জয়পুর(রাজস্থান), 8 ফেব্রুয়ারি : রাহুল গান্ধিকে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ৷ রাজস্থানে বিধানসভা ভোটের আগে প্রচারের সময় কংগ্রেসের সরকার এলে 10 দিনে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধি ৷ এই সপ্তাহে রাহুল গান্ধি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা আন্দোলনের সমর্থনে দু’দিনের রাজস্থান সফরে যাচ্ছেন ৷ তার আগে রবিবার সেই প্রসঙ্গই তুলে ধরেন স্মৃতি ইরানি ৷
‘‘রাহুল গান্ধি এক থেকে দশ গুণে ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে রাজস্থানে কংগ্রেসের সরকার গঠন হলে 10দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে ৷ বেচারা কৃষকরা আজও সেই দিনটির অপেক্ষায় রয়েছেন, যেদিন তাঁদের ঋণ মকুব করা হবে,’’ রাহুল গান্ধির সফরের আগে রাজস্থানে সংবাদমাধ্যমের কাছে এমনটাই বলেন স্মৃতি ইরানি ৷ প্রসঙ্গত, রাজস্থানে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজয় মাকেন টুইটারে জানিয়েছেন, আগামী 12 ও 13 জুলাই কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে চলা আন্দোলনে সমর্থন জানাতে রাহুল গান্ধি রাজস্থান যাচ্ছেন ৷
আরও পড়ুন : কৃষকদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থে : রাহুল
একই সঙ্গে স্মৃতি ইরানি কেন্দ্রের বাজেট নিয়ে জানান, সরকার কেন্দ্রীয় বাজেটে কোরোনা মহামারীর বিষয়কে মাথা রেখে দেশের সর্বস্তরের নাগরিকদের স্বার্থ দেখেছে ৷ পাশাপাশি জ্বালানির দাম কমানোর চেষ্টাও কেন্দ্রীয় সরকার করছে বলে জানান তিনি ৷