নয়াদিল্লি, 23 এপ্রিল : অক্সিজেন ও আইসিইউ শয্যার অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীদের ৷ ভারতের সরকারকে এর দায় নিতে হবে, টুইট করলেন রাহুল গান্ধি ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 2 হাজার 263 জনের ৷ এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই এদিন টুইট করেন কংগ্রেস নেতা ৷
এদিন রাহুল গান্ধি টুইট করেন, "করোনার ফলে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় ৷ কিন্তু এত মৃত্যুর কারণ হাসপাতালে অক্সিজেনের ও আইসিইউ শয্যার অভাব ৷" মোদি সরকারকে রাহুলের খোঁচা, "দেশের সরকারকে এর দায় নিতে হবে ৷"
-
Corona can cause a fall in oxygen level but it’s #OxygenShortage & lack of ICU beds which is causing many deaths.
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
GOI, this is on you.
">Corona can cause a fall in oxygen level but it’s #OxygenShortage & lack of ICU beds which is causing many deaths.
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2021
GOI, this is on you.Corona can cause a fall in oxygen level but it’s #OxygenShortage & lack of ICU beds which is causing many deaths.
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2021
GOI, this is on you.
আরও পড়ুন: ভয়ংকর করোনা ! দৈনিক সংক্রমণ পৌঁছল 3.32 লাখে, মৃত আরও 2263
গত কয়েকদিন ধরে দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশে অক্সিজেনের অভাব করোনা রোগীর মৃত্যুর খবর এসেছে ৷ আজ সকালেই দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে 25 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ আরও 60 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ দীর্ঘ সময় অক্সিজেনের ঘাটতি হলে ওই রোগীদেরও মৃত্যু হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল ৷ এই অবস্থায় দেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে তথা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধি ৷