বেঙ্গালুরু, 27 জানুয়ারি: চার বছরের হাজতবাস কাটিয়ে মুক্তি পেলেন বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী ভিকে শশিকলা । বুধবার তাঁকে মুক্তি দেন সংশোধনাগারের আধিকারিকরা । বর্তমানে কোরোনায় আক্রান্ত হয়ে ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি তিনি ।
সপ্তাহখানেক আগে কোরোনায় আক্রান্ত হওয়ায় ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয় শশিকলাকে । সেখানেই তাঁর চিকিত্সা চলছে । তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার অবনতি হয়েছিল। পরে ধীরে ধীরে চিকিত্সায় সাড়া দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় । প্রথমে বোওরিং হাসপাতালে ভরতি ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার এক সময়ের সহকারী। সেখানে সিটি স্ক্যানের সুবিধা না থাকায় এবং নিরাপত্তার ঘাটতি থাকায় গত সপ্তাহের বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় 63 বছরের শশিকলাকে।
বুধবার শশীকলার মুক্তির খবরে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ভিড় জমান তাঁর সমর্থকরা। তাঁরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন। এমন একটা সময়ে শশিকলা মুক্তি পেলেন যখন তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় । ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে দুই প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকে ও ডিএমকে।
1991-1996 সালে জয়ললিতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার 66.65 কোটি টাকার বেআইনি সম্পত্তির মামলায় 2017 সালের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড হয়েছিল শশিকলার। তার পর থেকেই পারাপ্পানা আগ্রাহারা সংশোধনাগারে ছিলেন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন ।
আরও পড়ুন: কোভিড পজ়িটিভ শশিকলা, শারীরিক অবস্থার অবনতি
ওই মামলায় 2013 সালে জয়ললিতাকে চার বছরের জেল হেপাজতের সাজা শুনিয়েছিল বিশেষ আদালত । তাঁকে 100 কোটি টাকা জরিমানাও করা হয়েছিল। সেই সময় তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়। দোষীসাব্যস্ত করা হয়েছিল শশিকলা, ভিএন সুধাকরণ ও ইলাভারাসিকেও । তাঁদেরও 10 কোটি টাকা করে জরিমানা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাইকোর্টে আবেদন করলে আদালত জয়ললিতাকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয় । তবে এই মামলা সুপ্রিম কোর্টে গেলে 2017 সালে বিশেষ আদালতের রায়ই বহাল রাখা হয়।