ETV Bharat / bharat

SD Burman Home in Bangladesh: কুমিল্লায় শচীনকর্তার পৈতৃক ভিটেয় তৈরি হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র - সাংস্কৃতিক কেন্দ্র

বাংলাদেশের কুমিল্লায় শচীন দেব বর্মনের (Sachin Dev Burman Home in Bangladesh) পৈতৃক ভিটেয় তৈরি হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র (Cultural complex)৷ এ জন্য অর্থ বরাদ্দেও অনুমোদন দিয়েছে হাসিনার সরকার (Bangladesh)৷

Sachin Dev Burman's home in Bangladesh set to be converted into cultural complex
থাম্বনেইল
author img

By

Published : Sep 25, 2022, 4:06 PM IST

Updated : Sep 25, 2022, 4:31 PM IST

কুমিল্লা (বাংলাদেশ), 25 সেপ্টেম্বর: বাংলাদেশের কুমিল্লায় শচিন দেব বর্মনের পৈতৃক বাড়িতে (Sachin Dev Burman Home in Bangladesh) তৈরি হচ্ছে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স (Cultural complex)৷ এই প্রকল্পের জন্য বাংলাদেশের অর্থে 1.10 কোটি টাকা (ভারতীয় মুদ্রায় 86 লাখ টাকা) বরাদ্দে অনুমোদন দিয়েছে শেখ হাসিনার সরকার ৷

1906 সালে কুমিল্লার দক্ষিণ চার্থা গ্রামের রাজবাড়িতে জন্মগ্রহণ করেন শচীন দেব বর্মন (SD Burman Home in Bangladesh)৷ সে দেশেই কেটেছে ছোটবেলা ৷ 18 বছর পর্যন্ত কুমিল্লায় ছিলেন তিনি ৷ আইনজীবী গোলাম ফারুক এ কথা জানিয়েছেন ৷ এই সঙ্গীতশিল্পীর জীবন নিয়ে লেখা 596 পাতার একটি বইয়ের সম্পাদনা করেছিলেন ফারুক ৷ তিনি একজন ইতিহাসবিদও ৷ তাঁর কথায়, "সেতারবাদক বাবার ছত্রছায়ায় এই শিল্পীর সঙ্গীত প্রতিভা আরও উন্মোচিত হয়েছিল ৷ কুমিল্লা জেলা স্কুলে পড়াশোনা করেছিলেন শচীনকর্তা ৷ 1924 সালে ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি ৷"

ত্রিপুরার রাজ পরিবারের বংশধর ছিলেন শচীন দেব বর্মনের বাবা (S D Burman )৷ রাজপুত্রের সামাজ্যের দেখাশোনা করতে তিনি গিয়েছিলেন কুমিল্লায় ৷ সেই রাজপ্রাসাদেই জন্ম হয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পীর ৷ 2017 সালের 30 নভেম্বর সেই প্রাসাদটি সুরক্ষিত স্তম্ভ হিসেবে তালিকাভুক্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সরকার ৷ 2012 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা সফরে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে লেখক ও শিল্পীদের একদল প্রতিনিধিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ওই প্রাসাদটির সংরক্ষণ করে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র ও মিউজিয়াম গড়ে তোলা হবে ৷

2017 সালের মে মাসে কাজি নজরুল ইসলামের 116তম জন্মবার্ষিকীতে কুমিল্লা সফরে গিয়ে সাতটি প্রকল্পের শিলান্যাস করেন হাসিনা ৷ তারই মধ্যে একটি ছিল 'শচীন দেব বর্মন কালচারাল কমপ্লেক্স' ৷ ফারুক জানিয়েছেন যে, 7 একর জমির উপর গড়ে উঠেছে ওই প্রাসাদ ৷ তবে প্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এর একটা বড় অংশ দখল হয়ে গিয়েছিল ৷ ফারুকের কথায়, "কুমিল্লার সাংসদ একেএম বাহাউদ্দিন বাহার জেলা প্রশাসনের সাহায্য নিয়ে জমিটি খালি করিয়েছেন ৷ কুমিল্লার ডিস্ট্রিক্ট কালেক্টর মহম্মদ কামরুল হাসান জানিয়েছেন, বাড়িটির সব মেরামতির কাজ হয়ে গিয়েছে ৷ এ বার এটি আর্কিয়োলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়ার অপেক্ষা ৷" তিনি আরও জানিয়েছেন, "বাঙালি কবি কাজি নজরুল ইসলাম ছাড়াও আরও অনেক প্রখ্যাত ব্যক্তি দেব বর্মনের বাড়িতে গিয়েছেন এবং তাঁর সঙ্গে সঙ্গীতচর্চা করেছেন ৷"

আরও পড়ুন: কিশোরের গানের রেকর্ডিং ছিল, তাই হাসপাতালে ভর্তি হতে চাননি শচীন কর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, ওই বাড়িটি পাকিস্তানের জমানায় সেনাবাহিনীর ওয়্যারহাউস হিসেবে ব্যবহৃত হত ৷ এরপর সেই ওয়্যারহাউস সরিয়ে সেখানে একটি পোলট্রি ফার্ম হয় ৷ তখন থেকে এটি কুমিল্লা পোলট্রি ফার্ম হিসেবে পরিচিত ৷ এই বাড়িতে সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরির পাশাপাশি পরিকল্পনায় একটি মিউজিক লাইব্রেরি তৈরিরও ভাবনা রয়েছে ৷

