ETV Bharat / bharat

Cash in Washing Machines: ওয়াশিং মেশিনে মিলল 1.3 কোটি টাকা, তেলেঙ্গানা ভোটের প্রস্তুতিতে পাচার ?

Telangana elections 2023: ওয়াশিং মেশিনের বাক্স থেকে উদ্ধার হল 1.3 কোটি টাকা ৷ বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়ায় অটোয় করে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তেলেঙ্গানা ভোটের প্রস্তুতিতে এই টাকা পাচার হচ্ছিল বলে সন্দেহ করছে পুলিশ ৷

Cash in Washing Machines
ওয়াশিং মেশিনে মিলল 1.3 কোটি টাকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 6:57 PM IST

ওয়াশিং মেশিনে মিলল বান্ডিল বান্ডিল টাকা

বিশাখাপত্তনম, 26 অক্টোবর: ওয়াশিং মেশিনে নগদের বান্ডিল ৷ বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়ায় সেই নগদ অর্থ সরানোর পরিকল্পনা নস্যাৎ করে দিল পুলিশ ৷ মঙ্গলবার সকালে বিশাখাপত্তনম বিমানবন্দরের থানা এলাকায় এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসে বেশ কিছুটা সময় পরে ৷

শহরের ডোন্ডাপারথির একটি ইলেকট্রনিক্স শোরুম থেকে কোম্পানির একটি অটোতে ছয়টি ওয়াশিং মেশিন বিজয়ওয়াড়ার হেড অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল । ওই অটোতেই অবৈধভাবে টাকা পাচারের খবর পায় পুলিশ । মঙ্গলবার সকালে পুলিশ এনএডি মোড়ে গাড়িটিকে থামিয়ে চেকিং শুরু করে । দুটি ওয়াশিং মিশন থেকে 1.30 কোটি টাকার পাঁচটি নোটের বান্ডিল ও দামি সেল ফোনের 30টি প্যাকেট পাওয়া গিয়েছে ।

নগদ টাকাগুলি ওয়াশিং মিশনে ভরে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের ৷ সেই নগদ ঢেকে রাখি ছিল থার্মোকল দিয়ে ৷ ওই অটোতে ছিলেন চালক ও এক ক্লিনার ৷ আর এক ব্যক্তি একটি দুচাকার গাড়িতে সেই অটোকে অনুসরণ করছিলেন । নগদ টাকা, মোবাইল ফোন, একটি অটো এবং একটি দু চাকার গাড়ি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ।

ওয়াশিং মেশিনে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ নেটনাগরিকরা বলতে থাকেন যে, রাজ্যের সীমানা দিয়ে তেলেঙ্গানা নির্বাচনী এলাকায় হাওয়ালার অর্থ পাচার করা হচ্ছে । তেলেঙ্গানায় নির্বাচনের সময় টাকা ও মোবাইল ফোন দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে বলেও অনেকে সরব হন ৷

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোট প্রচারে ধোসা বানালেন রাহুল, দেখুন ভিডিয়ো

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, এটাকে হাওয়ালা ও কালো টাকা বলে মনে করবেন না । তিনি বলেন যে, উত্তরন্ধ্রাতে দশেরার বিক্রির নগদ জমা করার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা ছিল এবং কিছু নগদ সঠিক রেকর্ড-সহ বিজয়ওয়াড়াতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল । আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হলে কর্তৃপক্ষ সেগুলিকে সাদা টাকা হিসেবে চিহ্নিত করেছে বলে দাবি করেন তিনি । যদিও বিশাখা পশ্চিমের এসিপি নরসিংহমূর্তির দাবি, তাঁরা এই বিপুল পরিমাণ নগদকে সাদা টাকা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আদালতের কোনও আদেশ পাননি ।

