ETV Bharat / bharat

রেমডিসিভিরের নাম করে স্যালাইন বিক্রির অভিযোগে গ্রেফতার 3

author img

By

Published : May 23, 2021, 8:11 PM IST

রেমডিসিভিরের নাম করে স্যালাইন বিক্রি করার অভিযোগ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে ৷ ঘটনায় মূল অভিযুক্ত সহ 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

saline-water-sold-as-remdesivir-three-held in andhra pradesh
রেমডিসিভিরের নাম করে স্যালাইন বিক্রির অভিযোগ গ্রেফতার 3

বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ), 23 মে : রেমডিসিভিরের নাম করে স্যালাইন বিক্রির অভিযোগে 3 জনকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পুলিশ ৷ অভিযোগ 20 হাজার টাকা প্রতি ফাইলের দাম নিচ্ছিল ওই প্রতারকরা ৷ কিন্তু, সেই ফাইলগুলিতে রেমডিসিভিরের বদলে স্যালাইন ভরা ছিল ৷

চোডাভারাপু কিশোর নামে এক অভিযুক্তকে কৃষ্ণা জেলার বিজয়ওয়াড়া থেকে পুলিশ গ্রেফতার করেছে ৷ সে একটি বেসরকারি হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের টেকনিশিয়ান ৷ সেই ওই হাসপাতাল থেকে ব্যবহার হয়ে যাওয়া রেমডিসিভিরের খালি ফাইল সংগ্রহ করত ৷ এর পর তার মধ্যে স্যালাইন ভরে দিয়ে, তা ওষুধের দোকানে রেমডিসিভির বলে বিক্রি করত ৷ যা কোভিড-19 আক্রান্ত রোগীর ফুসফুসে সংক্রমণ হলে ব্যবহার করা হত ৷ অভিযোগ সে প্রতি ফাইল 20 হাজার টাকায় বিক্রি করত ৷

আরও পড়ুন : 100 মিলিগ্রামের দাম 25000 টাকা ! কলকাতায় রেমডিসিভির কালোবাজারির অভিযোগে গ্রেফতার 3

বিষয়টি নজরে আসে যখন গুন্টুরের একটি পরিবার এই জাল রেমডিসিভির কিনে হাসপাতালে তাঁদের রোগীর জন্য জমা করে ৷ চিকিৎসকের সেই রেমডিসিভিরের ভিতরের তরলটি দেখে সন্দেহ হয় ৷ সেটিকে যাচাই করতেই সত্যিটা সামনে আসে ৷ এর পর দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পরিবারের তরফে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের টাস্ক ফোর্সে জানানো হয় ৷ অভিযোগ পেয়ে পুলিশ ওই ওষুধের দোকান থেকে আরও 6টি জাল রেমডিসিভিরের ফাইল উদ্ধার করে ৷ সেখান থেকেই মূল অভিযুক্তের খোঁজ পায় পুলিশ ৷ ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ), 23 মে : রেমডিসিভিরের নাম করে স্যালাইন বিক্রির অভিযোগে 3 জনকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পুলিশ ৷ অভিযোগ 20 হাজার টাকা প্রতি ফাইলের দাম নিচ্ছিল ওই প্রতারকরা ৷ কিন্তু, সেই ফাইলগুলিতে রেমডিসিভিরের বদলে স্যালাইন ভরা ছিল ৷

চোডাভারাপু কিশোর নামে এক অভিযুক্তকে কৃষ্ণা জেলার বিজয়ওয়াড়া থেকে পুলিশ গ্রেফতার করেছে ৷ সে একটি বেসরকারি হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের টেকনিশিয়ান ৷ সেই ওই হাসপাতাল থেকে ব্যবহার হয়ে যাওয়া রেমডিসিভিরের খালি ফাইল সংগ্রহ করত ৷ এর পর তার মধ্যে স্যালাইন ভরে দিয়ে, তা ওষুধের দোকানে রেমডিসিভির বলে বিক্রি করত ৷ যা কোভিড-19 আক্রান্ত রোগীর ফুসফুসে সংক্রমণ হলে ব্যবহার করা হত ৷ অভিযোগ সে প্রতি ফাইল 20 হাজার টাকায় বিক্রি করত ৷

আরও পড়ুন : 100 মিলিগ্রামের দাম 25000 টাকা ! কলকাতায় রেমডিসিভির কালোবাজারির অভিযোগে গ্রেফতার 3

বিষয়টি নজরে আসে যখন গুন্টুরের একটি পরিবার এই জাল রেমডিসিভির কিনে হাসপাতালে তাঁদের রোগীর জন্য জমা করে ৷ চিকিৎসকের সেই রেমডিসিভিরের ভিতরের তরলটি দেখে সন্দেহ হয় ৷ সেটিকে যাচাই করতেই সত্যিটা সামনে আসে ৷ এর পর দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পরিবারের তরফে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের টাস্ক ফোর্সে জানানো হয় ৷ অভিযোগ পেয়ে পুলিশ ওই ওষুধের দোকান থেকে আরও 6টি জাল রেমডিসিভিরের ফাইল উদ্ধার করে ৷ সেখান থেকেই মূল অভিযুক্তের খোঁজ পায় পুলিশ ৷ ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.