ETV Bharat / bharat

Suicide Attempt for Not Getting Phone: অ্যান্ড্রয়েড ফোন না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দ্বাদশের ছাত্রীর - poison for not getting android phone

মধ্যপ্রদেশের রেওয়ায় আত্মহত্যার চেষ্টা করল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৷ অ্যান্ড্রয়েড ফোন কিনে না দেওয়ায় সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে (Suicide Attempt for Not Getting Phone)৷

rewa-girl-student-consums-poison-for-not-getting-android-phone
অ্যান্ড্রয়েড ফোন না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দ্বাদশের ছাত্রীর
author img

By

Published : Nov 20, 2022, 12:16 PM IST

রেওয়া, 20 নভেম্বর: অ্যান্ড্রয়েড মোবাইল কিনে না দেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী (Rewa Girl student consumed poison)৷ মধ্যপ্রদেশের রেওয়া জেলার সিরমৌর থানা এলাকার ঘটনা (Suicide Attempt for Not Getting Phone)৷ বর্তমানে হাসপাতালে সে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, অনেক দিন ধরেই একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না করছিল সিরমৌর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী ৷ পড়াশোনার ক্ষেত্রে নানা তথ্য পেতে তার মোবাইল ফোন প্রয়োজন বলে সে জানায় তার অভিভাবককে ৷ কিন্তু তাঁরা তাঁদের কন্যাকে স্মার্টফোন কিনে দিতে রাজি হননি ৷

শনিবারও স্কুলে যাওয়ার সময় একই দাবি জানায় ওই কিশোরী ৷ কিন্তু দারিদ্র্যের কারণে অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ না থাকায় মেয়েকে তার বাবা-মা জানিয়ে দেন যে তাকে তাঁরা ফোন কিনে দিতে পারবেন না ৷

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, আত্মহত্যা যুবকের, দোষারোপ বন্ধুদের

এতেই রেগে গিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে স্কুল চলে যায় ওই ছাত্রী ৷ স্কুলে পৌঁছতেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ শিক্ষকদের গোটা ঘটনা জানাতেই হুলুস্থুল পড়ে যায় ৷ সঙ্গে সঙ্গে ছাত্রীর পরিবারকে ঘটনাটি জানানো হয় এবং ওই ছাত্রীকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ তবে তার অবস্থা আশংকাজনক থাকায় তাকে সঞ্জয় গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আপাতত সেখানেই সে বর্তমানে চিকিৎসাধীন ৷ ওই ছাত্রী কোথা থেকে বিষ পেল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

রেওয়া, 20 নভেম্বর: অ্যান্ড্রয়েড মোবাইল কিনে না দেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী (Rewa Girl student consumed poison)৷ মধ্যপ্রদেশের রেওয়া জেলার সিরমৌর থানা এলাকার ঘটনা (Suicide Attempt for Not Getting Phone)৷ বর্তমানে হাসপাতালে সে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, অনেক দিন ধরেই একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না করছিল সিরমৌর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী ৷ পড়াশোনার ক্ষেত্রে নানা তথ্য পেতে তার মোবাইল ফোন প্রয়োজন বলে সে জানায় তার অভিভাবককে ৷ কিন্তু তাঁরা তাঁদের কন্যাকে স্মার্টফোন কিনে দিতে রাজি হননি ৷

শনিবারও স্কুলে যাওয়ার সময় একই দাবি জানায় ওই কিশোরী ৷ কিন্তু দারিদ্র্যের কারণে অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ না থাকায় মেয়েকে তার বাবা-মা জানিয়ে দেন যে তাকে তাঁরা ফোন কিনে দিতে পারবেন না ৷

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, আত্মহত্যা যুবকের, দোষারোপ বন্ধুদের

এতেই রেগে গিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে স্কুল চলে যায় ওই ছাত্রী ৷ স্কুলে পৌঁছতেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ শিক্ষকদের গোটা ঘটনা জানাতেই হুলুস্থুল পড়ে যায় ৷ সঙ্গে সঙ্গে ছাত্রীর পরিবারকে ঘটনাটি জানানো হয় এবং ওই ছাত্রীকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ তবে তার অবস্থা আশংকাজনক থাকায় তাকে সঞ্জয় গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আপাতত সেখানেই সে বর্তমানে চিকিৎসাধীন ৷ ওই ছাত্রী কোথা থেকে বিষ পেল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.