গুয়াহাটি, 16 মার্চ : পুলিশি এনকাউন্টারে মৃত গুয়াহাটির গারিগাঁও গণধর্ষণ-কাণ্ডের প্রধান অভিযুক্ত ৷ মঙ্গলবার কামরূপ গ্রামীণ জেলার দামপুর থেকে বিকি আলীকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত । তাকে একাধিকবার থামতে বললেও আদেশ মানেনি । শেষ পর্যন্ত তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ । ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তর (Rape accused shot dead in an encounter by Assam Police)৷
সম্প্রতি চার বন্ধুর সঙ্গে গুয়াহাটির আদাবাড়ির একটি হোটেলে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত । তারপরে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে । এরপরেই পানবাজার মহিলা থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা-মা । পকসো এবং আইটি আইনে মামলা দায়ের করা হয় ।
আরও পড়ুন : অপরাধীদের এনকাউন্টারে মরতে হবেই, হুমকি তেলেঙ্গানার মন্ত্রীর
ঘটনার পর থেকে 5 আসামিই পলাতক ছিল । সোমবার অভিযুক্তদের পরিবারের 7 সদস্যকে গ্রেফতার করে পুলিশ । তাঁদের জেরার পর বিকির বিষয়ে তথ্য পায় তদন্তকারীরা । এরপরেই বিকিকে আটক করে জালুকবাড়ী থানায় নিয়ে আসে পুলিশ । যদিও বাকি চারজনের এখনও খোঁজ মেলেনি ৷
আরও পড়ুন : দেশের উল্লেখযোগ্য কয়েকটি এনকাউন্টার
কয়েকবছর আগে একই ছবি দেখেছিল দেশবাসী ৷ 2019 সালের নভেম্বরে হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ 6 ডিসেম্বর তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণের চেষ্টা করার সময় তারা পালানোর চেষ্টা করে ৷ সেই সময় অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে ও বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করে ৷ পুলিশ গুলি চালাতে বাধ্য হয় ৷ এনকাউন্টারে মারা যায় চারজনই ৷