ETV Bharat / bharat

PM Narendra Modi at Rozgar Mela: দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার কার্যকরী ভূমিকা নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী - Rozgar Mela

PM Modi distributes 51000 appointment letters: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি মঙ্গলবার রোজগার মেলা থেকে 51 হাজার নিয়োগপত্র বিতরণ করেছেন । মেলাটি সারা দেশে 46টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয় ৷ 10 লাখ চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, এটা তারই অঙ্গ ৷

PM Narendra Modi at Rozgar Mela
PM Narendra Modi at Rozgar Mela
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:13 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: ফের নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার রোজগার মেলার মাধ্যমে তিনি নিয়োগপত্র বিলি করেন ৷ এ দিন সারা দেশের 46টি জায়গায় একযোগে রোজগার মেলা অনুষ্ঠিত হয় ৷ সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ এ দিন তিনি 51 হাজার নতুন চাকরি প্রাপককে নিয়োগপত্র দিয়েছেন ৷ সরকারি দফতর ও সংস্থাগুলিতে নতুন নিয়োগপ্রাপ্তরা কাজ করবেন ৷

অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকারি প্রকল্পে প্রযুক্তির কার্যকরী ব্যবহার দুর্নীতি দমন করেছে এবং জনসেবায় বিশ্বাসযোগ্যতা ও স্বাচ্ছন্দ্য এনেছে । তিনি আরও জানিয়েছেন যে দেশ একটি নতুন ভবিষ্যতের সূচনা করবে ও এটি নতুন সংসদ ভবনের উদ্বোধন থেকে শুরু হয়েছে । প্রধানমন্ত্রী সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের কথা উল্লেখ করে জানান, সরকারের নীতি এমন হবে, যা নারীদের জন্য নতুন দরজা খুলে দেবে ।

রোজগার মেলার অধীনে নতুন যাঁরা চাকরি পেলেন, তাঁরা সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরে কাজ করবেন ৷ যার মধ্যে রয়েছে ডাক বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ এছাড়াও অন্য মন্ত্রক ও দফতরেও তাঁরা কাজ করবেন ৷

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও কাজ করবে নতুন এই নিয়োগপ্রাপ্তরা ৷ এই নিয়োগপ্রাপ্তরা আইজিওটি কর্মযোগী পোর্টালের একটি অনলাইন মডিউল, কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবেন । তাঁরা 680টিরও বেশি ই-লার্নিং কোর্স থেকে প্রশিক্ষণের সুযোগ পাবেন৷ যেকোনও জায়গায়, যেকোনও ডিভাইসেই তাঁরা শিখতে পারবেন ৷

'রোজগার মেলা'-র মাধ্যমে দেশে 10 লাখ সরকারি চাকরি দেওয়ার কাজ শুরু হয় ৷ এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার অংশ । প্রধানমন্ত্রী মোদি এ দিন নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে জি20 ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে প্রোগ্রামে ভাষণ দেবেন ।

আরও পড়ুন: অমৃতকালে 51 হাজার ‘অমৃত রক্ষক’কে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: ফের নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার রোজগার মেলার মাধ্যমে তিনি নিয়োগপত্র বিলি করেন ৷ এ দিন সারা দেশের 46টি জায়গায় একযোগে রোজগার মেলা অনুষ্ঠিত হয় ৷ সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ এ দিন তিনি 51 হাজার নতুন চাকরি প্রাপককে নিয়োগপত্র দিয়েছেন ৷ সরকারি দফতর ও সংস্থাগুলিতে নতুন নিয়োগপ্রাপ্তরা কাজ করবেন ৷

অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকারি প্রকল্পে প্রযুক্তির কার্যকরী ব্যবহার দুর্নীতি দমন করেছে এবং জনসেবায় বিশ্বাসযোগ্যতা ও স্বাচ্ছন্দ্য এনেছে । তিনি আরও জানিয়েছেন যে দেশ একটি নতুন ভবিষ্যতের সূচনা করবে ও এটি নতুন সংসদ ভবনের উদ্বোধন থেকে শুরু হয়েছে । প্রধানমন্ত্রী সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের কথা উল্লেখ করে জানান, সরকারের নীতি এমন হবে, যা নারীদের জন্য নতুন দরজা খুলে দেবে ।

রোজগার মেলার অধীনে নতুন যাঁরা চাকরি পেলেন, তাঁরা সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরে কাজ করবেন ৷ যার মধ্যে রয়েছে ডাক বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ এছাড়াও অন্য মন্ত্রক ও দফতরেও তাঁরা কাজ করবেন ৷

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও কাজ করবে নতুন এই নিয়োগপ্রাপ্তরা ৷ এই নিয়োগপ্রাপ্তরা আইজিওটি কর্মযোগী পোর্টালের একটি অনলাইন মডিউল, কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবেন । তাঁরা 680টিরও বেশি ই-লার্নিং কোর্স থেকে প্রশিক্ষণের সুযোগ পাবেন৷ যেকোনও জায়গায়, যেকোনও ডিভাইসেই তাঁরা শিখতে পারবেন ৷

'রোজগার মেলা'-র মাধ্যমে দেশে 10 লাখ সরকারি চাকরি দেওয়ার কাজ শুরু হয় ৷ এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার অংশ । প্রধানমন্ত্রী মোদি এ দিন নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে জি20 ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে প্রোগ্রামে ভাষণ দেবেন ।

আরও পড়ুন: অমৃতকালে 51 হাজার ‘অমৃত রক্ষক’কে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.