ETV Bharat / bharat

Maha Political Crisis : বিজেপি নেতার মন্তব্যের পালটা শিবসেনা সাংসদের, মারাঠি অহমিকার লড়াই মহারাষ্ট্রের রাজনীতিতে !

রাজনৈতিক মহল মনে করছে, শরদ পাওয়ারের প্রসঙ্গ টেনে এবার মহারাষ্ট্রের এই বিবাদে কেন্দ্র সরকারকেও টেনে আনতে চাইছে শিবসেনা ৷ নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রসঙ্গ টেনে মহারাষ্ট্রের রাজনীতিতে বহিরাগত প্রবেশের বিষয়টিও রাউত তুলে ধরতে চাইলেন বলে মনে করা হচ্ছে (Sanjay Raut questioned Modi-Shah for doing politics in Maharashtra using Marathi card) ৷

Maha Political Crisis
বিজেপি নেতার মন্তব্যের পালটা শিবসেনা সাংসদের
author img

By

Published : Jun 24, 2022, 5:53 PM IST

হায়দরাবাদ, 24 জুন : গত কয়েকদিন ধরেই ডামাডোল চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে ৷ গত 12 ঘণ্টায় এখানকার রাজনীতি এক বড় বাঁক নিয়েছে ৷ রাজনৈতিক মহলের ধারণা ধীরে হলেও মহারাষ্ট্রের এই রাজনৈতিক যুদ্ধ মারাঠি অস্মিতা বা অহমিকার লড়াই হয়ে দাঁড়িয়েছে ৷ যেখানে বড় হয়ে দেখা দিচ্ছে মারাঠি পরিচয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের মন্তব্য ও তার প্রেক্ষিতে শরদ পাওয়ারের সাংবাদিক বৈঠক এই বিবাদে নয়া মাত্রা যোগ করেছে ৷ রাণের টুইটকে হাতিয়ার করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সরাসরি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে ৷ নারায়ণ রাণের মন্তব্য তাঁরা সমর্থন করেন কি না, তা জানতে চেয়েছেন রাউত (Sanjay Raut questioned Modi-Shah for doing politics in Maharashtra using Marathi card) ৷

মহারাষ্ট্রে বর্তমানে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার চলছে ৷ যে সরকারের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ শিবসেনার অন্দরের কোন্দলের ফলে এই সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে ৷ জোটের অন্যতম শরিক হিসেবে সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, শিবসেনার বিদ্রোহী বিধায়করা যে কাজ করছেন তা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে ৷ বিদ্রোহীদের এর ফল ভোগ করতে হবে বলেও ইঙ্গিত দেন পাওয়ার ৷

শরদ পাওয়ারের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে বৃহস্পতিবার একটি টুইট করেন ৷ সেই টুইটে তিনি অভিযোগ করেন, বিধায়কদের হুমকি দিয়েছেন শরদ পাওয়ার ৷ অভিযোগ, হুমকির সুরে রাণে পালটা বলেন, শিবসেনার বিদ্রোহী বিধায়করা যদি বিধানসভায় কোনও নিগ্রহের স্বীকার হন, তাহলে তার ফল ভুগতে হবে শরদ পাওয়ারকে ৷

টুইটে তিনি লেখেন, "মাননীয় শরদ পাওয়ার বিদ্রোহী বিধায়কদের হুমকি দিচ্ছেন, বলছেন বিধানসভার কক্ষে এসে শক্তি দেখাও ৷ বিদ্রোহীরা যাবেন ও নিজেদের পছন্দ মতো ভোট দেবেন ৷ কিন্তু তাঁরা আক্রান্ত হলে এর ফল খারাপ হবে ৷" নারায়ণ রাণের এই মন্তব্যের প্রেক্ষিতেই সঞ্জয় রাউত বলেন, "সরকার থাকবে অথবা চলে যাবে ৷ কিন্তু রাণের বক্তব্যই কি বিজেপির আসল অবস্থান ৷ তাহলে সেটা স্পষ্ট করা হোক ৷ শরদ পাওয়ারকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তা মহারাষ্ট্র মেনে নেবে না ৷ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি ভেবে দেখা উচিত ৷"

  • माननीय शरद पवार साहेब या सर्वांना धमक्या देत आहेत, 'सभागृहात येऊन दाखवा', ते येणारच आहेत. ते येणार आणि त्यांच्या मनाप्रमाणे मतदान करणार. त्यांच्या केसालाही धक्का लावल्यास घर गाठणे कठिण होईल.

    — Narayan Rane (@MeNarayanRane) June 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'একটি সর্বভারতীয় দল সমর্থন করছে আমাদের', শিন্ডের ইঙ্গিত কি গেরুয়া শিবিরের দিকে ?

