ETV Bharat / bharat

চাকরির খোঁজে বাড়ি পালানো ৫ শিশু উদ্ধার গুয়াহাটিতে

চাকরির খোঁজে বাড়ি থেকে পালিয়েছিল পাঁচ শিশু। এক কিশোরী ও চার কিশোর। তাদের গুয়াহাটি রেলস্টেশন থেকে উদ্ধার করে আরপিএফ। কিশোরীটির থেকে নগদ অর্থ ও ব্যাঙ্কের পাসবই-সহ বেশ কয়েকটি জিনিস উদ্ধার হয়েছে।

RPF rescue five minor children
চাকরির খোঁজে বাড়ি পালানো ৫ শিশু উদ্ধার গুয়াহাটিতে
author img

By

Published : Jan 24, 2021, 4:47 PM IST

অসম, 24 জানুয়ারি: গুয়াহাটি রেলস্টেশন থেকে দুটি পৃথক ঘটনায় পাঁচ শিশুকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া এক কিশোর ও চার কিশোরী চাকরির খোঁজে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানিয়েছে। তাদের সবাইকে চাইল্ডলাইনে পাঠিয়েছে পুলিশ।

শনিবার প্রেস বিবৃতিতে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র শুভানান চন্দ জানিয়েছেন, এক মহিলা আরপিএফ কনস্টেবল শুক্রবার সকালে কর্তব্যরত অবস্থায় গুয়াহাটি রেলস্টেশনে ঢুকতে দেখেন এক কিশোরীকে। তাকে দেখে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছিল। শিশুটিকে জিজ্ঞাসাবাদের পর সে জানায়, চাকরির খোঁজে দিল্লিতে যাওয়ার জন্য বাড়িতে কিছু না জানিয়ে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াঙের পাসিঘাটের বাড়ি থেকে সে পালিয়েছিল। মেয়েটির কাছ থেকে তার আধার কার্ড, স্কুলের পরিচয় পত্র, একটি স্মার্টফোন, দুটি ব্যাঙ্কের পাসবই, নগদ 1,430 টাকা ও কিছু জামাকাপড় উদ্ধার করা হয়েছে। গুয়াহাটি আরপিএফ সঙ্গে মেয়েটির দাদাকে ফোন করে গোটা ঘটনা জানান এবং শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটি চাইল্ডলাইনের নিরাপদ আশ্রয়ে।

একই ধরনের অপর একটি ঘটনায় গুয়াহাটি স্টেশনে শিশু পাচারের তদন্তকারী আরপিএফ-এর একটি দল ৭ নম্বর প্ল্যাটফর্মে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখে চার কিশোরকে। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায়, কাজের খোঁজে তারা বাড়ি থেকে পালিয়ে ট্রেনে চড়ে গুয়াহাটি স্টেশনে পৌঁছেছে। নিজেদের পরিচয়ও জানায় ওই চার কিশোর। দেখা যায়, তাদের মধ্যে তিনজন বেগুসরাই ও একজন সমস্তিপুরের বাসিন্দা।

আরও পড়ুন:প্রবল তুষারপাতে আটকে পড়েছিল মা ও সদ্যোজাত, বাড়ি পৌঁছে দিল সেনা

তবে বাড়ির কারও ফোন নম্বর দিতে পারেনি এই চার কিশোর। তাদের গুয়াহাটি চাইল্ডলাইনে পাঠানো হয়েছে।

অসম, 24 জানুয়ারি: গুয়াহাটি রেলস্টেশন থেকে দুটি পৃথক ঘটনায় পাঁচ শিশুকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া এক কিশোর ও চার কিশোরী চাকরির খোঁজে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানিয়েছে। তাদের সবাইকে চাইল্ডলাইনে পাঠিয়েছে পুলিশ।

শনিবার প্রেস বিবৃতিতে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র শুভানান চন্দ জানিয়েছেন, এক মহিলা আরপিএফ কনস্টেবল শুক্রবার সকালে কর্তব্যরত অবস্থায় গুয়াহাটি রেলস্টেশনে ঢুকতে দেখেন এক কিশোরীকে। তাকে দেখে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছিল। শিশুটিকে জিজ্ঞাসাবাদের পর সে জানায়, চাকরির খোঁজে দিল্লিতে যাওয়ার জন্য বাড়িতে কিছু না জানিয়ে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াঙের পাসিঘাটের বাড়ি থেকে সে পালিয়েছিল। মেয়েটির কাছ থেকে তার আধার কার্ড, স্কুলের পরিচয় পত্র, একটি স্মার্টফোন, দুটি ব্যাঙ্কের পাসবই, নগদ 1,430 টাকা ও কিছু জামাকাপড় উদ্ধার করা হয়েছে। গুয়াহাটি আরপিএফ সঙ্গে মেয়েটির দাদাকে ফোন করে গোটা ঘটনা জানান এবং শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটি চাইল্ডলাইনের নিরাপদ আশ্রয়ে।

একই ধরনের অপর একটি ঘটনায় গুয়াহাটি স্টেশনে শিশু পাচারের তদন্তকারী আরপিএফ-এর একটি দল ৭ নম্বর প্ল্যাটফর্মে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখে চার কিশোরকে। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায়, কাজের খোঁজে তারা বাড়ি থেকে পালিয়ে ট্রেনে চড়ে গুয়াহাটি স্টেশনে পৌঁছেছে। নিজেদের পরিচয়ও জানায় ওই চার কিশোর। দেখা যায়, তাদের মধ্যে তিনজন বেগুসরাই ও একজন সমস্তিপুরের বাসিন্দা।

আরও পড়ুন:প্রবল তুষারপাতে আটকে পড়েছিল মা ও সদ্যোজাত, বাড়ি পৌঁছে দিল সেনা

তবে বাড়ির কারও ফোন নম্বর দিতে পারেনি এই চার কিশোর। তাদের গুয়াহাটি চাইল্ডলাইনে পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.