ETV Bharat / bharat

দেশে ফের রেকর্ড করোনার ! একদিনে আক্রান্ত 2.34 লাখ, মৃত 1341

দেশে সাংঘাতিক ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের গ্রাফ ৷ নতুন করে আক্রান্ত হলেন আরও 2,34,692 জন ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 1,341 জন ৷

Record 2.34 Lakh Fresh coronavirus Cases In India, 1,341 Deaths In 24 Hours
দেশে ফের রেকর্ড করোনার ! আক্রান্ত 2.34 লাখ, মৃত 1341
author img

By

Published : Apr 17, 2021, 9:55 AM IST

Updated : Apr 17, 2021, 10:19 AM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল: দেশে আবারও নিজের রেকর্ড নিজে ভাঙল করোনাভাইরাস ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2,34,692 জন ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1,341 জনের ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ হয়েছে 11,99,37,641 জনের ৷

দেশে নতুন করে আরও 2.34 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে টানা তিনদিন দৈনিক সংক্রমণ দু লাখের উপর পৌঁছে গেল ৷ নয়া সংক্রমণে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,26,609 জন ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 16,79,740 জন ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 1,341 জনের মৃত্যু হয়েছে ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে 1,75,649 হয়েছে ৷ এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন 1,26,71,220 জন ৷

গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে ৷ মহারাষ্ট্র ও দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে 63,729 ও 19,486 জন ৷

আরও পড়ুন: ভয়ঙ্কর করোনা, মহারাষ্ট্র ও দিল্লিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বেলা 11.30টা নাগাদ 11 রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কোভিড রুখতে এ বার কুম্ভ মেলা প্রতীকী হওয়া উচিত ৷

নয়াদিল্লি, 17 এপ্রিল: দেশে আবারও নিজের রেকর্ড নিজে ভাঙল করোনাভাইরাস ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2,34,692 জন ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1,341 জনের ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ হয়েছে 11,99,37,641 জনের ৷

দেশে নতুন করে আরও 2.34 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে টানা তিনদিন দৈনিক সংক্রমণ দু লাখের উপর পৌঁছে গেল ৷ নয়া সংক্রমণে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,26,609 জন ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 16,79,740 জন ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 1,341 জনের মৃত্যু হয়েছে ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে 1,75,649 হয়েছে ৷ এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন 1,26,71,220 জন ৷

গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে ৷ মহারাষ্ট্র ও দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে 63,729 ও 19,486 জন ৷

আরও পড়ুন: ভয়ঙ্কর করোনা, মহারাষ্ট্র ও দিল্লিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বেলা 11.30টা নাগাদ 11 রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কোভিড রুখতে এ বার কুম্ভ মেলা প্রতীকী হওয়া উচিত ৷

Last Updated : Apr 17, 2021, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.