ETV Bharat / bharat

SKM Meeting on Parliament March : সংযুক্ত কিষাণ মোর্চার সংসদ অভিযান নিয়ে সিদ্ধান্ত আজ - SKM Takes Decision on Farmer Protest

কৃষকদের স্থগিত থাকা সংসদ অভিযান (SKM Meeting on Parliament March) নিয়ে সিদ্ধান্ত আজ ৷ দিল্লির সিঙ্ঘু সীমানায় সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব এ নিয়ে বৈঠকে বসবে ৷ সেখানে 6 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা ওই সংসদ অভিযান নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সেক্ষেত্রে 21 নভেম্বর Samyukt Kisan Morcha-র কেন্দ্রকে লেখা চিঠির জবাব বড় ভূমিকা নেবে ৷

Samyuki Kisan Morcha Meeting on Parliament March
কৃষকদের সংসদ অভিযান নিয়ে সিদ্ধান্ত আজ
author img

By

Published : Dec 4, 2021, 9:14 AM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর : আজ দিল্লির সিঙ্ঘু সীমানায় ফের বৈঠকে বসবে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব (SKM Meeting on Parliament March) ৷ যেখানে স্থগিত রাখা সংসদে ট্র্যাক্টর অভিযান নিয়ে সিদ্ধান্ত নেবে কৃষক সংগঠনের এই যৌথ মঞ্চ ৷ প্রসঙ্গত, কৃষকদের দাবি দাওয়া নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা গত 29 নভেম্বর ট্র্যাক্টর নিয়ে সংসদ অভিযানের কর্মসূচি ঠিক করেছিল ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর, 21 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা বিদ্যুৎ আইন প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত বিল আনা সহ অন্যান্য দাবিতে সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়ে একটি চিঠি লেখে ৷ এমনকি এরই মাঝে সংসদে কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ তাই 6 ডিসেম্বর পর্যন্ত সংসদ অভিযান স্থগিত করার কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyuki Kisan Morcha) ৷

তবে, 27 নভেম্বরের সেই বৈঠকে এসকেএম’র তরফে বলা হয়, 4 ডিসেম্বর সিঙ্ঘু সীমানায় ফের তাদের নেতৃত্ব বৈঠকে বসবে (Samyukt Kisan Morcha Meeting on Parliament March) সংসদ অভিযান এবং কৃষক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৷ তবে, এর পুরোটাই নির্ভর করছে গত 21 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার সরকারকে লেখা চিঠির জবাবের উপর ৷ এ নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত জানিয়েছিলেন, ‘‘29 নভেম্বরের সংসদ অভিযান স্থগিত রাখা হল ৷ আমরা কেন্দ্রীয় সরকারকে 4 ডিসেম্বর পর্যন্ত ভাবনাচিন্তা করার সময় দিলাম ৷ 4 ডিসেম্বর কমিটি তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে (SKM Takes Decision on Farmer Protest) ৷’’

আরও পড়ুন : Tractor March Postponed: সংসদে ট্রাক্টর অভিযান স্থগিত রাখল সংযুক্ত কিষাণ মোর্চা

প্রসঙ্গত, শুধু বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার কৃষকদের লাগাতার আন্দোলনের বিষয় ছিল না ৷ সেই সঙ্গে বিদ্যুৎ আইন প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে বিল পাশ করানো সহ আরও বেশ কয়েক দফা দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছিল কৃষক সংগঠনগুলি ৷ তার মধ্যে কেবলমাত্র বিতর্কি 3টি কৃষি আইন সংসদে বিল পাশ করিয়ে প্রত্যাহার করেছে কেন্দ্র ৷

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

কিন্তু, সেখানেও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে ৷ কারণ, সরকারের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে সংসদে আলোচনা করা হয়নি ৷ বিরোধীরা বারবার সেই দাবি জানালেও, সরকারের তরফে তা উপেক্ষা করা হয়েছে ৷ ফলে বিরোধীদের আশঙ্কা, বিলে এমন কিছু সংস্থান থাকলেও থাকতে পারে, যেখানে অদূর ভবিষ্যতে ফের ওই বিতর্কিত তিনটি কৃষি আইন সংখ্যার জোরে বলবৎ করতে পারে বিজেপির সরকার ৷

নয়াদিল্লি, 4 ডিসেম্বর : আজ দিল্লির সিঙ্ঘু সীমানায় ফের বৈঠকে বসবে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব (SKM Meeting on Parliament March) ৷ যেখানে স্থগিত রাখা সংসদে ট্র্যাক্টর অভিযান নিয়ে সিদ্ধান্ত নেবে কৃষক সংগঠনের এই যৌথ মঞ্চ ৷ প্রসঙ্গত, কৃষকদের দাবি দাওয়া নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা গত 29 নভেম্বর ট্র্যাক্টর নিয়ে সংসদ অভিযানের কর্মসূচি ঠিক করেছিল ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর, 21 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা বিদ্যুৎ আইন প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত বিল আনা সহ অন্যান্য দাবিতে সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়ে একটি চিঠি লেখে ৷ এমনকি এরই মাঝে সংসদে কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ তাই 6 ডিসেম্বর পর্যন্ত সংসদ অভিযান স্থগিত করার কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyuki Kisan Morcha) ৷

তবে, 27 নভেম্বরের সেই বৈঠকে এসকেএম’র তরফে বলা হয়, 4 ডিসেম্বর সিঙ্ঘু সীমানায় ফের তাদের নেতৃত্ব বৈঠকে বসবে (Samyukt Kisan Morcha Meeting on Parliament March) সংসদ অভিযান এবং কৃষক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৷ তবে, এর পুরোটাই নির্ভর করছে গত 21 নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার সরকারকে লেখা চিঠির জবাবের উপর ৷ এ নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত জানিয়েছিলেন, ‘‘29 নভেম্বরের সংসদ অভিযান স্থগিত রাখা হল ৷ আমরা কেন্দ্রীয় সরকারকে 4 ডিসেম্বর পর্যন্ত ভাবনাচিন্তা করার সময় দিলাম ৷ 4 ডিসেম্বর কমিটি তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে (SKM Takes Decision on Farmer Protest) ৷’’

আরও পড়ুন : Tractor March Postponed: সংসদে ট্রাক্টর অভিযান স্থগিত রাখল সংযুক্ত কিষাণ মোর্চা

প্রসঙ্গত, শুধু বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার কৃষকদের লাগাতার আন্দোলনের বিষয় ছিল না ৷ সেই সঙ্গে বিদ্যুৎ আইন প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে বিল পাশ করানো সহ আরও বেশ কয়েক দফা দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছিল কৃষক সংগঠনগুলি ৷ তার মধ্যে কেবলমাত্র বিতর্কি 3টি কৃষি আইন সংসদে বিল পাশ করিয়ে প্রত্যাহার করেছে কেন্দ্র ৷

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

কিন্তু, সেখানেও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে ৷ কারণ, সরকারের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে সংসদে আলোচনা করা হয়নি ৷ বিরোধীরা বারবার সেই দাবি জানালেও, সরকারের তরফে তা উপেক্ষা করা হয়েছে ৷ ফলে বিরোধীদের আশঙ্কা, বিলে এমন কিছু সংস্থান থাকলেও থাকতে পারে, যেখানে অদূর ভবিষ্যতে ফের ওই বিতর্কিত তিনটি কৃষি আইন সংখ্যার জোরে বলবৎ করতে পারে বিজেপির সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.