ETV Bharat / bharat

Students Corona Positive in Telangana: তেলাঙ্গানার আবাসিক স্কুলের 27 পড়ুয়া করোনা আক্রান্ত - করোনা আক্রান্ত তেলাঙ্গানার আবাসিক স্কুলের পড়ুয়ারা

তেলাঙ্গানার খাম্মাম জেলার ওয়ারায় এক আবাসিক স্কুলের 27 জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে ৷ সম্প্রতি ওই স্কুলের এক পড়ুয়া করোনা আক্রান্ত হয় ৷ তারপরেই স্বাস্থ্য দফতর থেকে ওই আবাসিক স্কুলে গণকরোনা পরীক্ষা করায় ৷ তাতেই 27 জন পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আগে ৷

Residential School Students are Tested Covid 19 Positive in Telangana
তেলাঙ্গানার আবাসিক স্কুলের 27 পড়ুয়া করোনা আক্রান্ত
author img

By

Published : Nov 22, 2021, 1:28 PM IST

খাম্মাম (তেলাঙ্গানা), 22 নভেম্বর : তেলাঙ্গানার খাম্মাম জেলার ওয়ারা আবাসিক স্কুলের 27 জন পড়ুয়া করোনা আক্রান্ত (Students Corona Positive in Telangana) ৷ ওয়ারা গুরুকুল স্কুল ওই 27 জন ছাত্রীর সম্প্রতি করোনা পরীক্ষা হয় ৷ তাদের সেই রিপোর্ট পজিটিভ এসেছে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রী অসুস্থ হয়ে বাড়ি যায় ৷ পরবর্তী সময়ে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

এই ঘটনার পরেই স্কুলের প্রিন্সিপাল সিদ্ধান্ত নেন, স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী সহ ওই ক্লাসের সকল পড়ুয়ার করোনা পরীক্ষা করানো হবে ৷ কিন্তু স্বাস্থ্য দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, গোটা স্কুলের সব পড়ুয়া এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আরটিপিসিআর করানো হবে ৷ সেই গণপরীক্ষার পরেই 27 জন ছাত্রীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ স্বাস্থ্যকর্মীদের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে 13 জন পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপর দ্বিতীয় ধাপে আরও 14 পড়ুয়া করোনা পজিটিভ ধরা পড়ে (Residential School Students are Tested Covid 19 Positive) ৷

আরও পড়ুন : Corona in India : দৈনিক সংক্রমণ কমে 8 হাজারের ঘরে, কমল মৃ্ত্যুও

এই ঘটনার পরেই করোনা আক্রান্ত সকল পড়ুয়াকে বাড়িতে পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে তাদের বাড়ির সদস্যদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে খাম্মামের স্বাস্থ্য দফতর ৷ পাশাপাশি, পুরো বিষয়টি জানতে পেরে ওই আবাসিক স্কুলের সকল পড়ুয়াকে বাড়ি পাঠানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা ৷ সেই সঙ্গে আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে ৷

খাম্মাম (তেলাঙ্গানা), 22 নভেম্বর : তেলাঙ্গানার খাম্মাম জেলার ওয়ারা আবাসিক স্কুলের 27 জন পড়ুয়া করোনা আক্রান্ত (Students Corona Positive in Telangana) ৷ ওয়ারা গুরুকুল স্কুল ওই 27 জন ছাত্রীর সম্প্রতি করোনা পরীক্ষা হয় ৷ তাদের সেই রিপোর্ট পজিটিভ এসেছে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রী অসুস্থ হয়ে বাড়ি যায় ৷ পরবর্তী সময়ে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

এই ঘটনার পরেই স্কুলের প্রিন্সিপাল সিদ্ধান্ত নেন, স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী সহ ওই ক্লাসের সকল পড়ুয়ার করোনা পরীক্ষা করানো হবে ৷ কিন্তু স্বাস্থ্য দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, গোটা স্কুলের সব পড়ুয়া এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আরটিপিসিআর করানো হবে ৷ সেই গণপরীক্ষার পরেই 27 জন ছাত্রীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ স্বাস্থ্যকর্মীদের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে 13 জন পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপর দ্বিতীয় ধাপে আরও 14 পড়ুয়া করোনা পজিটিভ ধরা পড়ে (Residential School Students are Tested Covid 19 Positive) ৷

আরও পড়ুন : Corona in India : দৈনিক সংক্রমণ কমে 8 হাজারের ঘরে, কমল মৃ্ত্যুও

এই ঘটনার পরেই করোনা আক্রান্ত সকল পড়ুয়াকে বাড়িতে পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে তাদের বাড়ির সদস্যদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে খাম্মামের স্বাস্থ্য দফতর ৷ পাশাপাশি, পুরো বিষয়টি জানতে পেরে ওই আবাসিক স্কুলের সকল পড়ুয়াকে বাড়ি পাঠানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা ৷ সেই সঙ্গে আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.