রাজনৈতিক মহল মনে করছে, শরদ পাওয়ারের প্রসঙ্গ টেনে এবার মহারাষ্ট্রের এই বিবাদে কেন্দ্র সরকারকেও টেনে আনতে চাইছে শিবসেনা ৷ নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রসঙ্গ টেনে মহারাষ্ট্রের রাজনীতিতে বহিরাগত প্রবেশের বিষয়টিও রাউত তুলে ধরতে চাইলেন বলে মনে করা হচ্ছে ৷ মারাঠি মানুষ ও তাঁদের অস্মিতার কথা তুলে এভাবেই শিবসেনা আবেগের রাজনীতি করতে চাইছে বলেই রাজনৈতিক মহলের ধারণা ৷

হায়দরাবাদ, 24 জুন : গত কয়েকদিন ধরেই ডামাডোল চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে ৷ গত 12 ঘণ্টায় এখানকার রাজনীতি এক বড় বাঁক নিয়েছে ৷ রাজনৈতিক মহলের ধারণা ধীরে হলেও মহারাষ্ট্রের এই রাজনৈতিক যুদ্ধ মারাঠি অস্মিতা বা অহমিকার লড়াই হয়ে দাঁড়িয়েছে ৷ যেখানে বড় হয়ে দেখা দিচ্ছে মারাঠি পরিচয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের মন্তব্য ও তার প্রেক্ষিতে শরদ পাওয়ারের সাংবাদিক বৈঠক এই বিবাদে নয়া মাত্রা যোগ করেছে ৷ রাণের টুইটকে হাতিয়ার করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সরাসরি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে ৷ নারায়ণ রাণের মন্তব্য তাঁরা সমর্থন করেন কি না, তা জানতে চেয়েছেন রাউত (Sanjay Raut questioned Modi-Shah for doing politics in Maharashtra using Marathi card) ৷

মহারাষ্ট্রে বর্তমানে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার চলছে ৷ যে সরকারের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ শিবসেনার অন্দরের কোন্দলের ফলে এই সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে ৷ জোটের অন্যতম শরিক হিসেবে সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, শিবসেনার বিদ্রোহী বিধায়করা যে কাজ করছেন তা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে ৷ বিদ্রোহীদের এর ফল ভোগ করতে হবে বলেও ইঙ্গিত দেন পাওয়ার ৷

শরদ পাওয়ারের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে বৃহস্পতিবার একটি টুইট করেন ৷ সেই টুইটে তিনি অভিযোগ করেন, বিধায়কদের হুমকি দিয়েছেন শরদ পাওয়ার ৷ অভিযোগ, হুমকির সুরে রাণে পালটা বলেন, শিবসেনার বিদ্রোহী বিধায়করা যদি বিধানসভায় কোনও নিগ্রহের স্বীকার হন, তাহলে তার ফল ভুগতে হবে শরদ পাওয়ারকে ৷

টুইটে তিনি লেখেন, "মাননীয় শরদ পাওয়ার বিদ্রোহী বিধায়কদের হুমকি দিচ্ছেন, বলছেন বিধানসভার কক্ষে এসে শক্তি দেখাও ৷ বিদ্রোহীরা যাবেন ও নিজেদের পছন্দ মতো ভোট দেবেন ৷ কিন্তু তাঁরা আক্রান্ত হলে এর ফল খারাপ হবে ৷" নারায়ণ রাণের এই মন্তব্যের প্রেক্ষিতেই সঞ্জয় রাউত বলেন, "সরকার থাকবে অথবা চলে যাবে ৷ কিন্তু রাণের বক্তব্যই কি বিজেপির আসল অবস্থান ৷ তাহলে সেটা স্পষ্ট করা হোক ৷ শরদ পাওয়ারকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তা মহারাষ্ট্র মেনে নেবে না ৷ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি ভেবে দেখা উচিত ৷"

  • माननीय शरद पवार साहेब या सर्वांना धमक्या देत आहेत, 'सभागृहात येऊन दाखवा', ते येणारच आहेत. ते येणार आणि त्यांच्या मनाप्रमाणे मतदान करणार. त्यांच्या केसालाही धक्का लावल्यास घर गाठणे कठिण होईल.

    — Narayan Rane (@MeNarayanRane) June 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'একটি সর্বভারতীয় দল সমর্থন করছে আমাদের', শিন্ডের ইঙ্গিত কি গেরুয়া শিবিরের দিকে ?

রাজনৈতিক মহল মনে করছে, শরদ পাওয়ারের প্রসঙ্গ টেনে এবার মহারাষ্ট্রের এই বিবাদে কেন্দ্র সরকারকেও টেনে আনতে চাইছে শিবসেনা ৷ নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রসঙ্গ টেনে মহারাষ্ট্রের রাজনীতিতে বহিরাগত প্রবেশের বিষয়টিও রাউত তুলে ধরতে চাইলেন বলে মনে করা হচ্ছে ৷ মারাঠি মানুষ ও তাঁদের অস্মিতার কথা তুলে এভাবেই শিবসেনা আবেগের রাজনীতি করতে চাইছে বলেই রাজনৈতিক মহলের ধারণা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.