নয়ডা, 22 মার্চ : সম্প্রতি পরিচালক বিনোদ কাপরির পোস্ট করা ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োর মূল নায়ক 19 বছরের প্রদীপ মেহরাকে এখন রীতিমত স্যালুট জানাচ্ছেন নেটিজেনরা ৷ এবার ভিডিয়োটি লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়ার নজর কেড়েছে ৷ স্বপ্নপূরণে প্রদীপকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন তিনি (Retired General offers to help Pradeep Mehra to get into Army)।
প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বলেন, "ওর লড়াই প্রশংসনীয় ৷ ও যাতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমি প্রশিক্ষণ দেওয়ার জন্য ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা কালিটার সঙ্গে কথা বলেছি ৷"
রবিবার মধ্যরাতে গাড়ি নিয়ে ফিরছিলেন বিনোদ ৷ সেসময় তিনি দেখেন একটি তরুণ রাস্তায় দৌড়াচ্ছেন ৷ তাঁকে নিজের গাড়িতে উঠে আসার অনুরোধ জানান তিনি, জানান সে যেখানে বলবেন তিনি তাঁকে সেখানেই নামিয়ে দেবেন ৷ ছেলেটি রাজি হয় না ৷ বিনোদ বারবার অনুরোধ করার পর শেষমেষ কারণ জানতে চাইলে, ছেলেটি জানান, তিনি আর্মিতে যোগদানের জন্য অনুশীলন করছেন ৷ তিনি ম্যাকডোনাল্ডে কাজ করেন ৷ দৌড়ানোর সময় পান না (Boy runs with a backpack on the streets of Noida) ৷ তাই এখনই দৌড়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে ৷ বিনোদ ছেলেটির সঙ্গে আরও কথা বলতে গিয়ে জানতে পারেন, সে বাড়িতে গিয়ে দাদার জন্য রান্না করবে ৷ দাদার নাইট ডিউটি থাকে, না হলে দাদা খেতে পাবে না ৷
-
His Josh is commendable, and to help him pass the recruitment tests on his merit, I've interacted with Colonel of KUMAON Regiment, Lt Gen Rana Kalita, the Eastern Army Commander. He is doing the needful to train the boy for recruitment into his Regiment.
— Lt Gen Satish Dua🇮🇳 (@TheSatishDua) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jai Hind 🇮🇳 https://t.co/iasbkQvvII
">His Josh is commendable, and to help him pass the recruitment tests on his merit, I've interacted with Colonel of KUMAON Regiment, Lt Gen Rana Kalita, the Eastern Army Commander. He is doing the needful to train the boy for recruitment into his Regiment.
— Lt Gen Satish Dua🇮🇳 (@TheSatishDua) March 21, 2022
Jai Hind 🇮🇳 https://t.co/iasbkQvvIIHis Josh is commendable, and to help him pass the recruitment tests on his merit, I've interacted with Colonel of KUMAON Regiment, Lt Gen Rana Kalita, the Eastern Army Commander. He is doing the needful to train the boy for recruitment into his Regiment.
— Lt Gen Satish Dua🇮🇳 (@TheSatishDua) March 21, 2022
Jai Hind 🇮🇳 https://t.co/iasbkQvvII
আরও পড়ুন : আর্মিতে যোগ দিতে মধ্যরাতে দৌড়ের অনুশীলন তরুণের, পরিচালকের ভাইরাল ভিডিয়োয় নেটিজেনদের কুর্নিশ
এভাবেই ছেলেটির সঙ্গে নানা কথা বলতে বলতে বিনোদ জানতে পারেন, প্রদীপের মা হাসপাতালে ভর্তি ৷ তবু তারা দু'ভাই মিলে লড়াই ছাড়েনি ৷ এরপর ছেলেটিকে শুভেচ্ছা জানিয়ে চলে আসেন তিনি ৷ প্রদীপের জীবন কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিনোদ নিজেও ৷