তিরুপতি, 18 মে : ভিক্ষুকের মৃত্য়ুর পর তাঁর ঘর থেকে উদ্ধার হল 10 লাখ টাকা ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মন্দির নগরী তিরুমালায় ৷ এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন ওই ভিক্ষুকের প্রতিবেশীরা ৷ তাজ্জব হয়ে গিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনও ৷
তিরুমালা তিরুপতি দেবশ্রমের তরফে এক আধিকারিক জানিয়েছেন, মৃত ওই ভিক্ষুকের নাম শ্রীনিবাসচারী ৷ 2007 সাল থেকে তিনি তিরুমালার কাছেই শেষাচলম এলাকায় থাকতেন তিনি ৷ মূলত ভিক্ষে করেই দিন চলত তাঁর ৷ মনে করা হচ্ছ, গত 13 বছর তিনি যা কিছু উপার্জন করেছেন, তার সবটুকুই জমিয়ে রেখেছিলেন ঘরে ৷ সেই টাকা জমেই 10 লাখে গিয়ে ঠেকেছে !
গত বছর থেকেই অসুস্থ ছিলেন শ্রীনিবাসচারী ৷ তার জেরেই মৃত্য়ু হয় তাঁর ৷ ওই ভিক্ষুকের আত্মীয় বলতে কেউ ছিল না ৷ তাই তিরুমালা তিরুপতি দেবশ্রম কর্তৃপক্ষ স্থির করে, ভিক্ষুকের জন্য বরাদ্দ ঘরটি ফের নিজেদের দখলে নেবে তারা ৷ যাতে সেটি অন্য কাউকে থাকার জন্য দেওয়া যায় ৷
আরও পড়ুন : দেড় বছরের সন্ধানেও মিলল না গুপ্তধন, সাতজনের ঠাঁই হল শ্রীঘরে
এরপর প্রশাসনিক নিয়ম মেনেই বাড়িটির দখল নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তল্লাশি শুরু হয় গোটা বাড়ির ৷ তখনই দুই ট্রাঙ্ক ভর্তি টাকা উদ্ধার হয় ৷ গুণে দেখা যায়, তাতে সব মিলিয়ে নগদে 10 লাখ টাকা রয়েছে !