ঝাজ্জার (হরিয়ানা), 27 ডিসেম্বর: বুধবার সকালে হঠাৎই ঝাজ্জার জেলার ছারা গ্রামের বীরেন্দ্র আর্য আখড়ায় পৌঁছে গেলেন সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে কুস্তিগীরদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন কংগ্রেস নেতা ৷ উল্লেখ্য, বীরেন্দ্র আর্য আখড়ার ছাত্র অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া ৷ তিনিও সেই সময় আখাড়ায় অনুশীলন করছিলেন ৷ ছিলেন কোচ বীরেন্দ্র আর্য নিজেও ৷ তবে, রাহুলের হঠাৎই কুস্তির আখাড়ায় পৌঁছে যাওয়ায় সরাসরি রাজনৈতিক সমীকরণ দেখছে ওয়াকিবহালমহল ৷
রাহুলের আখাড়ায় পৌঁছানো নিয়ে বজরং পুনিয়া বলেন, "তিনি এখানে এসেছিলেন আমাদের কুস্তির রুটিন এবং পদ্ধতি দেখতে ৷ উনি নিজেও আগে কুস্তি করতেন ৷ তাই এখানে কুস্তিগীরদের রোজকার রুটিন সম্পর্কে জানতে এসেছিলেন ৷" আবার বজরং পুনিয়ার কোচ বীরেন্দ্র আর্য দাবি করেছেন, তিনি বা তাঁর আখাড়ার কেউই কংগ্রেস সাংসদের আসা নিয়ে আগাম কিছু জানতে না ৷ তাঁর কথায়, "আমাদের কেউ জানায়নি যে রাহুল গান্ধি এখানে আসবেন ৷ আমরা এখানে অনুশীলন করছিলাম এবং উনি হঠাৎই এসে উপস্থিত হন ৷ তাঁর খেলা সম্পর্কে অনেক ধারণা রয়েছে ৷ উনি আমাদের সঙ্গে শরীরচর্চা করলেন ৷"
তবে রাজনৈতিক মহল মনে করে রাহুল গান্ধি শুধুই কুস্তিগীরদের রুটিন এবং খেলার প্রতি ভালোবাসা থেকে সেখানে যাননি। কারণ, সাম্প্রতিক সময়ে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংয়ের নির্বাচন হওয়া ঘিরে নতুন করে জলঘোলা হয়েছে ৷ তিনি ব্রীজ ভূষণ শরণ সিংয়ে অনুগামী হিসেবে পরিচিত ৷ যদিও, কুস্তি ফেডারেশনের নিয়ম ভাঙায় সাসপেন্ড করা হয়েছে সঞ্জয় সিংয়ের বোর্ডকে ৷ কিন্তু, ফেডারেশনের নির্বাচনের পরেই সাক্ষী মালিকের কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন। বজরং পুনিয়ার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। এরপর গতকাল বীনেশ ফোগতও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন ৷ সবমিলিয়ে পরিস্থিতি বেশ জটিল।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাংশ কুস্তিগীরদের ফেডারেশন নিয়ে যে দ্বন্দ্ব চলছে, তারই কি ফায়দা নিতে হরিয়ানায় পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধি ? এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক ৷ কিন্তু, বীরেন্দ্র আর্য স্পষ্ট জানিয়ে দিলেন রাহুল গান্ধি আমাদের সমস্যার সমাধান করতে পারবেন না ৷ কারণ, তিনি বা তাঁর দল ক্ষমতায় নেই ৷ বীরেন্দ্র আর্যের বক্তব্য, "জাতীয় টুর্নামেন্ট অবশ্যই হবে ৷ উনি (রাহুল গান্ধি) এই বিষয়টিকে হাতে নিয়ে কী করবেন ? তিনি কী করতে পারবেন ? পারলে, একমাত্র সরকারই কিছু করতে পারে ৷" উল্লেখ্য, সাক্ষী মালিক প্রতিবাদ জানিয়েছে কুস্তি ছেড়ে দেওয়ার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা তাঁর বাড়ি গিয়েছিলেন ৷ এবার রাহুল পৌঁছে গেলেন হরিয়ানার সেই আখাড়াতে যেখান থেকে ভারতের একাধিক অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর উঠে এসেছেন ৷
আরও পড়ুন: