ETV Bharat / bharat

RBI on 2000 Currency: ফের নোটবন্দি ! আপনার কাছে 2000 টাকার নোট থাকলে কী করবেন জেনে নিন - আরবিআই সূত্রে জানা যাচ্ছে

আরবিআই সূত্রে জানা যাচ্ছে, নতুন করে আর গোলাপি নোটের দেখা মিলবে না এটিএম বা ব্যাংকেও ৷ আরবিআইয়ের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, দুই টাকার নোট 30 সেপ্টেম্বরের পরও আইনি টেন্ডার থাকবে।

Etv Bharat
2000 টাকা
author img

By

Published : May 19, 2023, 7:13 PM IST

Updated : May 19, 2023, 11:03 PM IST

নয়াদিল্লি, 19 মে: জল্পনা ছিলই এবার তাই অবশেষে সত্যি হতে চলেছে ! বাজার থেকে দুই হাজার টাকার নোট প্রত্যাহার করে নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ তবে আইনি দরপত্র হিসাবে তা অব্যাহত থাকবে বলেও আরবিআই সূত্রে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, বাজারে আসার পর কয়েক মাসের মধ্যেই কার্যত উধাও হয়ে যায় দু'হাজার টাকার নোট ৷ এবার আরবিআই সূত্রে জানা যাচ্ছে, নতুন করে আর গোলাপি নোটের দেখা মিলবে না এটিএম বা ব্যাংকেও ৷

ফের দেশে নোটবন্দি ! 8 নভেম্বর, 2016 ৷ রাতে আচমকা জাতীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ প্রধানমন্ত্রীর ঘোষণায় কার্যত মাথায় হাত পড়েছিল দেশের আমজনতার ৷ পুরনো 500 ও 1000 টাকার নোট রাতারাতি বাতিল হয়ে যাওয়ায় রাত থাকতেই লাইন পড়ে গিয়েছিল এটিএমে ৷ দেশের মানুষকে একদিনে কার্যত রাস্তায় নামিয়ে এনেছিল সরকারের এই সিদ্ধান্ত ৷ এরপর ফের সেই নোট বাতিলের ছায়া দেশে ৷ পুরনো 500 এবং 1000 টাকার নোটের বদলে সরকার বাজারে এনেছিল নতুন 2000 টাকার গোলাপি নোট ৷ এবার সেই নোটও বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷

RBI to withdraw Rs 2000 currency
ফের নোটবন্দি !

আরবিআই-এর নির্দেশিকা বলা হয়েছে, দেশের সমস্ত ব্যাংকে 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত 2000 টাকার নোট জমা অথবা বিনিময়ের সুবিধা পাবেন আমজনতা ৷ আগামী 1 অক্টোবর থেকে আর দু'হাজার টাকার নোট বাজারে চলবে না বলেও জানিয়ে দিয়েছে আরবিআই ৷ অর্থাৎ, কোনও ব্যক্তির কাছে দু'হাজার টাকার নোট থাকলে তাঁকে 30 সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করতে হবে ৷ অন্যথায়, 1 অক্টোবর থেকে তা সবই বেকার হয়ে যাবে ৷

  • So it wasn’t ₹2000 dhamaka but a billion dollar dhoka to a billion Indians . Wake up my dear brothers and sisters. The suffering we have endured due to demonetisation can’t be forgotten and those who inflicted that suffering shouldn’t be forgiven.

    — Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইটে লেখেন, "এটা ধামাকা নয় বরং ভারতীয়দের কাছে একটা বড় ধোকা। আমার ভাই ও বোনরা জাগো। নোটবন্দির কারণে আমরা যে দুর্ভোগ সহ্য করেছি তা ভোলা যায় না ৷ এবং যারা এই কষ্ট দিয়েছিল তাদের ক্ষমা করা উচিত নয়।"

যদিও, আরবিআইয়ের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, দু'হাজার টাকার নোট 30 সেপ্টেম্বরের পরও আইনি টেন্ডার থাকবে। তবে নতুন করে কোনও ব্যাংক গ্রাহকদের আর 2000 টাকার নোট দেবে না ৷ নির্দেশিকায় এও জানানো হয়েছে, এক সঙ্গে একজন ব্যক্তি দু'হাজার টাকার নোটে 20 হাজার টাকার বেশি জমা দিতে পারবেন না ৷ আরবিআইয়ের দাবি, ব্যাংকে নোট বদলের জন্য চার মাস সময় যথেষ্ট। সেই সঙ্গে আরবিআই মনে করে, বাজারে যত 2000 টাকার নোট ছড়িয়ে রয়েছে তার বেশিরভাগ অংশই 30 সেপ্টেম্বরের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে ফিরে আসবে। অন্যদিকে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, আরবিআই-এর এটি একটি রুটিন পদ্ধতি ৷ এর জেরে মানুষকে আতঙ্কিত না-হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে আরবিআইয়ের তরফে ৷

RBI to withdraw Rs 2000 currency
2000 টাকার নোট থাকলে কী করবেন জেনে নিন

রিজার্ভ ব্যাংক তার বার্ষিক রিপোর্টে 2000 টাকার নোট সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে। রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, 2019-20, 2020-21 এবং 2021-22 অর্থবর্ষে 2000 টাকার একটিও নোট ছাপানো হয়নি ৷ ফলে বাজারে এর প্রচলনও অনেকটাই কমেছে বলে দাবি আরবিআইয়ের ৷ বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, বর্তমান সময়ে দুই হাজার টাকার প্রায় সাড়ে 33 লক্ষ নোট প্রচলন ছিল ৷ যার মোট মূল্য ছিল 6.72 লক্ষ কোটি টাকা ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লোকসভায় জানিয়েছিলেন, গত দু'বছরে 2000 টাকার নোট ছাপানো হয়নি ৷

আরও পড়ুন: এক ফোনে মুখ্যমন্ত্রী ! এবার 'নায়কের' পথে হাঁটলেন মমতা

নয়াদিল্লি, 19 মে: জল্পনা ছিলই এবার তাই অবশেষে সত্যি হতে চলেছে ! বাজার থেকে দুই হাজার টাকার নোট প্রত্যাহার করে নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ তবে আইনি দরপত্র হিসাবে তা অব্যাহত থাকবে বলেও আরবিআই সূত্রে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, বাজারে আসার পর কয়েক মাসের মধ্যেই কার্যত উধাও হয়ে যায় দু'হাজার টাকার নোট ৷ এবার আরবিআই সূত্রে জানা যাচ্ছে, নতুন করে আর গোলাপি নোটের দেখা মিলবে না এটিএম বা ব্যাংকেও ৷

ফের দেশে নোটবন্দি ! 8 নভেম্বর, 2016 ৷ রাতে আচমকা জাতীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ প্রধানমন্ত্রীর ঘোষণায় কার্যত মাথায় হাত পড়েছিল দেশের আমজনতার ৷ পুরনো 500 ও 1000 টাকার নোট রাতারাতি বাতিল হয়ে যাওয়ায় রাত থাকতেই লাইন পড়ে গিয়েছিল এটিএমে ৷ দেশের মানুষকে একদিনে কার্যত রাস্তায় নামিয়ে এনেছিল সরকারের এই সিদ্ধান্ত ৷ এরপর ফের সেই নোট বাতিলের ছায়া দেশে ৷ পুরনো 500 এবং 1000 টাকার নোটের বদলে সরকার বাজারে এনেছিল নতুন 2000 টাকার গোলাপি নোট ৷ এবার সেই নোটও বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷

RBI to withdraw Rs 2000 currency
ফের নোটবন্দি !

আরবিআই-এর নির্দেশিকা বলা হয়েছে, দেশের সমস্ত ব্যাংকে 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত 2000 টাকার নোট জমা অথবা বিনিময়ের সুবিধা পাবেন আমজনতা ৷ আগামী 1 অক্টোবর থেকে আর দু'হাজার টাকার নোট বাজারে চলবে না বলেও জানিয়ে দিয়েছে আরবিআই ৷ অর্থাৎ, কোনও ব্যক্তির কাছে দু'হাজার টাকার নোট থাকলে তাঁকে 30 সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করতে হবে ৷ অন্যথায়, 1 অক্টোবর থেকে তা সবই বেকার হয়ে যাবে ৷

  • So it wasn’t ₹2000 dhamaka but a billion dollar dhoka to a billion Indians . Wake up my dear brothers and sisters. The suffering we have endured due to demonetisation can’t be forgotten and those who inflicted that suffering shouldn’t be forgiven.

    — Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইটে লেখেন, "এটা ধামাকা নয় বরং ভারতীয়দের কাছে একটা বড় ধোকা। আমার ভাই ও বোনরা জাগো। নোটবন্দির কারণে আমরা যে দুর্ভোগ সহ্য করেছি তা ভোলা যায় না ৷ এবং যারা এই কষ্ট দিয়েছিল তাদের ক্ষমা করা উচিত নয়।"

যদিও, আরবিআইয়ের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, দু'হাজার টাকার নোট 30 সেপ্টেম্বরের পরও আইনি টেন্ডার থাকবে। তবে নতুন করে কোনও ব্যাংক গ্রাহকদের আর 2000 টাকার নোট দেবে না ৷ নির্দেশিকায় এও জানানো হয়েছে, এক সঙ্গে একজন ব্যক্তি দু'হাজার টাকার নোটে 20 হাজার টাকার বেশি জমা দিতে পারবেন না ৷ আরবিআইয়ের দাবি, ব্যাংকে নোট বদলের জন্য চার মাস সময় যথেষ্ট। সেই সঙ্গে আরবিআই মনে করে, বাজারে যত 2000 টাকার নোট ছড়িয়ে রয়েছে তার বেশিরভাগ অংশই 30 সেপ্টেম্বরের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে ফিরে আসবে। অন্যদিকে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, আরবিআই-এর এটি একটি রুটিন পদ্ধতি ৷ এর জেরে মানুষকে আতঙ্কিত না-হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে আরবিআইয়ের তরফে ৷

RBI to withdraw Rs 2000 currency
2000 টাকার নোট থাকলে কী করবেন জেনে নিন

রিজার্ভ ব্যাংক তার বার্ষিক রিপোর্টে 2000 টাকার নোট সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে। রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, 2019-20, 2020-21 এবং 2021-22 অর্থবর্ষে 2000 টাকার একটিও নোট ছাপানো হয়নি ৷ ফলে বাজারে এর প্রচলনও অনেকটাই কমেছে বলে দাবি আরবিআইয়ের ৷ বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, বর্তমান সময়ে দুই হাজার টাকার প্রায় সাড়ে 33 লক্ষ নোট প্রচলন ছিল ৷ যার মোট মূল্য ছিল 6.72 লক্ষ কোটি টাকা ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লোকসভায় জানিয়েছিলেন, গত দু'বছরে 2000 টাকার নোট ছাপানো হয়নি ৷

আরও পড়ুন: এক ফোনে মুখ্যমন্ত্রী ! এবার 'নায়কের' পথে হাঁটলেন মমতা

Last Updated : May 19, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.