ETV Bharat / bharat

Rohini Ghavari at UNHRC: ভারতে দলিতদের অবস্থা পাকিস্তানের মতো প্রতিবেশীদের চেয়ে ভালো, রাষ্ট্রসঙ্ঘে বললেন রোহিণী - ভারতে দলিতদের অবস্থা অনেকটাই ভালো

ভারতে দলিত পরিস্থিতির আগের থেকে ভালো হয়েছে বলে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে তুলে ধরলেন রোহিণী ঘাওয়ারি (Rohini Ghavari on Dalits in India) ৷ তাঁর কথায়, ভারতে দলিতদের অবস্থা পাকিস্তানের মতো প্রতিবেশীদের চেয়ে ভালো ৷

Rohini Ghavari at UNHRC
Rohini Ghavari at UNHRC
author img

By

Published : Mar 25, 2023, 3:03 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে দলিতদের অবস্থা অনেকটাই ভালো (Dalits in India) ৷ এমনটাই জানিয়েছেন রোহিণী ঘাওয়ারি (Rohini Ghavari) ৷ শুক্রবার তিনি যোগ দেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের 52তম বৈঠকে (UNHRC Meeting) ৷ সেখানেও তিনি একই কথা বলেন ৷ পাশাপাশি জানান, ভারত সরকার দেশের প্রান্তিক মানুষগুলির উন্নতিতে অনেক কাজ করছে ৷ রোহিণীর বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে ৷ তিনি একজন নিকাশি কর্মীর মেয়ে ৷ সরকারি সহায়তায় তিনি এখন সুইজারল্যান্ডে পিএইচডি করছেন ৷

তিনি বলেন, "রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে উপস্থিত থাকা আমার জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল । আমি গত দুই বছর ধরে জেনেভায় পিএইচডি করছি । আমি সবসময়ই রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধিত্ব করার ও ভারতে দলিত সম্প্রদায়ে পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছি । একজন দলিত মেয়ে ও একজন নিকাশি কর্মীর কন্যা হিসেবে রাষ্ট্রসঙ্ঘে আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত বোধ করছি ।"

তিনি আরও বলেন, "একজন মেয়ে হওয়ার কারণে এখানে পৌঁছতে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ৷ কিন্তু এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি ৷ আমি নিজেকে নিয়ে সত্যিই গর্বিত । আমি ভারতে দলিত সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে চাই ।’’

রোহিণীর কথায়, ‘‘আমি অনুভব করি আমাদের দেশে দলিতদের অবস্থা পাকিস্তানের মতো আমাদের প্রতিবেশী দেশের তুলনায় অনেক ভালো । ভারতে দলিতদের জন্য সংরক্ষণ নীতি এই প্রান্তিক জনগোষ্ঠী পরিস্থিতিকে আরও ভালো করতে সাহায্য করেছে । আমি এর একটি বাস্তব উদাহরণ ৷ কারণ, আমি একটি বৃত্তি পেয়েছি ভারত সরকারের কাছ থেকে ৷ যার পরিমাণ এক কোটি টাকা ।’’

রোহিণীর বক্তব্য, পাকিস্তান সর্বদা সংখ্যালঘু, দলিত, উপজাতি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আচরণ নিয়ে ভারতকে আক্রমণ করে । অথচ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) একজন আদিবাসী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ওবিসি সম্প্রদায়ের ৷ অনেকে দেশে সংখ্যালঘুরা শীর্ষ পদে পৌঁছানোর সুযোগই পান না ৷ একই সঙ্গে রোহণী জানান যে ভারতই একমাত্র দেশ যেখানে একজন দলিত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন । কেন স্বপ্ন দেখতে পারেন, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন ৷ তিনি বলেন, "আমাদের দেশে যে শক্তিশালী সংবিধান আছে, তার কারণেই এই সব হয়েছে ৷"

রোহিণীর দাবি, অনেক দেশ রাষ্ট্রসঙ্ঘে ভারত সম্বন্ধে ভুল তথ্য তুলে ধরছে ৷ তাই দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি ইতিবাচক দিকগুলি তুলে ধরেছেন ৷ তিনি জানান, ভারতে অনেক সময় জাতিগত বৈষম্যের অভিযোগ ওঠে ৷ একই ভাবে বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ কিন্তু এখন ভারতে দলিতদের পরিস্থিতি অনেক ভালো হয়েছে ৷ উদাহরণ হিসেবে তিনি নিজের কথা বলেছেন বারবার ৷

রোহিণী বলেন, "রাষ্ট্রসঙ্ঘে আমি উল্লেখ করেছি যে কীভাবে ভারত বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কীভাবে কিছু জিনিস এখনও উন্নত করা দরকার । আমার মা ভারতের একজন নিকাশী কর্মী, আমি জানি তাঁদের কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ৷’’ তাঁর কথায়, ভারতে এখন জাতীয় নিকাশি কমিশন রয়েছে ৷ তার পরও অনেককে নর্দমায় বা ম্যানহোল দিয়ে নিচে নেমে কাজ করতে হয় ৷ এই পরিস্থিতি বদলের জন্য তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন বলে রোহিণী জানিয়েছেন ৷