তাঁর কথায়, "বুধবার সন্ধ্যা 7.30 টা পর্যন্ত এই আদেশগুলি নিয়ে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি । নিয়ম অনুসারে, আমরা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগদ এবং সেল ফোনগুলি উপস্থাপন করেছি । মালিকানা অবশ্যই আদালতের সামনে প্রমাণ করতে হবে । আমরা জিএসটি-সহ বিভিন্ন বিভাগকে জানিয়েছি এবং নগদ সংক্রান্ত তথ্যপ্রযুক্তির বিষয়টি তারা খতিয়ে দেখবে ।"

ওয়াশিং মেশিনে মিলল বান্ডিল বান্ডিল টাকা

বিশাখাপত্তনম, 26 অক্টোবর: ওয়াশিং মেশিনে নগদের বান্ডিল ৷ বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়ায় সেই নগদ অর্থ সরানোর পরিকল্পনা নস্যাৎ করে দিল পুলিশ ৷ মঙ্গলবার সকালে বিশাখাপত্তনম বিমানবন্দরের থানা এলাকায় এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসে বেশ কিছুটা সময় পরে ৷

শহরের ডোন্ডাপারথির একটি ইলেকট্রনিক্স শোরুম থেকে কোম্পানির একটি অটোতে ছয়টি ওয়াশিং মেশিন বিজয়ওয়াড়ার হেড অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল । ওই অটোতেই অবৈধভাবে টাকা পাচারের খবর পায় পুলিশ । মঙ্গলবার সকালে পুলিশ এনএডি মোড়ে গাড়িটিকে থামিয়ে চেকিং শুরু করে । দুটি ওয়াশিং মিশন থেকে 1.30 কোটি টাকার পাঁচটি নোটের বান্ডিল ও দামি সেল ফোনের 30টি প্যাকেট পাওয়া গিয়েছে ।

নগদ টাকাগুলি ওয়াশিং মিশনে ভরে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের ৷ সেই নগদ ঢেকে রাখি ছিল থার্মোকল দিয়ে ৷ ওই অটোতে ছিলেন চালক ও এক ক্লিনার ৷ আর এক ব্যক্তি একটি দুচাকার গাড়িতে সেই অটোকে অনুসরণ করছিলেন । নগদ টাকা, মোবাইল ফোন, একটি অটো এবং একটি দু চাকার গাড়ি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ।

ওয়াশিং মেশিনে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ নেটনাগরিকরা বলতে থাকেন যে, রাজ্যের সীমানা দিয়ে তেলেঙ্গানা নির্বাচনী এলাকায় হাওয়ালার অর্থ পাচার করা হচ্ছে । তেলেঙ্গানায় নির্বাচনের সময় টাকা ও মোবাইল ফোন দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে বলেও অনেকে সরব হন ৷

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোট প্রচারে ধোসা বানালেন রাহুল, দেখুন ভিডিয়ো

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, এটাকে হাওয়ালা ও কালো টাকা বলে মনে করবেন না । তিনি বলেন যে, উত্তরন্ধ্রাতে দশেরার বিক্রির নগদ জমা করার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা ছিল এবং কিছু নগদ সঠিক রেকর্ড-সহ বিজয়ওয়াড়াতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল । আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হলে কর্তৃপক্ষ সেগুলিকে সাদা টাকা হিসেবে চিহ্নিত করেছে বলে দাবি করেন তিনি । যদিও বিশাখা পশ্চিমের এসিপি নরসিংহমূর্তির দাবি, তাঁরা এই বিপুল পরিমাণ নগদকে সাদা টাকা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আদালতের কোনও আদেশ পাননি ।

তাঁর কথায়, "বুধবার সন্ধ্যা 7.30 টা পর্যন্ত এই আদেশগুলি নিয়ে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি । নিয়ম অনুসারে, আমরা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগদ এবং সেল ফোনগুলি উপস্থাপন করেছি । মালিকানা অবশ্যই আদালতের সামনে প্রমাণ করতে হবে । আমরা জিএসটি-সহ বিভিন্ন বিভাগকে জানিয়েছি এবং নগদ সংক্রান্ত তথ্যপ্রযুক্তির বিষয়টি তারা খতিয়ে দেখবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.