নয়াদিল্লি, 22 নভেম্বর : ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, বিদ্যুৎ সংশোধনী বিলের খসড়া প্রত্যাহার-সহ ততোধিক দাবিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন কৃষকরা ৷ গুরুনানক জয়ন্তীতে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (Farm Laws Repeal) ৷ তরপর উচ্ছ্বাসের মধ্যেও কৃষকরা জানিয়ে দেন, শুধু ঘোষণায় হবে না, সংসদে যতক্ষণ না আইন প্রত্যাহার করা হয় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা ৷ রবিবার বেলার দিকে সিঙ্ঘু বর্ডারে এনিয়ে বৈঠকে বসেন তাঁরা ৷ তারই ফলস্বরূপ এই খোলা চিঠি (SKU writes open letter to Modi) ৷
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা কৃষকদের কাচে খুশির হলেও পদ্ধতিগত জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা একমত হতে পারছেন না ৷ বলা হয়েছে, দেশের কোটি কোটি কৃষক প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে সেই ভাষণ শুনেছেন ৷ 11 দফা আলোচনার পরও দ্বিপাক্ষিক সমাধানের পরিবর্তে কৃষি আইন প্রত্যাহারের কথা একতরফাভাবে ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তবে তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা রাখছেন যে, আইন তিনটি প্রত্যাহারের এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়িত হবে ৷
সংযুক্ত কিষাণ মোর্চা শুরু থেকেই তিনটি দাবি সরকারের কাছে রেখেছে ৷ সেগুলি হল- ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, বিদ্যুৎ সংশোধনী বিলের খসড়া প্রত্যাহার এবং কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অ্যান্ড অ্যাডজয়েনিং এরিয়াস অ্যাক্ট 2021-এ কৃষকদের উপর জারি করা শাস্তিমূলক বিধানগুলি সরানো ৷
এছাড়াও কৃষকরা আরও তিনটি দাবির কথা জানিয়েছেন এই চিঠিতে ৷ গতবছর জুন থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে বেশ কয়েক হাজার কৃষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ সেইসব মামলা প্রত্যাহার করতে হবে ৷ পাশাপাশি লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri case) অজয় মিত্র টেনি ভারতীয় দণ্ডবিধির 120বি ধারায় অভিযুক্ত ৷ তিনি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন ৷ তাঁকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করে গ্রেফতার করা উচিত ৷ এখনও অবধি প্রায় 700 জন কৃষক এই আন্দোলনেরে জেরে শহিদ হয়েছেন ৷ তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত । সিঙ্ঘু সীমান্তে শহিদ কৃষকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জমির দাবিও জানিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন : Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের
চিঠিতে পরিশেষে কৃষকরা বলেন, "প্রধানমন্ত্রী আপনি আমাদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন ৷ আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে, আমরা এভাবে রাস্তায় বসে আন্দোলনের পক্ষে নই ৷ আমরাও চাই, সমস্যাগুলির দ্রুত সমাধান হোক এবং আমরা নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারি ৷ ফের কৃষিকাজ শুরু করতে পারি ৷ আপনিও যদি তাই চান, তাহলে সরকারের উচিত অবিলম্বে এই ছ'টি বিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে আবার আলোচনা শুরু করা । ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে সংযুক্ত কিষাণ মোর্চা ৷"
আরও পড়ুন : Farmers write open letter to PM : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা