ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় কেন্দ্র ব্য়র্থ, তাই লকডাউন চান রাহুল - প্রিয়ঙ্কা গান্ধি

লকডাউন চান রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় ব্য়র্থ ৷ সেকারণেই এই দাবি তাঁর ৷ পাশাপাশি করোনা চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের অব্য়বস্থার ছবি তুলে ধরেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

rahul
রাহুল গান্ধি (ফাইল ফোটো)
author img

By

Published : May 4, 2021, 5:08 PM IST

নয়াদিল্লি, 4 মে : এবার লকডাউনের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এবিষয়ে আজ তিনি একটি টুইট করেন ৷ সেখানে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন ৷

আজ টুইটে রাহুল গান্ধি লিখেছেন, "এই মুহূর্তে আমি লকডাউন চাই ৷ কারণ করোনা মোকাবিলার জন্য় কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের ৷ উল্টে তারা করোনা ভাইরাসকে সাহায্য় করছে যাতে তা আরও ছড়িয়ে পড়ে ৷ এবং তা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে করোনাকে রোখার কোনও পথই নেই ৷ " পাশাপাশি দেশের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে বলেও নিজের টুইটার হ্য়ান্ডেলে লেখেন তিনি ৷

  • I just want to make it clear that a lockdown is now the only option because of a complete lack of strategy by GOI.

    They allowed, rather, they actively helped the virus reach this stage where there’s no other way to stop it.

    A crime has been committed against India.

    — Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন- বিহারে 15 মে পর্যন্ত লকডাউন, ঘোষণা নীতীশ কুমারের

একই সুরে সুর মিলিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢড়া ৷ তিনিও আজ একটি এবিষয়ে টুইট করেন ৷ প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘দেশের মানুষ অক্সিজেন পাচ্ছেন না ৷ বেড পাচ্ছেন না ৷ ওষুধ পাচ্ছেন না ৷ কেন্দ্রীয় সরকারের উচিত এখন সর্বশক্তি দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষা করা ৷ 13 হাজার কোটি টাকা দিয়ে দিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি না করে সেই টাকা কোভিড চিকিৎসায় লাগানো উচিত ৷’’

  • जब देश के लोग ऑक्सीजन, वैक्सीन, हॉस्पिटल बेड, दवाओं की कमी से जूझ रहे हैं तब सरकार 13000 करोड़ से पीएम का नया घर बनवाने की बजाए सारे संसाधन लोगों की जान बचाने के काम में डाले तो बेहतर होगा। इस तरह के खर्चों से पब्लिक को मैसेज जाता है कि सरकार की प्राथमिकताएँ किसी और दिशा में हैं। pic.twitter.com/2OylP2ncJ6

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরসঙ্গে বেশ কয়েকটি সংবাদমাধ্য়মে প্রকাশিত খবরের কিছু অংশ শেয়ার করেন ৷ সেখানে করোনা চিকিৎসার অব্য়বস্থার ছবি তুলে ধরা হয়েছে ৷

এর আগেও বেশ কয়েকবার করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্য়র্থতার অভিযোগ তুলে ধরেছেন রাহুল গান্ধি ৷ এবার লকডাউন প্রসঙ্গ উঠে এল তাঁর টুইটে ৷

নয়াদিল্লি, 4 মে : এবার লকডাউনের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এবিষয়ে আজ তিনি একটি টুইট করেন ৷ সেখানে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন ৷

আজ টুইটে রাহুল গান্ধি লিখেছেন, "এই মুহূর্তে আমি লকডাউন চাই ৷ কারণ করোনা মোকাবিলার জন্য় কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের ৷ উল্টে তারা করোনা ভাইরাসকে সাহায্য় করছে যাতে তা আরও ছড়িয়ে পড়ে ৷ এবং তা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে করোনাকে রোখার কোনও পথই নেই ৷ " পাশাপাশি দেশের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে বলেও নিজের টুইটার হ্য়ান্ডেলে লেখেন তিনি ৷

  • I just want to make it clear that a lockdown is now the only option because of a complete lack of strategy by GOI.

    They allowed, rather, they actively helped the virus reach this stage where there’s no other way to stop it.

    A crime has been committed against India.

    — Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন- বিহারে 15 মে পর্যন্ত লকডাউন, ঘোষণা নীতীশ কুমারের

একই সুরে সুর মিলিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢড়া ৷ তিনিও আজ একটি এবিষয়ে টুইট করেন ৷ প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘দেশের মানুষ অক্সিজেন পাচ্ছেন না ৷ বেড পাচ্ছেন না ৷ ওষুধ পাচ্ছেন না ৷ কেন্দ্রীয় সরকারের উচিত এখন সর্বশক্তি দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষা করা ৷ 13 হাজার কোটি টাকা দিয়ে দিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি না করে সেই টাকা কোভিড চিকিৎসায় লাগানো উচিত ৷’’

  • जब देश के लोग ऑक्सीजन, वैक्सीन, हॉस्पिटल बेड, दवाओं की कमी से जूझ रहे हैं तब सरकार 13000 करोड़ से पीएम का नया घर बनवाने की बजाए सारे संसाधन लोगों की जान बचाने के काम में डाले तो बेहतर होगा। इस तरह के खर्चों से पब्लिक को मैसेज जाता है कि सरकार की प्राथमिकताएँ किसी और दिशा में हैं। pic.twitter.com/2OylP2ncJ6

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরসঙ্গে বেশ কয়েকটি সংবাদমাধ্য়মে প্রকাশিত খবরের কিছু অংশ শেয়ার করেন ৷ সেখানে করোনা চিকিৎসার অব্য়বস্থার ছবি তুলে ধরা হয়েছে ৷

এর আগেও বেশ কয়েকবার করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্য়র্থতার অভিযোগ তুলে ধরেছেন রাহুল গান্ধি ৷ এবার লকডাউন প্রসঙ্গ উঠে এল তাঁর টুইটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.