উত্তরকাশী, 24 নভেম্বর: উদ্ধারকার্যের আজ 13তম দিন ৷ উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ফের থমকে গিয়েছে ড্রিলিংয়ের কাজ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, মাটিতে যে জায়গায় ড্রিলিং মেশিনটি রাখা হয়েছে, তাতে ফাটল ধরেছে ৷ এতে বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হয়েছে প্রশাসনকে ৷ শুক্রবার সকালে সিল্কিয়ারা টানেলে উদ্ধারকার্যের দায়িত্বে থাকা ভাস্কর খুলবে সাংবাদিকদের বলেন, "আজ সকাল 11-11.30টা নাগাদ কাজ শুরু হবে ৷ যন্ত্রের মাধ্যমে দেখা গিয়েছে আগামী 5 মিটারের মধ্যে কোথাও কোনও ধাতব পদার্থ নেই ৷"
ড্রিলিং মেশিনে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে বলে জানান উচ্চাধিকারিক ৷ খুলবে আরও বলেন, "পাইপের মুখে কিছু জমে ছিল, সেগুলি কেটে পরিষ্কার করা হয়েছে ৷ এটা কঠিন কাজ ৷ তাই সময় লাগছে ৷" টানেলের মধ্যে আর মাত্র 14 মিটার পর্যন্ত যেতে হবে ৷ সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যাতেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ৷
-
VIDEO | "I hope that the drilling work should begin again by 11-11.30 am. Ground penetration radar study has shown that there is no metallic obstruction in the next 5 metres," says former advisor to the Prime Minister's Office (PMO) Bhaskar Khulbe on #Silkyara tunnel rescue.… pic.twitter.com/NMggDo7tI8
— Press Trust of India (@PTI_News) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | "I hope that the drilling work should begin again by 11-11.30 am. Ground penetration radar study has shown that there is no metallic obstruction in the next 5 metres," says former advisor to the Prime Minister's Office (PMO) Bhaskar Khulbe on #Silkyara tunnel rescue.… pic.twitter.com/NMggDo7tI8
— Press Trust of India (@PTI_News) November 24, 2023VIDEO | "I hope that the drilling work should begin again by 11-11.30 am. Ground penetration radar study has shown that there is no metallic obstruction in the next 5 metres," says former advisor to the Prime Minister's Office (PMO) Bhaskar Khulbe on #Silkyara tunnel rescue.… pic.twitter.com/NMggDo7tI8
— Press Trust of India (@PTI_News) November 24, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data="এদিকে সিল্কিয়ারা টানেলের উদ্ধারকার্য প্রসঙ্গে আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, "হতেই পারে কাল সকালে আমরা ওই 41 জন শ্রমিকের কাছে পৌঁছে গেলাম ৷ গতকাল সকালে আমরা ভেবেছিলাম শ্রমিকদের বের করা যাবে, দুপুরেও তাই ভেবেছিলাম ৷ কিন্তু পাহাড়গুলো পরিস্থিতি ভালো করে বুঝতে হবে আগে ৷ এই নিয়ে ড্রিলিং মেশিনটা তিন-তিন বার ভাঙল ৷" কবে ওই 41 জন শ্রমিকদের বের করা সম্ভব হবে ? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ বলেন, "কবে শ্রমিকদের উদ্ধার করা যাবে, তা নিশ্চিত বলতে পারব না ৷ তবে এবছর খ্রিসমাসের আগেই তা হবে ! আর শ্রমিকরা ভালো আছেন, নিরাপদে আছেন ৷"
#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "We are only just metres away from finding passage to have the men back. But the men are safe. The auger machine has broken down, it is being repaired and it should be back up tomorrow.… pic.twitter.com/dtX8JtdU61
— ANI (@ANI) November 23, 2023
">#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "We are only just metres away from finding passage to have the men back. But the men are safe. The auger machine has broken down, it is being repaired and it should be back up tomorrow.… pic.twitter.com/dtX8JtdU61
— ANI (@ANI) November 23, 2023
#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "We are only just metres away from finding passage to have the men back. But the men are safe. The auger machine has broken down, it is being repaired and it should be back up tomorrow.… pic.twitter.com/dtX8JtdU61
— ANI (@ANI) November 23, 2023