আরও পড়ুন: চাওয়ালার ছেলে থেকে প্রধানমন্ত্রীর কুর্সিতে, রাষ্ট্রসঙ্ঘে মোদির ভাষণে চাণক্য থেকে রবীন্দ্রনাথ

হায়দরাবাদ, 25 মার্চ: প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে দলিতদের অবস্থা অনেকটাই ভালো (Dalits in India) ৷ এমনটাই জানিয়েছেন রোহিণী ঘাওয়ারি (Rohini Ghavari) ৷ শুক্রবার তিনি যোগ দেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের 52তম বৈঠকে (UNHRC Meeting) ৷ সেখানেও তিনি একই কথা বলেন ৷ পাশাপাশি জানান, ভারত সরকার দেশের প্রান্তিক মানুষগুলির উন্নতিতে অনেক কাজ করছে ৷ রোহিণীর বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে ৷ তিনি একজন নিকাশি কর্মীর মেয়ে ৷ সরকারি সহায়তায় তিনি এখন সুইজারল্যান্ডে পিএইচডি করছেন ৷

তিনি বলেন, "রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে উপস্থিত থাকা আমার জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল । আমি গত দুই বছর ধরে জেনেভায় পিএইচডি করছি । আমি সবসময়ই রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধিত্ব করার ও ভারতে দলিত সম্প্রদায়ে পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছি । একজন দলিত মেয়ে ও একজন নিকাশি কর্মীর কন্যা হিসেবে রাষ্ট্রসঙ্ঘে আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত বোধ করছি ।"

তিনি আরও বলেন, "একজন মেয়ে হওয়ার কারণে এখানে পৌঁছতে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ৷ কিন্তু এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি ৷ আমি নিজেকে নিয়ে সত্যিই গর্বিত । আমি ভারতে দলিত সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে চাই ।’’

রোহিণীর কথায়, ‘‘আমি অনুভব করি আমাদের দেশে দলিতদের অবস্থা পাকিস্তানের মতো আমাদের প্রতিবেশী দেশের তুলনায় অনেক ভালো । ভারতে দলিতদের জন্য সংরক্ষণ নীতি এই প্রান্তিক জনগোষ্ঠী পরিস্থিতিকে আরও ভালো করতে সাহায্য করেছে । আমি এর একটি বাস্তব উদাহরণ ৷ কারণ, আমি একটি বৃত্তি পেয়েছি ভারত সরকারের কাছ থেকে ৷ যার পরিমাণ এক কোটি টাকা ।’’

রোহিণীর বক্তব্য, পাকিস্তান সর্বদা সংখ্যালঘু, দলিত, উপজাতি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আচরণ নিয়ে ভারতকে আক্রমণ করে । অথচ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) একজন আদিবাসী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ওবিসি সম্প্রদায়ের ৷ অনেকে দেশে সংখ্যালঘুরা শীর্ষ পদে পৌঁছানোর সুযোগই পান না ৷ একই সঙ্গে রোহণী জানান যে ভারতই একমাত্র দেশ যেখানে একজন দলিত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন । কেন স্বপ্ন দেখতে পারেন, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন ৷ তিনি বলেন, "আমাদের দেশে যে শক্তিশালী সংবিধান আছে, তার কারণেই এই সব হয়েছে ৷"

রোহিণীর দাবি, অনেক দেশ রাষ্ট্রসঙ্ঘে ভারত সম্বন্ধে ভুল তথ্য তুলে ধরছে ৷ তাই দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি ইতিবাচক দিকগুলি তুলে ধরেছেন ৷ তিনি জানান, ভারতে অনেক সময় জাতিগত বৈষম্যের অভিযোগ ওঠে ৷ একই ভাবে বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ কিন্তু এখন ভারতে দলিতদের পরিস্থিতি অনেক ভালো হয়েছে ৷ উদাহরণ হিসেবে তিনি নিজের কথা বলেছেন বারবার ৷

রোহিণী বলেন, "রাষ্ট্রসঙ্ঘে আমি উল্লেখ করেছি যে কীভাবে ভারত বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কীভাবে কিছু জিনিস এখনও উন্নত করা দরকার । আমার মা ভারতের একজন নিকাশী কর্মী, আমি জানি তাঁদের কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ৷’’ তাঁর কথায়, ভারতে এখন জাতীয় নিকাশি কমিশন রয়েছে ৷ তার পরও অনেককে নর্দমায় বা ম্যানহোল দিয়ে নিচে নেমে কাজ করতে হয় ৷ এই পরিস্থিতি বদলের জন্য তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন বলে রোহিণী জানিয়েছেন ৷

আরও পড়ুন: চাওয়ালার ছেলে থেকে প্রধানমন্ত্রীর কুর্সিতে, রাষ্ট্রসঙ্ঘে মোদির ভাষণে চাণক্য থেকে রবীন্দ্রনাথ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.