ETV Bharat / bharat

Sachin Tendulkar ভাইঝির বিয়েতে পাগড়ি, রাখিতে দিদিকে উপহার ফ্যামিলি ম্যান সচিনের - Sachin Tendulkar

রাখিবন্ধনে দাদাদিদির সঙ্গে বিশেষ মুহূর্ত কাটালেন মাস্টার ব্লাস্টার সচিন (Sachin Tendulkar Shares Special Moment With Sister and Brothers in Raksha Bandhan) ৷ দাদা নীতিনের মেয়ের বিয়েতে চার ভাইবোন একসঙ্গে ছবি তুলেছেন ৷ যেখানে মহারাষ্ট্রের প্রথাগত ‘ফেটা’ বাঁধতে দেখা গেল সচিনকে ৷

Sachin Tendulkar Shares Special Moment With Sister and Brothers in Raksha Bandhan
Sachin Tendulkar Shares Special Moment With Sister and Brothers in Raksha Bandhan
author img

By

Published : Aug 12, 2022, 7:01 PM IST

কলকাতা, 12 অগস্ট: রাখিবন্ধনে দাদা এবং দিদিদের সঙ্গে ছবি শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার ৷ দাদা অজিত, নীতিন এবং দিদি সবিতার সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর ৷ মেজো দাদা নীতিন তেন্ডুলকরের মেয়ে কারীশ্মার বিয়েতে চার ভাই-বোন একসঙ্গে এই ছবি তুলেছেন (Sachin Tendulkar Shares Special Moment With Sister and Brothers in Raksha Bandhan) ৷ প্রসঙ্গত, গত মঙ্গলবার ভাইঝি কারীশ্মার বিয়ে উপলক্ষে পাগরি পরার ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷ যেখানে মারাঠি প্রথা অনুযায়ী, সচিনের মাথায় ফেটা বাঁধছিলেন এক ব্যক্তি ৷

রাখিবন্ধনে আনজনতা হোক বা নামী ব্যক্তিত্ব, ভাই-বোনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কমবেশি ছবি সবাই পোস্ট করে থাকেন ৷ ব্যতিক্রমী নন কিংবদবন্তি সচিন তেন্ডুলকরও ৷ দুই দাদা এবং দিদির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, দিনটির বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ‘ক্রিকেট ঈশ্বর’ ৷ যেখানে তাঁর বড়দা অজিত তেন্ডুলকর, মেজো দাদা নীতিন তেন্ডুলকর এবং দিদি সবিতা তেল্ডুলকরের সঙ্গে দেখা যাচ্ছে মাস্টারকে ৷

  • From gifting me my first-ever bat to always being there for us, my sister has been one of the greatest gifts of life.
    Sabhi ko Raksha Bandhan ki dher saari shubhkamnayein!#RakshaBandhan pic.twitter.com/nyxcjEgjlc

    — Sachin Tendulkar (@sachin_rt) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে সচিন লিখেছেন, ‘‘আমাকে আমার প্রথম ক্রিকেট ব্যাট উপহার দেওয়া থেকে, সবসময় আমাদের পাশে থাকা ৷ আমার দিদি, আমার জীবনের সবচেয়ে সেরা উপহার ৷ সবাইকে রাখিবন্ধনের অনেক এনেক শুভেচ্ছা ৷’’

আরও পড়ুন: পনেরো সিজন পেরিয়ে অবশেষে কলকাতায় তৈরি হচ্ছে কেকেআর-এর অ্যাকাডেমি

প্রসঙ্গত, মেজো দাদা নীতিনের মেয়ে কারীশ্মার বিয়েতে এক জায়গায় হয়েছে তেন্ডুলকর পরিবার ৷ সেখানেই গত মঙ্গলবার ভাইঝির বিয়েতে মাথায় ‘ফেটা’ পরতে দেখা গিয়েছিল মাস্টারকে ৷ বিয়ের আয়োজনের দায়িত্বে থাকা এক ব্যক্তি সচিন তেন্ডুলকরের মাথায় মারাঠি প্রথার অন্তর্গত ‘ফেটা’ বেঁধে দিচ্ছেন ৷ আর সচিন তেন্ডুলকর তা নিজেই ‘ভক্ত’দের উদ্দেশ্যে জানাচ্ছেন ৷

কলকাতা, 12 অগস্ট: রাখিবন্ধনে দাদা এবং দিদিদের সঙ্গে ছবি শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার ৷ দাদা অজিত, নীতিন এবং দিদি সবিতার সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর ৷ মেজো দাদা নীতিন তেন্ডুলকরের মেয়ে কারীশ্মার বিয়েতে চার ভাই-বোন একসঙ্গে এই ছবি তুলেছেন (Sachin Tendulkar Shares Special Moment With Sister and Brothers in Raksha Bandhan) ৷ প্রসঙ্গত, গত মঙ্গলবার ভাইঝি কারীশ্মার বিয়ে উপলক্ষে পাগরি পরার ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷ যেখানে মারাঠি প্রথা অনুযায়ী, সচিনের মাথায় ফেটা বাঁধছিলেন এক ব্যক্তি ৷

রাখিবন্ধনে আনজনতা হোক বা নামী ব্যক্তিত্ব, ভাই-বোনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কমবেশি ছবি সবাই পোস্ট করে থাকেন ৷ ব্যতিক্রমী নন কিংবদবন্তি সচিন তেন্ডুলকরও ৷ দুই দাদা এবং দিদির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, দিনটির বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ‘ক্রিকেট ঈশ্বর’ ৷ যেখানে তাঁর বড়দা অজিত তেন্ডুলকর, মেজো দাদা নীতিন তেন্ডুলকর এবং দিদি সবিতা তেল্ডুলকরের সঙ্গে দেখা যাচ্ছে মাস্টারকে ৷

  • From gifting me my first-ever bat to always being there for us, my sister has been one of the greatest gifts of life.
    Sabhi ko Raksha Bandhan ki dher saari shubhkamnayein!#RakshaBandhan pic.twitter.com/nyxcjEgjlc

    — Sachin Tendulkar (@sachin_rt) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে সচিন লিখেছেন, ‘‘আমাকে আমার প্রথম ক্রিকেট ব্যাট উপহার দেওয়া থেকে, সবসময় আমাদের পাশে থাকা ৷ আমার দিদি, আমার জীবনের সবচেয়ে সেরা উপহার ৷ সবাইকে রাখিবন্ধনের অনেক এনেক শুভেচ্ছা ৷’’

আরও পড়ুন: পনেরো সিজন পেরিয়ে অবশেষে কলকাতায় তৈরি হচ্ছে কেকেআর-এর অ্যাকাডেমি

প্রসঙ্গত, মেজো দাদা নীতিনের মেয়ে কারীশ্মার বিয়েতে এক জায়গায় হয়েছে তেন্ডুলকর পরিবার ৷ সেখানেই গত মঙ্গলবার ভাইঝির বিয়েতে মাথায় ‘ফেটা’ পরতে দেখা গিয়েছিল মাস্টারকে ৷ বিয়ের আয়োজনের দায়িত্বে থাকা এক ব্যক্তি সচিন তেন্ডুলকরের মাথায় মারাঠি প্রথার অন্তর্গত ‘ফেটা’ বেঁধে দিচ্ছেন ৷ আর সচিন তেন্ডুলকর তা নিজেই ‘ভক্ত’দের উদ্দেশ্যে জানাচ্ছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.