ETV Bharat / bharat

Rahul Slams Modi : ধনী-গরিবের জন্য দু’টো আলাদা ভারত তৈরিই মোদির গুজরাত মডেল, আক্রমণ রাহুলের - গুজরাতে বিধানসভা নির্বাচন

আদিবাসীদের নিয়ে একটি সমাবেশ মঙ্গলবার কংগ্রেসের তরফে গুজরাতে আয়োজন করা হয়েছিল (Tribal Rally of Congress at Gujarat) ৷ সেখানে দলের নেতা রাহুল গান্ধি সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

rahul slams pm modi on poor rich people issue
Rahul Slams Modi : গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবেও ধনী-গরিবের বিভেদ করেছেন মোদি, আক্রমণ রাহুলের
author img

By

Published : May 10, 2022, 2:07 PM IST

দাহোদ (গুজরাত), 10 মে : ফের রাহুল গান্ধির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গুজরাতে দাঁড়িয়ে এই কংগ্রেস নেতা সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর ৷ রাহুলের দাবি, প্রধানমন্ত্রী হিসেবে মোদি সেটাই করছেন, যা গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে করেছিলেন ৷

বিজেপি ও মোদির গুণগ্রাহীদের মুখে যদিও একই কথা বারবার শোনা যায় ৷ তবে সেটা অবশ্যই প্রশংসাসূচক ৷ আর রাহুল যে তা করবেন না, সেটা বলাই বাহুল্য ৷ ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ ও ধনীদের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন ৷ এখন প্রধানমন্ত্রী হিসেবেও মোদি সেটাই করছেন (Rahul Slams PM Modi on poor Rich people Issue) ৷

মঙ্গলবার গুজরাতে দলের এক কর্মসূচিতে যোগদান করেন রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকেই তিনি গুজরাতের ভূমিপুত্র মোদিকে আক্রমণ করেন ৷ তাঁর আরও দাবি, এটাকেই মোদি গুজরাত মডেল বলে উল্লেখ করেন ৷ এই মডেলে বিভিন্ন শিল্পপতি, আমলা, যাঁদের হাতে ক্ষমতা আছে, তাঁরা আরও বিত্তশালী হয়ে ওঠেন ৷ জল, জমি ও বনের মতো গরিবদের সম্পদকে ধনীদের হাতে তুলে দেন মোদি ৷

গুজরাতের দাহোদে এদিনের সমাবেশের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে ৷ এই সমাবেশ আদিবাসীদের জন্য আয়োজন করা হয় ৷ তাই রাহুল আদিবাসীদের অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন ৷ পাশাপাশি তিনি দাবি করেন, গুজরাতে এবার কংগ্রেসই সরকার গড়বে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) ৷ সেই নির্বাচনের জন্য লড়াই এখন থেকে শুরু হয়ে গিয়েছে ৷ গত মার্চে পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই নরেন্দ্র মোদি গুজরাতে গিয়ে কার্যত ভোটের প্রচার শুরু করে দেন ৷ তার পর একে একে অন্য দলগুলিও ঘর গোছানোর কাজ শুরু করেছে ৷

2017 সালে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই হয়েছিল গুজরাতে ৷ এবার অবশ্য ইতিমধ্যে আম আদমি পার্টি ময়দানে নেমে পড়েছে ৷ তাই এবারের লড়াই কংগ্রেসের জন্য আরও কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

তা বুঝতে পেরেই এখন থেকে রাহুল প্রধানমন্ত্রীকে নিশানা করতে শুরু করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক ৷ তাঁদের ব্যাখ্যা, মোদি গুজরাতে 13 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন ৷ প্রধানমন্ত্রী হওয়ার পরও গুজরাতের গেরুয়া রাজনীতিতে তাঁর ভাবমূর্তি অটুট ৷ তাঁকে সামনে রেখেই 2014-র পর থেকে প্রতিটি নির্বাচনী বৈতরণী পার করেছে বিজেপি ৷ সেই কারণেই রাহুলও শুরুতে মোদির ভাবমূর্তিতে আঘাত করতে চেয়েছেন ৷

যদিও মোদি ধনী-গরিবের মধ্যে ভেদাভেদ আরও বৃদ্ধি করছেন, এমন অভিযোগ রাহুল আগেও তুলছেন ৷ কিন্তু সেই অভিযোগ ভোটারদের মনে জায়গা করে নিয়েছে কি ? তাঁরা কি গান্ধি পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে একমত ? ভোটের ফলে অবশ্য এই প্রশ্নের উত্তর নেতিবাচকই মিলছে প্রতিবার ৷

