ETV Bharat / bharat

Rahul on Central PSU Jobs: বেসরকারিকরণের ষড়যন্ত্র ? রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মসংস্থান হ্রাসে কেন্দ্রকে খোঁচা রাহুলের

কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মসংস্থানের রিপোর্টের প্রেক্ষিতে কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধি ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

Rahul on Central PSU Jobs
Rahul on Central PSU Jobs
author img

By

Published : Jun 18, 2023, 11:10 AM IST

নয়াদিল্লি, 18 জুন: দেশের কর্মসংস্থান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মসংস্থান সৃষ্টি করার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ তা তো হচ্ছেই না, উলটে চাকরি খোয়াচ্ছেন বহু কর্মী ৷ এ দিকে, ক্রমে বাড়ছে ঠিকা কর্মীর সংখ্যা ৷ এ ভাবে কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে কি না, সেই প্রশ্ন তোলেন রাহুল ৷ শ্লেষের সুরে তাঁর প্রশ্ন, "এটাই অমৃতকাল ?"

রবিবার সাতসকালে একটি দীর্ঘ টুইটে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি তুলে ধরেছেন কিছু পরিসংখ্যানও ৷ রাহুল লিখেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতের গর্ব ছিল এবং কর্মসংস্থানের জন্য প্রত্যেক যুবকের স্বপ্ন ছিল । কিন্তু, সেগুলি আজ সরকারের অগ্রাধিকার নয় বলে দাবি করেন তিনি ৷

  • पीएसयू भारत की शान हुआ करते थे और रोज़गार के लिए हर युवा का सपना हुआ करते थे। मगर, आज ये सरकार की प्राथमिकता नहीं हैं।

    देश के पीएसयू में रोज़गार, 2014 में 16.9 लाख से कम हो कर 2022 में मात्र 14.6 लाख रह गए हैं। क्या एक प्रगतिशील देश में रोज़गार घटते हैं?

    BSNL में 1,81,127…

    — Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাবলিক এনটারপ্রাইসেস সার্ভের রিপোর্ট তুলে ধরে রাহুল লিখেছেন, দেশের পিএসইউ-তে কর্মসংস্থান 2014 সালে 16.9 লক্ষ থেকে 2022 সালে মাত্র 14.6 লক্ষে নেমে এসেছে । তাঁর প্রশ্ন, একটি প্রগতিশীল দেশে চাকরি কি কমে যায় ? কোন কোন সংস্থা থেকে কতজন চাকরি হারিয়েছেন সেই তথ্য তুলে ধরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি লেখেন, বিএসএনএল-এ 1,81,127 জন চাকরি হারিয়েছেন ৷ সেইলে চাকরি হারিয়েছেন 61,928 জন ৷ এমটিএনএল-এ 34,997 জন, এসইসিএল-এ 29,140 জন, এফসিআই-তে 28,063 জন ও ওএনজিসি-তে 21,120 জন চাকরি হারিয়েছেন ৷ রাহুলের দাবি, "প্রতি বছর 2 কোটি চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাকরি বাড়ানোর পরিবর্তে 2 লাখেরও বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে সরকার ৷

আরও পড়ুন: রাষ্ট্রীয় রোজগার মেলা থেকে 71 হাজার চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

কর্মীরা চাকরি খোয়ালেও চুক্তির ভিত্তিতে নিয়োগ বৃদ্ধি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তিনি লেখেন, এ সব প্রতিষ্ঠানে প্রায় দ্বিগুণ চুক্তিতে নিয়োগ হয়েছে । এরপরই কেন্দ্রের দিকে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাগা ৷ তাঁর প্রশ্ন, "চুক্তিবদ্ধ কর্মচারী বাড়ানো কি সংরক্ষণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার উপায় নয় ? এটা কি শেষ পর্যন্ত এ সব কোম্পানিকে বেসরকারিকরণের ষড়যন্ত্র ? শিল্পপতিদের ঋণ মকুব, পিএসইউ থেকে সরকারি চাকরি ছাড় ! এটা কি ধরনের অমরত্ব ? এটা যদি সত্যিই 'অমৃতকাল' হয়, তাহলে চাকরি এভাবে হারিয়ে যাচ্ছে কেন ?"

রাহুলের অভিযোগ, গুটিকয়েক পুঁজিবাদী বন্ধুর স্বার্থে লাখ লাখ তরুণের আশা চুরমার হয়ে যাওয়ায় এই সরকারের আমলে দেশ রেকর্ড বেকারত্বে ভুগছে । সনিয়া-পুত্রের দাবি, "ভারতের পিএসইউ-গুলি যদি সরকারের কাছ থেকে সঠিক পরিবেশ এবং সমর্থন পায়, তাহলে তারা অর্থনীতি ও কর্মসংস্থান উভয়ই বাড়াতে সক্ষম হবে । পিএসইউ-গুলি দেশ এবং দেশবাসীর সম্পত্তি, তাদের প্রচার করতে হবে, যাতে তারা ভারতের অগ্রগতির পথকে শক্তিশালী করতে পারে ।"

উল্লেখ্য, 2012-13 থেকে 2021-22 পর্যন্ত পাবলিক এন্টারপ্রাইসেস সার্ভের রিপোর্টের সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে, ভারতে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে ব্যাপক হারে কর্মসংস্থান কমেছে ৷ আর বেড়েছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ ৷ 2013 সালের মার্চ মাসে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মসংস্থান ছিল 17.3 লক্ষ, 2022 সালের মার্চ মাসে তা কমে হয়েছে 14.6 লক্ষ ৷

নয়াদিল্লি, 18 জুন: দেশের কর্মসংস্থান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মসংস্থান সৃষ্টি করার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ তা তো হচ্ছেই না, উলটে চাকরি খোয়াচ্ছেন বহু কর্মী ৷ এ দিকে, ক্রমে বাড়ছে ঠিকা কর্মীর সংখ্যা ৷ এ ভাবে কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে কি না, সেই প্রশ্ন তোলেন রাহুল ৷ শ্লেষের সুরে তাঁর প্রশ্ন, "এটাই অমৃতকাল ?"

রবিবার সাতসকালে একটি দীর্ঘ টুইটে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি তুলে ধরেছেন কিছু পরিসংখ্যানও ৷ রাহুল লিখেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতের গর্ব ছিল এবং কর্মসংস্থানের জন্য প্রত্যেক যুবকের স্বপ্ন ছিল । কিন্তু, সেগুলি আজ সরকারের অগ্রাধিকার নয় বলে দাবি করেন তিনি ৷

  • पीएसयू भारत की शान हुआ करते थे और रोज़गार के लिए हर युवा का सपना हुआ करते थे। मगर, आज ये सरकार की प्राथमिकता नहीं हैं।

    देश के पीएसयू में रोज़गार, 2014 में 16.9 लाख से कम हो कर 2022 में मात्र 14.6 लाख रह गए हैं। क्या एक प्रगतिशील देश में रोज़गार घटते हैं?

    BSNL में 1,81,127…

    — Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাবলিক এনটারপ্রাইসেস সার্ভের রিপোর্ট তুলে ধরে রাহুল লিখেছেন, দেশের পিএসইউ-তে কর্মসংস্থান 2014 সালে 16.9 লক্ষ থেকে 2022 সালে মাত্র 14.6 লক্ষে নেমে এসেছে । তাঁর প্রশ্ন, একটি প্রগতিশীল দেশে চাকরি কি কমে যায় ? কোন কোন সংস্থা থেকে কতজন চাকরি হারিয়েছেন সেই তথ্য তুলে ধরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি লেখেন, বিএসএনএল-এ 1,81,127 জন চাকরি হারিয়েছেন ৷ সেইলে চাকরি হারিয়েছেন 61,928 জন ৷ এমটিএনএল-এ 34,997 জন, এসইসিএল-এ 29,140 জন, এফসিআই-তে 28,063 জন ও ওএনজিসি-তে 21,120 জন চাকরি হারিয়েছেন ৷ রাহুলের দাবি, "প্রতি বছর 2 কোটি চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাকরি বাড়ানোর পরিবর্তে 2 লাখেরও বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে সরকার ৷

আরও পড়ুন: রাষ্ট্রীয় রোজগার মেলা থেকে 71 হাজার চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

কর্মীরা চাকরি খোয়ালেও চুক্তির ভিত্তিতে নিয়োগ বৃদ্ধি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তিনি লেখেন, এ সব প্রতিষ্ঠানে প্রায় দ্বিগুণ চুক্তিতে নিয়োগ হয়েছে । এরপরই কেন্দ্রের দিকে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাগা ৷ তাঁর প্রশ্ন, "চুক্তিবদ্ধ কর্মচারী বাড়ানো কি সংরক্ষণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার উপায় নয় ? এটা কি শেষ পর্যন্ত এ সব কোম্পানিকে বেসরকারিকরণের ষড়যন্ত্র ? শিল্পপতিদের ঋণ মকুব, পিএসইউ থেকে সরকারি চাকরি ছাড় ! এটা কি ধরনের অমরত্ব ? এটা যদি সত্যিই 'অমৃতকাল' হয়, তাহলে চাকরি এভাবে হারিয়ে যাচ্ছে কেন ?"

রাহুলের অভিযোগ, গুটিকয়েক পুঁজিবাদী বন্ধুর স্বার্থে লাখ লাখ তরুণের আশা চুরমার হয়ে যাওয়ায় এই সরকারের আমলে দেশ রেকর্ড বেকারত্বে ভুগছে । সনিয়া-পুত্রের দাবি, "ভারতের পিএসইউ-গুলি যদি সরকারের কাছ থেকে সঠিক পরিবেশ এবং সমর্থন পায়, তাহলে তারা অর্থনীতি ও কর্মসংস্থান উভয়ই বাড়াতে সক্ষম হবে । পিএসইউ-গুলি দেশ এবং দেশবাসীর সম্পত্তি, তাদের প্রচার করতে হবে, যাতে তারা ভারতের অগ্রগতির পথকে শক্তিশালী করতে পারে ।"

উল্লেখ্য, 2012-13 থেকে 2021-22 পর্যন্ত পাবলিক এন্টারপ্রাইসেস সার্ভের রিপোর্টের সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে, ভারতে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে ব্যাপক হারে কর্মসংস্থান কমেছে ৷ আর বেড়েছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ ৷ 2013 সালের মার্চ মাসে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মসংস্থান ছিল 17.3 লক্ষ, 2022 সালের মার্চ মাসে তা কমে হয়েছে 14.6 লক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.