1924 সালে উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাড়ি দিয়েছিলেন শচীনকর্তা ৷ এরপর 1344 সালে তিনি যান মুম্বই ৷ 1947 সালে দেশের স্বাধীনতার পর তাঁর পরিবারের সবাই ভারতে চলে আসেন ৷

কুমিল্লা (বাংলাদেশ), 25 সেপ্টেম্বর: বাংলাদেশের কুমিল্লায় শচিন দেব বর্মনের পৈতৃক বাড়িতে (Sachin Dev Burman Home in Bangladesh) তৈরি হচ্ছে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স (Cultural complex)৷ এই প্রকল্পের জন্য বাংলাদেশের অর্থে 1.10 কোটি টাকা (ভারতীয় মুদ্রায় 86 লাখ টাকা) বরাদ্দে অনুমোদন দিয়েছে শেখ হাসিনার সরকার ৷

1906 সালে কুমিল্লার দক্ষিণ চার্থা গ্রামের রাজবাড়িতে জন্মগ্রহণ করেন শচীন দেব বর্মন (SD Burman Home in Bangladesh)৷ সে দেশেই কেটেছে ছোটবেলা ৷ 18 বছর পর্যন্ত কুমিল্লায় ছিলেন তিনি ৷ আইনজীবী গোলাম ফারুক এ কথা জানিয়েছেন ৷ এই সঙ্গীতশিল্পীর জীবন নিয়ে লেখা 596 পাতার একটি বইয়ের সম্পাদনা করেছিলেন ফারুক ৷ তিনি একজন ইতিহাসবিদও ৷ তাঁর কথায়, "সেতারবাদক বাবার ছত্রছায়ায় এই শিল্পীর সঙ্গীত প্রতিভা আরও উন্মোচিত হয়েছিল ৷ কুমিল্লা জেলা স্কুলে পড়াশোনা করেছিলেন শচীনকর্তা ৷ 1924 সালে ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি ৷"

ত্রিপুরার রাজ পরিবারের বংশধর ছিলেন শচীন দেব বর্মনের বাবা (S D Burman )৷ রাজপুত্রের সামাজ্যের দেখাশোনা করতে তিনি গিয়েছিলেন কুমিল্লায় ৷ সেই রাজপ্রাসাদেই জন্ম হয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পীর ৷ 2017 সালের 30 নভেম্বর সেই প্রাসাদটি সুরক্ষিত স্তম্ভ হিসেবে তালিকাভুক্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সরকার ৷ 2012 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা সফরে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে লেখক ও শিল্পীদের একদল প্রতিনিধিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ওই প্রাসাদটির সংরক্ষণ করে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র ও মিউজিয়াম গড়ে তোলা হবে ৷

2017 সালের মে মাসে কাজি নজরুল ইসলামের 116তম জন্মবার্ষিকীতে কুমিল্লা সফরে গিয়ে সাতটি প্রকল্পের শিলান্যাস করেন হাসিনা ৷ তারই মধ্যে একটি ছিল 'শচীন দেব বর্মন কালচারাল কমপ্লেক্স' ৷ ফারুক জানিয়েছেন যে, 7 একর জমির উপর গড়ে উঠেছে ওই প্রাসাদ ৷ তবে প্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এর একটা বড় অংশ দখল হয়ে গিয়েছিল ৷ ফারুকের কথায়, "কুমিল্লার সাংসদ একেএম বাহাউদ্দিন বাহার জেলা প্রশাসনের সাহায্য নিয়ে জমিটি খালি করিয়েছেন ৷ কুমিল্লার ডিস্ট্রিক্ট কালেক্টর মহম্মদ কামরুল হাসান জানিয়েছেন, বাড়িটির সব মেরামতির কাজ হয়ে গিয়েছে ৷ এ বার এটি আর্কিয়োলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়ার অপেক্ষা ৷" তিনি আরও জানিয়েছেন, "বাঙালি কবি কাজি নজরুল ইসলাম ছাড়াও আরও অনেক প্রখ্যাত ব্যক্তি দেব বর্মনের বাড়িতে গিয়েছেন এবং তাঁর সঙ্গে সঙ্গীতচর্চা করেছেন ৷"

আরও পড়ুন: কিশোরের গানের রেকর্ডিং ছিল, তাই হাসপাতালে ভর্তি হতে চাননি শচীন কর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, ওই বাড়িটি পাকিস্তানের জমানায় সেনাবাহিনীর ওয়্যারহাউস হিসেবে ব্যবহৃত হত ৷ এরপর সেই ওয়্যারহাউস সরিয়ে সেখানে একটি পোলট্রি ফার্ম হয় ৷ তখন থেকে এটি কুমিল্লা পোলট্রি ফার্ম হিসেবে পরিচিত ৷ এই বাড়িতে সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরির পাশাপাশি পরিকল্পনায় একটি মিউজিক লাইব্রেরি তৈরিরও ভাবনা রয়েছে ৷

1924 সালে উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাড়ি দিয়েছিলেন শচীনকর্তা ৷ এরপর 1344 সালে তিনি যান মুম্বই ৷ 1947 সালে দেশের স্বাধীনতার পর তাঁর পরিবারের সবাই ভারতে চলে আসেন ৷

Last Updated : Sep 25, 2022, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.