ETV Bharat / bharat

Rape Attempt in JNU : দিল্লিতে জেএনইউ পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা, তদন্তে পুলিশ - rape attempt with PhD student of JNU

জেএনইউ-এর পিএইচ পড়ুুয়াকে ধর্ষণের চেষ্টা (rape attempt with PhD student of JNU), বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ৷

rape attempt with PhD student in JNU
দিল্লিতে জেএনইউ পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা
author img

By

Published : Jan 18, 2022, 10:17 AM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি : দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার (rape attempt with PhD student of JNU) অভিযোগ উঠল ৷ জানা গিয়েছে, ওই তরুণী জেএনইউ এর পিএইচডি'র ছাত্রী ৷ সোমবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, বাইকে আরোহী এক যুবক ওই তরুণীকে বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকের গেটের কাছ থেকে জোর করে বেশকিছুটা টেনে নিয়ে চলে যায় ৷ তরুণীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ তরুণী চেঁচাতে শুরু করলে তাঁর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই অভিযুক্ত ৷ ঘটনার ইতিমধ্যেই থানার অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : আফগানিস্তানের পশ্চিমে জোড়া ভূমিকম্প, মৃত কমপক্ষে 22

ঘটনার প্রশ্নের মুখে পড়েছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি ৷ অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেরই কেউ, না কি বাইরে থেকে এসেছিল তা এখনও জানা যায়নি ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি : দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার (rape attempt with PhD student of JNU) অভিযোগ উঠল ৷ জানা গিয়েছে, ওই তরুণী জেএনইউ এর পিএইচডি'র ছাত্রী ৷ সোমবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, বাইকে আরোহী এক যুবক ওই তরুণীকে বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকের গেটের কাছ থেকে জোর করে বেশকিছুটা টেনে নিয়ে চলে যায় ৷ তরুণীর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ তরুণী চেঁচাতে শুরু করলে তাঁর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই অভিযুক্ত ৷ ঘটনার ইতিমধ্যেই থানার অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : আফগানিস্তানের পশ্চিমে জোড়া ভূমিকম্প, মৃত কমপক্ষে 22

ঘটনার প্রশ্নের মুখে পড়েছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি ৷ অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেরই কেউ, না কি বাইরে থেকে এসেছিল তা এখনও জানা যায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.