নয়াদিল্লি, 5 ডিসেম্বর: তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান এ রেভান্থ রেড্ডি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মঙ্গলবার হায়দরাবাদে প্রদেশ কংগ্রেস সদর দফতরে এই সিদ্ধান্তই ঘোষণা করেন এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল ৷ তিনি বলেন, "শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে 7 ডিসেম্বর হায়দরাবাদে।"
এদিন কেসি বেনুগোপাল বলেন, "এআইসিসি পর্যবেক্ষকদের রিপোর্ট বিবেচনা করার পরে এবং সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পরে, কংগ্রেস সভাপতি তেলঙ্গানায় কংগ্রেস আইনসভা দলের (সিএলপি) নেতা হিসাবে রেভান্থ রেড্ডিকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ৷" এর আগেও রেভান্থ রেড্ডি রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদের জন্য সবচেয়ে এগিয়ে ছিলেন ৷ দল তেলঙ্গানায় বিআরএসকে হারিয়ে 64টি আসন জিতে বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয় অর্জন করেছে ৷
বেনুগোপাল এদিন বলেন, "তেলেঙ্গানার কংগ্রেস আইনসভা দল সর্বসম্মতিক্রমে সিএলপি নেতাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস সর্বভারতীয় সভাপতিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।" দল এক্ষেত্রে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, দীপা দাশমুন্সি, অজয় কুমার এবং কেজে জর্জ ছাড়াও এআইসিসির সাধারণ সম্পাদক ইনচার্জ মানিকরাও ঠাকরে-সহ চারজন পর্যবেক্ষক নিয়োগ করেছিল। বেনুগোপাল তেলেঙ্গানার বিষয়ে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত ঘোষণা করার সময় শিবকুমার এবং ঠাকরেও উপস্থিত ছিলেন। যদিও কতজন মন্ত্রী শপথ নেবেন এবং কোনও উপ-মুখ্যমন্ত্রী থাকবেন কি না সে প্রশ্নের উত্তর দেননি তিনি।
কংগ্রেসের একটি প্রতিনিধি দল রবিবার রাতে জয়ের পরপরই রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজানের সঙ্গে দেখা করে এবং সরকার গঠনের জন্য তাদের প্রস্তুতির কথা জানায় । সোমবার সকালে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে খবর। দলীয় সূত্রে খবর ছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি ও কোদাঙ্গল কেন্দ্রে জয়ী রেভান্থ রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন । দলের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে ।
(পিটিআই)
আরও পড়ুন