ETV Bharat / bharat

INDIA Bloc: ‘ইন্ডিয়া’ জোটে মতপার্থক্যের কথা কার্যত মানলেন সিপিআইয়ের ডি রাজা - বিধানসভা নির্বাচন

D Raja on Rift Among INDIA Bloc Partners: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে লোকসভা ভোটের সেমি ফাইনাল বলে ধরা হচ্ছে ৷ আগামিকাল, মঙ্গলবার শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ তার আগে চর্চায় বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের মতপার্থক্য প্রকাশ্যে চলে এসেছে ৷

D Raja
D Raja
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:42 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আগামিকাল, বুধবার যা শুরু হচ্ছে ৷ তার ঠিক আগের দিন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা কার্যত মেনে নিলেন যে ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, “প্রত্যেক দলই স্বাধীন । সমস্যা হতে পারে । তবে জাতীয়স্তরে বিজেপিকে পরাজিত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ।’’

‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলগুলির মধ্যে যে ফাটল দেখা যাচ্ছে, সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ডি রাজার কাছে ৷ তখনই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে ‘ইন্ডিয়া’ জোট সব রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৷

ডি রাজা বলেন, ‘‘রাজস্থান ও ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আমরা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি । আমরা ছত্তিশগড়ের প্রধান দল কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় এসেছি ৷’’ তিনি জানান, সিপিআই রাজস্থানে 14টি, ছত্তিশগড়ে 15টি এবং তেলেঙ্গানায় একটি আসনে লড়াই করছে ৷

একই ভাবে সিপিএমও রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ৷ ‘ইন্ডিয়া’ জোটের আর একটি দল সমাজবাদী পার্টি, তারাও এমন সব আসনে প্রার্থী দিয়েছে, যেখানে বিজেপি-বিরোধী প্রার্থী রয়েছে ৷ পাশাপাশি সপা প্রধান অখিলেশ যাদব রবিবার কংগ্রেসের সমালোচনা করেন ৷ কংগ্রেস বিরোধীদের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ সিপিআই নেতা ডি রাজা অবশ্য অখিলেশ যাদবের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন । তিনি বলেন, “আমাকে দেখতে হবে অখিলেশ কী বলেছেন এবং কেন তিনি এমন বলেছেন ৷”

এই নিয়ে সমাজবাদী পার্টির মুখপাত্র অখিলেশ কাটিয়ার বলেন, “তারা যখন আমাদের ঠকাতে পারে, তখন তারা আপনাকেও (ভোটারদের) ঠকাতে পারে । তাই তাদের ভোট দেবেন না ।’’ তাঁর দাবি, সব দলই প্রতিটি রাজ্য়ের বিধানসভা ভোটে প্রার্থী দিয়েছে ৷ তিনি বলেন, “মধ্যপ্রদেশের পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে । এই দল এবার এমপিতে সরকার গঠন করছে না ।’’

তাঁর দাবি, কর্ণাটকের মতোই মধ্যপ্রদেশেও বিজেপিকে হারতে হবে ৷ তিনি বলেন, “কর্ণাটকের মানুষ এবার বিজেপিকে ক্ষমতাচ্যূত করেছে । মানুষ এই দল সম্পর্কে বুঝতে পেরেছে । তাই মধ্যপ্রদেশেও একই পরিণতির মুখোমুখি হবে বিজেপি । গত নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে রায় গিয়েছিল । কিন্তু তারা ক্ষমতায় আসার জন্য নোংরা রাজনীতি করেছে ৷ এবার মানুষ কর্ণাটকের মতো এখানেও বিজেপিকে ক্ষমতাচ্যূত করবে ৷’’

উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে প্রায় 28টি বিরোধী দল ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে । কিন্তু তার পরও বিভিন্ন বিরোধী দলের মধ্যে মতপার্থক্য় তৈরি হয়ছে ৷ কিন্তু জাতীয়স্তরে এই মতপার্থক্য কোনও সমস্যার কারণ হবে না বলে জোটের সিনিয়র নেতাদের দাবি ৷

