ETV Bharat / bharat

Accident in Hazaribagh: হাজারিবাগে বোলেরো-বাইকের সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত 6

ঝাড়খণ্ডের হাজারিবাগের কাছে একটি বোলেরো গাড়ি ও বুলেট বাইকের মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন আরও 3 জন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 4, 2023, 5:31 PM IST

Updated : Jul 4, 2023, 5:55 PM IST

হাজারিবাগ, 4 জুলাই: বোলেরো ও বুলেটের মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি কুয়োয় পড়ে যায় ৷ অভিঘাতে ঘটনাস্থলে বোলেরোর 6 জন আরোহীর মৃত্যু হয়েছে ৷ 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ৷ ঝাড়খণ্ডের হাজারিবাগের অন্তর্গত পদ্ম রমি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷

হাজারিবাগ এসপি মনোজ রতন চৌথে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে একটি বোলেরো গাড়ি হাজারিবাগ হয়ে যাচ্ছিল ৷ অন্যদিকে বিপরীত দিক থেকে একটু বুলেট বাইট আসছিল ৷ আচমকাই পদ্ম রোমির কাছে বোলেরোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ চারচাকা গাড়িটির চালক বুলেটের চালককে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ তারপরেই গাড়িটি সামনে থাকা একটি কুয়োর মধ্যে পড়ে যায় ৷ চারচাকা গাড়িটিতে থাকা এক মহিলা ও বাচ্চা-সহ 6 জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, "মর্মান্তিক এই দুর্ঘটনায় চারজন পুরুষ, এক মহিলা ও এক বাচ্চা ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৷ উদ্ধারকারী দল এসে তাঁদের দেহ কুয়ো থেকে তুলেছে ৷ পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে পড়ল কন্টেনার, মৃত 9

অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন এক পুরুষ-সহ দুই মহিলা ৷ তাঁদের চিকিৎসার জন্য হাজারিবাগ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। পুলিশ ইতিমধ্যেই নিহত সকলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷

অন্যদিকে, একইদিনে মহারাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 9 জনের ৷ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমান্তে ধুলে দেলার পালাসনার গ্রামে মুম্বই-আগ্রা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে চার থেকে পাঁচটি গাড়ি ৷ পাথর বোঝাই একটি দ্রুতগামী কন্টেনারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি গাড়িকে ধাক্কা মারে ৷ এরপর সেটি তিন থেকে চারটি মোটরসাইকেল ও গাড়িকে ধাক্কা মারে ৷

হাজারিবাগ, 4 জুলাই: বোলেরো ও বুলেটের মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি কুয়োয় পড়ে যায় ৷ অভিঘাতে ঘটনাস্থলে বোলেরোর 6 জন আরোহীর মৃত্যু হয়েছে ৷ 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ৷ ঝাড়খণ্ডের হাজারিবাগের অন্তর্গত পদ্ম রমি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷

হাজারিবাগ এসপি মনোজ রতন চৌথে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে একটি বোলেরো গাড়ি হাজারিবাগ হয়ে যাচ্ছিল ৷ অন্যদিকে বিপরীত দিক থেকে একটু বুলেট বাইট আসছিল ৷ আচমকাই পদ্ম রোমির কাছে বোলেরোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ চারচাকা গাড়িটির চালক বুলেটের চালককে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ তারপরেই গাড়িটি সামনে থাকা একটি কুয়োর মধ্যে পড়ে যায় ৷ চারচাকা গাড়িটিতে থাকা এক মহিলা ও বাচ্চা-সহ 6 জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, "মর্মান্তিক এই দুর্ঘটনায় চারজন পুরুষ, এক মহিলা ও এক বাচ্চা ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৷ উদ্ধারকারী দল এসে তাঁদের দেহ কুয়ো থেকে তুলেছে ৷ পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে পড়ল কন্টেনার, মৃত 9

অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন এক পুরুষ-সহ দুই মহিলা ৷ তাঁদের চিকিৎসার জন্য হাজারিবাগ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। পুলিশ ইতিমধ্যেই নিহত সকলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷

অন্যদিকে, একইদিনে মহারাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 9 জনের ৷ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমান্তে ধুলে দেলার পালাসনার গ্রামে মুম্বই-আগ্রা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে চার থেকে পাঁচটি গাড়ি ৷ পাথর বোঝাই একটি দ্রুতগামী কন্টেনারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি গাড়িকে ধাক্কা মারে ৷ এরপর সেটি তিন থেকে চারটি মোটরসাইকেল ও গাড়িকে ধাক্কা মারে ৷

Last Updated : Jul 4, 2023, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.