দিল্লি, 13 ফেব্রুয়ারি : পাকিস্তানের জঙ্গিদের হিটলিস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল? শোনা যাচ্ছে, এটাই নাকি সত্যি ৷ সূত্রের খবর, সম্প্রতি নিরাপত্তা বাড়ানো হয়েছে ডোভালের বাড়ি ও অফিসের ৷ জইশ-ই-মহম্মদের এক জঙ্গি পাকড়াও হতেই করা হয়েছে এই পদক্ষেপ৷ সূত্রের দাবি, ধৃত ওই জঙ্গি জেরায় জানিয়েছে, পাকিস্তান থেকেই তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, সর্দার প্য়াটেল ভবন-সহ দিল্লির অত্য়ন্ত স্পর্শকাতর কিছু জায়গায় রেইকি চালাতে৷ মনে করা হচ্ছে, ডোভালের উপর হামলা চালাতেই এই আয়োজন৷
তবে ডোভালের টার্গেট হওয়াটা নতুন কিছু নয়৷ 2016 সালে উরিতে সার্জিক্য়াল স্ট্রাইকের পর থেকে পাকিস্তানের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর চক্ষুশূল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ বর্তমানে ভারতের যে ক’জন ব্য়ক্তি সর্বোচ্চস্তরের নিরাপত্তা পান, তাঁদের অন্য়তম ডোভাল৷ তাঁর উপর হামলার সম্ভাবনার বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রকও৷
গত 6 ফেব্রুয়ারি হিদায়েত-উল্লাহ মালিক নামে শোপিয়ানের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়৷ গোয়েন্দাদের দাবি, জইশের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে হিদায়েতের৷ তাকে জেরা করার সময়েই সামনে আসে একটি ভিডিয়ো-র প্রসঙ্গ৷ তাতে ডোভালের অফিসের রেইকি সংক্রান্ত যাবতীয় তথ্য় রয়েছে৷ দিল্লি ও শ্রীনগরের নিরাপত্তা আধিকারিকরা অন্তত এমনই জানিয়েছেন৷
আরও পড়ুন: ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ স্থান ঘুরে দেখল এনএসজি
প্রসঙ্গত, ধৃত হিদায়েতের বিরুদ্ধে ইউএপিএ-র 18 এবং 20 নম্বর ধারায় জম্মুর গাংগ্য়াল একটি এফআইআর করা হয়৷ অভিযোগ, জইশেরই একটি শাখা লস্কর-ই-মুস্তাফার প্রধান এই হিদায়েত৷ অনন্তনাগ থেকে তাকে পাকড়াও করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ৷
সূত্রের খবর, জেরায় হিদায়েত জানিয়েছে, 2019 সালের 24 মে শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে দিল্লি পৌঁছয় সে৷ ডোভালের অফিস এবং সেখানে সিআফএসএফের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটির ভিডিয়ো রেকর্ডিং করে৷ তারপর হোয়াটসঅ্য়াপে সেই তথ্য পাঠিয়ে দেয় তার পাকিস্তানি ‘হ্য়ান্ডেলার’কে৷ যাকে ‘ডক্টর’ বলেই চেনে হিদায়েত৷ দিল্লিতে রেইকির কাজ সেরে বাসে উপত্য়কায় ফিরে যায় হিদায়েত৷