ETV Bharat / bharat

Mohan Bhagwat : এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, ব্রিটিশরা এসে ভুল বুঝিয়েছে; দাবি ভাগবতের - Mohan Bhagwat : এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, ব্রিটিশরা এসে ভুল বুঝিয়েছে, দাবি আরএসএস প্রধানের

আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) দাবি, ভারতে হিন্দু এবং মুসলমানদের পূর্বপুরুষ একই ৷ ব্রিটিশরা এদেশে এসে তাদের ভুল বোঝায় এবং ধর্মের লড়াইয়ে লিপ্ত করে ৷ দেশের প্রতিটি মানুষকে তিনি 'হিন্দু' বলেও দাবি করেন ৷

এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, দাবি মোহন ভগবতের
এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, দাবি মোহন ভগবতের
author img

By

Published : Sep 7, 2021, 9:41 AM IST

মুম্বই, 7 সেপ্টেম্বর : ব্রিটিশরা ভুল বুঝিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে লড়াই বাধায় ৷ নাহলে এদেশে হিন্দু এবং মুসলমানের পূর্বপুরুষ এক ৷ তারা একই বংশের উত্তরাধিকারী ৷ মুম্বইয়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh- RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এমনই দাবি করলেন ৷ এদেশের প্রতিটি মানুষই 'হিন্দু' বলেও দাবি করেন তিনি ৷

সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের 'রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি' শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান জানান, দেশবাসীর ঐক্যের ভিত্তি হল এই মাতৃভূমি এবং আমাদের ঐতিহ্য ৷ বলেন, "হিন্দু এবং মুসলমানরা একই বংশের উত্তরাধিকারী ৷ তাদের পূর্বপুরুষ একই ৷"

তাঁর দাবি, ব্রিটিশরা এদেশে মুসলমানদের বলে, 'হিন্দুদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকলে তোমরা কিছুই পাবে না ৷' ভাগবত বলেন, "মুসলমানদের ব্রিটিশরা বলে, এদেশে শুধু হিন্দুরাই নির্বাচিত হবে ৷ তাদের আলাদা রাষ্ট্রের দাবি তুলতে উৎসাহিত করে ৷ ব্রিটিশরা মুসলমানদের বোঝায় যে তারা ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ৷ কিন্তু এমনটা কি হয়েছে ? হয়নি ৷ এখানে যেকোনও মুসলমান যেকোনও পদে বসতে পারেন ৷"

ভাগবত আরও বলেন, "ব্রিটিশরা আবার হিন্দুদের বোঝায় যে মুসলমানরা উগ্রপন্থী ৷ তারা এখানে হিন্দু-মুসলমানকে দ্বন্দ্বে লিপ্ত করে ৷ ফলে দু'জনরাই নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে নেয় ৷ এখন আমাদের তা মেটাতে হবে ৷"

প্রতিটি দেশবাসীকে তিনি 'হিন্দু' বলে দাবি করেন ৷ তার সপক্ষে যুক্তি সাজান, "আমার মতে 'হিন্দু' শব্দটা মাতৃভূমি, পূর্বপুরুষ এবং ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক ৷ 'হিন্দু' কোনও জাতি নয় ৷ জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে এটি প্রতিটি মানুষের উন্নয়নের নাম ৷ তাই আমরা মনে করি, প্রতিটি ভারতবাসীই হলেন হিন্দু ৷"

ভাগবত বলেন, "আমরা ভিন্ন মতামতকে অসম্মান করি না ৷ তবে শুধু মুসলমানদের উন্নয়ন নয়, দেশের সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে ৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে এক সঙ্গে চলতে হবে ৷ দেশ যদি সর্বশক্তিমান হয়ে ওঠে, তাহলে তা বিশ্বগুরুর রূপেই হবে ৷ কয়েক শতাব্দী ধরে আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি ৷ তবে তা হলে কারোর ভয় পাওয়ার দরকার নেই ৷"

আরও পড়ুন : BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

মুম্বই, 7 সেপ্টেম্বর : ব্রিটিশরা ভুল বুঝিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে লড়াই বাধায় ৷ নাহলে এদেশে হিন্দু এবং মুসলমানের পূর্বপুরুষ এক ৷ তারা একই বংশের উত্তরাধিকারী ৷ মুম্বইয়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh- RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এমনই দাবি করলেন ৷ এদেশের প্রতিটি মানুষই 'হিন্দু' বলেও দাবি করেন তিনি ৷

সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের 'রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি' শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান জানান, দেশবাসীর ঐক্যের ভিত্তি হল এই মাতৃভূমি এবং আমাদের ঐতিহ্য ৷ বলেন, "হিন্দু এবং মুসলমানরা একই বংশের উত্তরাধিকারী ৷ তাদের পূর্বপুরুষ একই ৷"

তাঁর দাবি, ব্রিটিশরা এদেশে মুসলমানদের বলে, 'হিন্দুদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকলে তোমরা কিছুই পাবে না ৷' ভাগবত বলেন, "মুসলমানদের ব্রিটিশরা বলে, এদেশে শুধু হিন্দুরাই নির্বাচিত হবে ৷ তাদের আলাদা রাষ্ট্রের দাবি তুলতে উৎসাহিত করে ৷ ব্রিটিশরা মুসলমানদের বোঝায় যে তারা ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ৷ কিন্তু এমনটা কি হয়েছে ? হয়নি ৷ এখানে যেকোনও মুসলমান যেকোনও পদে বসতে পারেন ৷"

ভাগবত আরও বলেন, "ব্রিটিশরা আবার হিন্দুদের বোঝায় যে মুসলমানরা উগ্রপন্থী ৷ তারা এখানে হিন্দু-মুসলমানকে দ্বন্দ্বে লিপ্ত করে ৷ ফলে দু'জনরাই নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে নেয় ৷ এখন আমাদের তা মেটাতে হবে ৷"

প্রতিটি দেশবাসীকে তিনি 'হিন্দু' বলে দাবি করেন ৷ তার সপক্ষে যুক্তি সাজান, "আমার মতে 'হিন্দু' শব্দটা মাতৃভূমি, পূর্বপুরুষ এবং ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক ৷ 'হিন্দু' কোনও জাতি নয় ৷ জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে এটি প্রতিটি মানুষের উন্নয়নের নাম ৷ তাই আমরা মনে করি, প্রতিটি ভারতবাসীই হলেন হিন্দু ৷"

ভাগবত বলেন, "আমরা ভিন্ন মতামতকে অসম্মান করি না ৷ তবে শুধু মুসলমানদের উন্নয়ন নয়, দেশের সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে ৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে এক সঙ্গে চলতে হবে ৷ দেশ যদি সর্বশক্তিমান হয়ে ওঠে, তাহলে তা বিশ্বগুরুর রূপেই হবে ৷ কয়েক শতাব্দী ধরে আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি ৷ তবে তা হলে কারোর ভয় পাওয়ার দরকার নেই ৷"

আরও পড়ুন : BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.