ETV Bharat / bharat

Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের - চিন

গত বছরের মাঝামাঝি সময় থেকে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ ফের শুরু হয়েছে ৷ এই নিয়ে এর আগে বহুবার রাহুল আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারকে ৷

rahul gandhi slams modi government on china security strategy
Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের
author img

By

Published : Nov 12, 2021, 3:41 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর : চিন ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিস্টার 56’ বলেও কটাক্ষ করেছেন তিনি ৷

শুক্রবার তিনি অভিযোগ করেন, চিনের সঙ্গে সীমান্ত বিবাদে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই সমঝোতাকে তিনি ক্ষমার অযোগ্য বলেও ব্যাখ্যা করেছেন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

তাঁর দাবি, বিদেশমন্ত্রক ও চিফ ডিফেন্স স্টাফের মধ্যে চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন মত রয়েছে ৷ এই নিয়ে তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরেরও উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, চিনের সীমান্ত সমস্যা মেটানো নিয়ে ভারত সরকারের কোনও কৌশল ছিল না ৷ মিস্টার 56 ভয় পেয়েছিলেন ৷ তাই ক্ষমাহীনভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা হয়েছে ৷

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ ফের মাথাচাড়া দেয় ৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের সঙ্গে দ্বন্দ্বের নতুন ছ’টি জায়গা তৈরি হয় ৷ এই নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক মাস উত্তেজনা ছিল ৷

আরও পড়ুন : J&K Militants Killed : জঙ্গি দমনে বড় সাফল্য, উপত্যকায় নিহত তিন সন্ত্রাসবাদী

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয় ৷ তাতে 20 জন ভারতীয় জওয়ান শহিদ ৷ চিনেরও অনেকে মারা যান ৷ কিন্তু সঠিক সংখ্যা চিন প্রকাশ করেনি ৷ এর পর সমস্যা মেটাতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে ৷ বহুবার বৈঠক হয়েছে ৷ বেশ কয়েকটি জায়গা থেকে সেনাও সরানো হয়েছে দুই পক্ষের তরফে ৷

নয়াদিল্লি, 12 নভেম্বর : চিন ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিস্টার 56’ বলেও কটাক্ষ করেছেন তিনি ৷

শুক্রবার তিনি অভিযোগ করেন, চিনের সঙ্গে সীমান্ত বিবাদে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই সমঝোতাকে তিনি ক্ষমার অযোগ্য বলেও ব্যাখ্যা করেছেন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

তাঁর দাবি, বিদেশমন্ত্রক ও চিফ ডিফেন্স স্টাফের মধ্যে চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন মত রয়েছে ৷ এই নিয়ে তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরেরও উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, চিনের সীমান্ত সমস্যা মেটানো নিয়ে ভারত সরকারের কোনও কৌশল ছিল না ৷ মিস্টার 56 ভয় পেয়েছিলেন ৷ তাই ক্ষমাহীনভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা হয়েছে ৷

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ ফের মাথাচাড়া দেয় ৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের সঙ্গে দ্বন্দ্বের নতুন ছ’টি জায়গা তৈরি হয় ৷ এই নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক মাস উত্তেজনা ছিল ৷

আরও পড়ুন : J&K Militants Killed : জঙ্গি দমনে বড় সাফল্য, উপত্যকায় নিহত তিন সন্ত্রাসবাদী

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয় ৷ তাতে 20 জন ভারতীয় জওয়ান শহিদ ৷ চিনেরও অনেকে মারা যান ৷ কিন্তু সঠিক সংখ্যা চিন প্রকাশ করেনি ৷ এর পর সমস্যা মেটাতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে ৷ বহুবার বৈঠক হয়েছে ৷ বেশ কয়েকটি জায়গা থেকে সেনাও সরানো হয়েছে দুই পক্ষের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.