ETV Bharat / bharat

AAI-এ কর্মী নিয়োগ

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(AAI)-এ মোট 268 শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে । প্রতি মাসে বেতন 40,000 থেকে 1,80,000 টাকা । আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি ।

Airports Authority of India
AAI-এ কর্মী নিয়োগ
author img

By

Published : Nov 30, 2020, 7:00 AM IST

ম্যানেজার এবং জুনিয়র এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করতে চলেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(AAI) । মোট 268 শূন্যপদে অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে AAI । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা AAI-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.aai.aero-এ অনলাইনে আবেদন করতে পারবেন । 15 ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন । আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি ।

1. ম্যানেজার(টেকনিকাল ও ফায়ার সার্ভিসেস)

শূন্য়পদ : 13টি

শিক্ষাগত যোগ্যতা : ফায়ার / মেকানিকাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech. ।

অভিজ্ঞতা : ন্যূনতম পাঁচ বছর ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 32 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 60,000 থেকে 1,80,000 টাকা ।

2. জুনিয়র এগজ়িকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল)

শূন্য়পদ : 264টি

শিক্ষাগত যোগ্যতা : ফিজ়িক্স ও ম্যাথমেটিক্সসহ B.Sc./B.E. ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।

3. জুনিয়র এগজ়িকিউটিভ (এয়ারপোর্ট অপারেশনস)

শূন্য়পদ : 83টি

শিক্ষাগত যোগ্যতা : i) বিজ্ঞানে স্নাতক এবং MBA ।

ii) B.E. ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।

4. জুনিয়র এগজ়িকিউটিভ (টেকনিকাল)

শূন্য়পদ : 8টি

শিক্ষাগত যোগ্যতা : মেকানিকাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech. ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।

সরকারি নিয়ম অনযায়ী বয়সের ছাড় আছে । প্রার্থীদের অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 60 শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে । অনলাইন পরীক্ষা ও ফিজ়িকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । আবেদন ফি 1000 টাকা । SC/ST এবং মহিলাদের ক্ষেত্রে 170 টাকা ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ম্যানেজার এবং জুনিয়র এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করতে চলেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(AAI) । মোট 268 শূন্যপদে অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে AAI । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা AAI-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.aai.aero-এ অনলাইনে আবেদন করতে পারবেন । 15 ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন । আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি ।

1. ম্যানেজার(টেকনিকাল ও ফায়ার সার্ভিসেস)

শূন্য়পদ : 13টি

শিক্ষাগত যোগ্যতা : ফায়ার / মেকানিকাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech. ।

অভিজ্ঞতা : ন্যূনতম পাঁচ বছর ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 32 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 60,000 থেকে 1,80,000 টাকা ।

2. জুনিয়র এগজ়িকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল)

শূন্য়পদ : 264টি

শিক্ষাগত যোগ্যতা : ফিজ়িক্স ও ম্যাথমেটিক্সসহ B.Sc./B.E. ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।

3. জুনিয়র এগজ়িকিউটিভ (এয়ারপোর্ট অপারেশনস)

শূন্য়পদ : 83টি

শিক্ষাগত যোগ্যতা : i) বিজ্ঞানে স্নাতক এবং MBA ।

ii) B.E. ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।

4. জুনিয়র এগজ়িকিউটিভ (টেকনিকাল)

শূন্য়পদ : 8টি

শিক্ষাগত যোগ্যতা : মেকানিকাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech. ।

বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।

বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।

সরকারি নিয়ম অনযায়ী বয়সের ছাড় আছে । প্রার্থীদের অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 60 শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে । অনলাইন পরীক্ষা ও ফিজ়িকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । আবেদন ফি 1000 টাকা । SC/ST এবং মহিলাদের ক্ষেত্রে 170 টাকা ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.