ETV Bharat / bharat

Delhi Police : জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থায় জোর কড়াকড়ি

উৎসবের মেজাজে গোটা দেশে ৷ নবরাত্রি, দুর্গাপুজো শেষের পর আসছে দীপাবলি ৷ এর মধ্যে গোয়েন্দাদের কাছে খবর এসেছে, দিল্লিতে নাশকতামূলক হামলা হতে পারে ৷ তাই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ ৷

চলছে চেকিং
চলছে চেকিং
author img

By

Published : Oct 15, 2021, 10:02 AM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর : উৎসবের মরশুমে হতে পারে জঙ্গি হামলা ৷ গোয়েন্দা বিভাগ থেকে এমন খবর পেয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা জারি করল দিল্লি পুলিশ (Delhi Police)৷ বাজার, শপিং মলের মতো জনবহুল জায়গায় নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি শুরু হয়েছে ৷ চেক পয়েন্টে চলছে তল্লাশি ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন নয়াদিল্লি জেলা পুলিশের ডেপুটি কমিশনার (Deputy Commissioner of Police, DCP) দীপক যাদব (Deepak Yadav) ৷

তিনি বলেন, "গোয়েন্দা বিভাগ জানিয়েছে জঙ্গিরা আক্রমণ করতে পারে ৷ তাই বাজার, শপিং মলের মতো জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ যদিও এই কাজ প্রতিদিন ধরেই চলতে থাকে ৷ কিন্তু উৎসবের মরশুমে বা অন্য কোনও অনুষ্ঠান যেমন 15 অগস্ট এবং 26 জানুয়ারি আমরা বিশেষ ব্যবস্থা নিই ৷"

আরও পড়ুন : Delhi Police : দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

ডিসিপি জানিয়েছেন, পুলিশ প্রতিদিন দিল্লিতে বসবাসকারী ভাড়াটেদের তথ্য খতিয়ে দেখার কাজ করছে ৷ তিনি বলেন, "আমরা প্রতিদিন হঠাৎ গিয়ে ভাড়াটেদের পরিচপত্র সংক্রান্ত বিষয়, প্রতিবেশীদের পর্যবেক্ষণ এবং অন্য বিষয়গুলি দেখছি ৷" তিনি জানান, বিভিন্ন অঞ্চলে সব আধিকারিকরা সক্রিয় রয়েছেন এবং যে কোনও চেকপয়েন্টে কোনও যান চলাকালীন তল্লাশি চালানো হচ্ছে ৷

নয়াদিল্লি, 15 অক্টোবর : উৎসবের মরশুমে হতে পারে জঙ্গি হামলা ৷ গোয়েন্দা বিভাগ থেকে এমন খবর পেয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা জারি করল দিল্লি পুলিশ (Delhi Police)৷ বাজার, শপিং মলের মতো জনবহুল জায়গায় নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি শুরু হয়েছে ৷ চেক পয়েন্টে চলছে তল্লাশি ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন নয়াদিল্লি জেলা পুলিশের ডেপুটি কমিশনার (Deputy Commissioner of Police, DCP) দীপক যাদব (Deepak Yadav) ৷

তিনি বলেন, "গোয়েন্দা বিভাগ জানিয়েছে জঙ্গিরা আক্রমণ করতে পারে ৷ তাই বাজার, শপিং মলের মতো জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ যদিও এই কাজ প্রতিদিন ধরেই চলতে থাকে ৷ কিন্তু উৎসবের মরশুমে বা অন্য কোনও অনুষ্ঠান যেমন 15 অগস্ট এবং 26 জানুয়ারি আমরা বিশেষ ব্যবস্থা নিই ৷"

আরও পড়ুন : Delhi Police : দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

ডিসিপি জানিয়েছেন, পুলিশ প্রতিদিন দিল্লিতে বসবাসকারী ভাড়াটেদের তথ্য খতিয়ে দেখার কাজ করছে ৷ তিনি বলেন, "আমরা প্রতিদিন হঠাৎ গিয়ে ভাড়াটেদের পরিচপত্র সংক্রান্ত বিষয়, প্রতিবেশীদের পর্যবেক্ষণ এবং অন্য বিষয়গুলি দেখছি ৷" তিনি জানান, বিভিন্ন অঞ্চলে সব আধিকারিকরা সক্রিয় রয়েছেন এবং যে কোনও চেকপয়েন্টে কোনও যান চলাকালীন তল্লাশি চালানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.