অযোধ্যা, 16 মার্চ: রামমন্দির তৈরি হবে অযোধ্যায় ৷ তার জন্য অনেকেই অর্থদান করছেন ৷ আর এই ভাবে এখনও পর্যন্ত 3 হাজার কোটি টাকা উঠেছে ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর তরফে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ ওই ট্রাস্টের মহাসচিব চম্পত রাই জানান, এখনও অনেকে অর্থদান করছেন ৷ তবে বাড়ি বাড়ি গিয়ে অর্থদান করার কাজ বন্ধ করা হয়েছে ৷
তবে জানা গিয়েছে যে অডিটের কাজ চলছে ৷ এই অর্থের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ কারণ, গোড়ায় তাঁরা যেমন আশা করেছিলেন, তার থেকে এখনও পর্যন্ত অনেক বেশি টাকা জমা পড়েছে বলে চম্পত রাই জানিয়েছেন ৷ রামমন্দিরের জন্য অর্থ দেওয়ায় তিনি সকলকে ধন্যবাদ দিয়েছেন ৷
আরও পড়ুন : রামের বিরোধিতা করবেন না, মমতাকে হুঁশিয়ারি যোগীর
তিনি জানান, রামমন্দিরের জন্য কেউ অর্থদান করতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন ৷ অথবা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমেও টাকা দেওয়া যাচ্ছে ৷