আরও পড়ুন: 'ছত্তিশগড়ে কংগ্রেস জিতবেই', ভোটের চব্বিশ ঘণ্টা আগে চরম আত্মবিশ্বাসী খাড়গে

নয়াদিল্লি, 6 নভেম্বর: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আগামিকাল, বুধবার যা শুরু হচ্ছে ৷ তার ঠিক আগের দিন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা কার্যত মেনে নিলেন যে ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, “প্রত্যেক দলই স্বাধীন । সমস্যা হতে পারে । তবে জাতীয়স্তরে বিজেপিকে পরাজিত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ।’’

‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলগুলির মধ্যে যে ফাটল দেখা যাচ্ছে, সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ডি রাজার কাছে ৷ তখনই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে ‘ইন্ডিয়া’ জোট সব রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৷

ডি রাজা বলেন, ‘‘রাজস্থান ও ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আমরা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি । আমরা ছত্তিশগড়ের প্রধান দল কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় এসেছি ৷’’ তিনি জানান, সিপিআই রাজস্থানে 14টি, ছত্তিশগড়ে 15টি এবং তেলেঙ্গানায় একটি আসনে লড়াই করছে ৷

একই ভাবে সিপিএমও রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ৷ ‘ইন্ডিয়া’ জোটের আর একটি দল সমাজবাদী পার্টি, তারাও এমন সব আসনে প্রার্থী দিয়েছে, যেখানে বিজেপি-বিরোধী প্রার্থী রয়েছে ৷ পাশাপাশি সপা প্রধান অখিলেশ যাদব রবিবার কংগ্রেসের সমালোচনা করেন ৷ কংগ্রেস বিরোধীদের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ সিপিআই নেতা ডি রাজা অবশ্য অখিলেশ যাদবের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন । তিনি বলেন, “আমাকে দেখতে হবে অখিলেশ কী বলেছেন এবং কেন তিনি এমন বলেছেন ৷”

এই নিয়ে সমাজবাদী পার্টির মুখপাত্র অখিলেশ কাটিয়ার বলেন, “তারা যখন আমাদের ঠকাতে পারে, তখন তারা আপনাকেও (ভোটারদের) ঠকাতে পারে । তাই তাদের ভোট দেবেন না ।’’ তাঁর দাবি, সব দলই প্রতিটি রাজ্য়ের বিধানসভা ভোটে প্রার্থী দিয়েছে ৷ তিনি বলেন, “মধ্যপ্রদেশের পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে । এই দল এবার এমপিতে সরকার গঠন করছে না ।’’

তাঁর দাবি, কর্ণাটকের মতোই মধ্যপ্রদেশেও বিজেপিকে হারতে হবে ৷ তিনি বলেন, “কর্ণাটকের মানুষ এবার বিজেপিকে ক্ষমতাচ্যূত করেছে । মানুষ এই দল সম্পর্কে বুঝতে পেরেছে । তাই মধ্যপ্রদেশেও একই পরিণতির মুখোমুখি হবে বিজেপি । গত নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে রায় গিয়েছিল । কিন্তু তারা ক্ষমতায় আসার জন্য নোংরা রাজনীতি করেছে ৷ এবার মানুষ কর্ণাটকের মতো এখানেও বিজেপিকে ক্ষমতাচ্যূত করবে ৷’’

উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে প্রায় 28টি বিরোধী দল ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে । কিন্তু তার পরও বিভিন্ন বিরোধী দলের মধ্যে মতপার্থক্য় তৈরি হয়ছে ৷ কিন্তু জাতীয়স্তরে এই মতপার্থক্য কোনও সমস্যার কারণ হবে না বলে জোটের সিনিয়র নেতাদের দাবি ৷

আরও পড়ুন: 'ছত্তিশগড়ে কংগ্রেস জিতবেই', ভোটের চব্বিশ ঘণ্টা আগে চরম আত্মবিশ্বাসী খাড়গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.