তাই গুজরাতের মানুষ কি রাহুলকে ভরসা করবেন ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 2022 সালের শেষ পর্যন্ত ৷

আরও পড়ুন : Priyanka Gandhi on Lakhimpur : লখিমপুরের কৃষকদের পাশে না-দাঁড়িয়ে নিজেদের মন্ত্রীকেই সমর্থন করছে কেন্দ্র: প্রিয়াঙ্কা

দাহোদ (গুজরাত), 10 মে : ফের রাহুল গান্ধির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গুজরাতে দাঁড়িয়ে এই কংগ্রেস নেতা সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর ৷ রাহুলের দাবি, প্রধানমন্ত্রী হিসেবে মোদি সেটাই করছেন, যা গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে করেছিলেন ৷

বিজেপি ও মোদির গুণগ্রাহীদের মুখে যদিও একই কথা বারবার শোনা যায় ৷ তবে সেটা অবশ্যই প্রশংসাসূচক ৷ আর রাহুল যে তা করবেন না, সেটা বলাই বাহুল্য ৷ ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ ও ধনীদের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন ৷ এখন প্রধানমন্ত্রী হিসেবেও মোদি সেটাই করছেন (Rahul Slams PM Modi on poor Rich people Issue) ৷

মঙ্গলবার গুজরাতে দলের এক কর্মসূচিতে যোগদান করেন রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকেই তিনি গুজরাতের ভূমিপুত্র মোদিকে আক্রমণ করেন ৷ তাঁর আরও দাবি, এটাকেই মোদি গুজরাত মডেল বলে উল্লেখ করেন ৷ এই মডেলে বিভিন্ন শিল্পপতি, আমলা, যাঁদের হাতে ক্ষমতা আছে, তাঁরা আরও বিত্তশালী হয়ে ওঠেন ৷ জল, জমি ও বনের মতো গরিবদের সম্পদকে ধনীদের হাতে তুলে দেন মোদি ৷

গুজরাতের দাহোদে এদিনের সমাবেশের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে ৷ এই সমাবেশ আদিবাসীদের জন্য আয়োজন করা হয় ৷ তাই রাহুল আদিবাসীদের অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন ৷ পাশাপাশি তিনি দাবি করেন, গুজরাতে এবার কংগ্রেসই সরকার গড়বে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) ৷ সেই নির্বাচনের জন্য লড়াই এখন থেকে শুরু হয়ে গিয়েছে ৷ গত মার্চে পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই নরেন্দ্র মোদি গুজরাতে গিয়ে কার্যত ভোটের প্রচার শুরু করে দেন ৷ তার পর একে একে অন্য দলগুলিও ঘর গোছানোর কাজ শুরু করেছে ৷

2017 সালে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই হয়েছিল গুজরাতে ৷ এবার অবশ্য ইতিমধ্যে আম আদমি পার্টি ময়দানে নেমে পড়েছে ৷ তাই এবারের লড়াই কংগ্রেসের জন্য আরও কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

তা বুঝতে পেরেই এখন থেকে রাহুল প্রধানমন্ত্রীকে নিশানা করতে শুরু করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক ৷ তাঁদের ব্যাখ্যা, মোদি গুজরাতে 13 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন ৷ প্রধানমন্ত্রী হওয়ার পরও গুজরাতের গেরুয়া রাজনীতিতে তাঁর ভাবমূর্তি অটুট ৷ তাঁকে সামনে রেখেই 2014-র পর থেকে প্রতিটি নির্বাচনী বৈতরণী পার করেছে বিজেপি ৷ সেই কারণেই রাহুলও শুরুতে মোদির ভাবমূর্তিতে আঘাত করতে চেয়েছেন ৷

যদিও মোদি ধনী-গরিবের মধ্যে ভেদাভেদ আরও বৃদ্ধি করছেন, এমন অভিযোগ রাহুল আগেও তুলছেন ৷ কিন্তু সেই অভিযোগ ভোটারদের মনে জায়গা করে নিয়েছে কি ? তাঁরা কি গান্ধি পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে একমত ? ভোটের ফলে অবশ্য এই প্রশ্নের উত্তর নেতিবাচকই মিলছে প্রতিবার ৷

তাই গুজরাতের মানুষ কি রাহুলকে ভরসা করবেন ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 2022 সালের শেষ পর্যন্ত ৷

আরও পড়ুন : Priyanka Gandhi on Lakhimpur : লখিমপুরের কৃষকদের পাশে না-দাঁড়িয়ে নিজেদের মন্ত্রীকেই সমর্থন করছে কেন্দ্র: প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.