ৷ এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত এক কয়েদি তাঁর পা ম্যাসাজ করছেন- গুজরাত নির্বাচনের আগে এমন ভিডিয়ো স্বভাবতই আপের অস্বস্তিতে বাড়াবে ।

আরও পড়ুন: সত্যেন্দ্রর ভিডিয়ো চিকিৎসার অংশ, পালটা বিজেপিকে নিশানা আপের

Last Updated : Nov 22, 2022, 12:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.