বিদিশা (মধ্যপ্রদেশ), 7 ডিসেম্বর : স্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অঙ্ক পরীক্ষা চলাকালীন কয়েকশো মানুষকে নিয়ে হামলা চালাল বজরং দল (Bajrang Dal attacks MP School)-সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন (Right-Wing Mob Attacks Madhya Pradesh School) ৷ দেদার চলল ইটবৃষ্টি, ভাঙচুর ৷ কোনওক্রমে পালিয়ে বাঁচল ছাত্ররা ৷
মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদায় ক্রিশ্চিয়ান মিশনারিজ স্কুল সেন্ট জোসেফে (Madhya Pradesh School) তাণ্ডব চালানো হয়েছে ৷ স্কুলে ছাত্রদের ধর্মান্তরিত করা হচ্ছে, এই অভিযোগে সেখানে দলবল নিয়ে আক্রমণ করে কট্টর হিন্দু সংগঠনগুলি ৷ সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে, 8 জন ছাত্রকে ধর্মান্তরিত করিয়েছে ওই প্রতিষ্ঠান ৷ তারপরই দলবল নিয়ে হামলা চালায় হিন্দু সংগঠনগুলি ৷
সেলফোনের ফুটেজে দেখা গিয়েছে, বিরাট সংখ্যক মানুষ স্কুলের বাইরে দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ৷ বিক্ষোভ থামাতে পুলিশ সবাইকে সরানোর চেষ্টা করছে ৷ পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোনওক্রমে পালাতে সক্ষম হন ৷ বিক্ষোভকারীদের ছোড়া ইটে তখন একের পর এক ভাঙছে স্কুলের জানালার কাচ ৷ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পড়ুয়া ৷ একজন সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছে, "আমাদের মনঃসংযোগ ভেঙে যায় ৷ ভয় পেয়ে পালাই ৷ আমাদের পরীক্ষা আবার নিতে হবে ৷"
আরও পড়ুন: Bobby Deol : ববি দেওলের শুটিং সেটে বজরং দলের তাণ্ডব, পরিচালক প্রকাশ ঝায়ের উপর কালি
স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনির দাবি, স্থানীয় সংবাদমাধ্যমের দ্বারা তিনি আগেই খবর পেয়েছিলেন যে স্কুলে হামলা চালানো হবে ৷ সে জন্য আগে থেকেই তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক করে রেখেছিলেন ৷ তবে তা সত্ত্বেও পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেনি বলে তাঁর অভিযোগ ৷ ধর্মান্তরিত করার দাবিকেও নস্যাৎ করে দিয়ে তিনি বলেছেন, অভিযোগে উল্লেখ করা কোনও নামের সঙ্গে স্কুলের কোনও ছাত্রের নামের মিল নেই ৷
-
MP: A mob, that also included members of some Hindu organisations, vandalised St Joseph School in Ganj Basoda of Vidisha district y'day, claiming religious conversion of students at the school. The students were taking their class 12th CBSE board exam when the incident occurred. pic.twitter.com/b1L8TyMtO2
— ANI (@ANI) December 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">MP: A mob, that also included members of some Hindu organisations, vandalised St Joseph School in Ganj Basoda of Vidisha district y'day, claiming religious conversion of students at the school. The students were taking their class 12th CBSE board exam when the incident occurred. pic.twitter.com/b1L8TyMtO2
— ANI (@ANI) December 7, 2021MP: A mob, that also included members of some Hindu organisations, vandalised St Joseph School in Ganj Basoda of Vidisha district y'day, claiming religious conversion of students at the school. The students were taking their class 12th CBSE board exam when the incident occurred. pic.twitter.com/b1L8TyMtO2
— ANI (@ANI) December 7, 2021
যদিও বজরং দলে স্থানীয় নেতা নীলেশ আগরওয়াল ধর্মান্তরিত করার অভিযোগের তদন্তের দাবি করেছেন ৷ তাঁর কথায়, "যদি দেখা যায় যে স্কুল এ ব্যাপারে জড়িত, তাহলে সেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত ৷" হামলার ঘটনার পর স্কুলের বাইরে পুলিশি পাহারা বসানো হয়েছে ৷ যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: BJP Demand for Gorkhaland : পৃথক উত্তরবঙ্গ রাজ্য চাই, নাড্ডাকে চিঠি পাঠালেন কার্শিয়াংয়ের বিধায়ক
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রোশন রাই জানিয়েছেন, ধর্মান্তরকরণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে ৷ এ ব্যাপারে স্কুলের ম্যানেজমেন্টকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ বিদিশার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আগেই তার তদন্ত দাবি করেছিল শিশু অধিকারের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বে থাকা জাতীয় কমিশন ৷