ETV Bharat / bharat

পঞ্জাব নিয়ে রাহুল গান্ধিকে পাল্টা বিঁধলেন প্রকাশ জাভড়েকর - কোভ্যাকসিন

পঞ্জাব সরকারের অজরাকতা নিয়ে রাহুল গান্ধিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷ ভ্যাকসিন নিয়ে পঞ্জাব সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷ 400 টাকায় ভ্যাকসিন কিনে তা বেসরকারি হাসপাতালে বিক্রি করা নিয়েও সরব হয়েছেন জাভড়েকর ৷

rahul-gandhi-should-look-after-congress-ruled-states-first-before-giving-lectures-to-others-javadekar
অন্যদের জ্ঞান দেওয়ার আগে, রাহুল গান্ধি কংগ্রেস শাসিত রাজ্যে নজর দিক : প্রকাশ জাভড়েকর
author img

By

Published : Jun 4, 2021, 6:27 PM IST

নয়াদিল্লি, 4 জুন : অন্যদের জ্ঞান বিতরণে আগে, রাহুল গান্ধির আগে কংগ্রেস শাসিত রাজ্যে নজর দেওয়া উচিত ৷ এভাবেই রাহুল গান্ধিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর ৷ প্রসঙ্গত, পঞ্জাবে ভ্যাকসিনেশনের সমস্যা তো রয়েছেই ৷ এবার পঞ্জাব সরকার ও প্রদেশ কংগ্রেসের মধ্যে মতানৈক্যে শুরু হয়েছে ৷ যা নিয়ে গত কয়েকদিন ধরে পঞ্জাব সরকারের মন্ত্রীরা দিল্লিতে রয়েছেন ৷ সেই নিয়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিশানা করেছেন প্রকাশ জাভড়েকর ৷

সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘অন্যকে জ্ঞান দেওয়ার আগে, রাহুল গান্ধির সবার আগে নিজেদের রাজ্যে (কংগ্রেস শাসিত) নজর দেওয়া উচিত ৷ পঞ্জাব সরকার 1.40 লক্ষের বেশি কোভ্যাকসিনের ডোজ 400 টাকা করে কিনেছে ৷ আর সেই ভ্যাকসিন 20টি বেসরকারি হাসপাতালকে 1000 টাকা করে বিক্রি করেছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র প্রতিটি রাজ্যকে মোট 22 কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে ৷’’ তবে রাজ্য় সরকারগুলি প্রথমে দাবি করেছিল, ভ্যাকসিন বিকেন্দ্রীকরণ করা হোক ৷ রাজ্যগুলির দাবি মেনে কেন্দ্র করোনার ভ্যাকসিন বিকেন্দ্রীকরণ করে দেয় ৷ আর এখন সবাই ফের ভ্যাকসিনের সরবরাহ কেন্দ্রের মাধ্যমে করতে বলছে ৷

আরও পড়ুন : সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

অন্যদিকে, পঞ্জাব প্রশাসনকে একহাত নিয়ে জাভড়েকর বলেন, ‘‘পঞ্জাবে করোনার খারাপ প্রভাব পড়েছে ৷ সেখানে ভ্যাকসিনেশন ঠিক মতো হচ্ছে না ৷ গত ছ’মাস ধরে সেখানকার সরকারের ভিতরে অন্তর্দ্বন্দ্ব চলছে ৷ গত 3-4 দিন ধরে গোটা পঞ্জাব সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতারা দিল্লিতে পড়ে রয়েছেন ৷ তাহলে পঞ্জাবকে কারা চালাচ্ছে ? এমনকি করোনার ভ্যাকসিনেও পঞ্জাব সরকার মুনাফা করতে চাইছে ৷’’ কী ধরণের গণপরিষেবা চলছে এগুলো, প্রশ্ন জাভড়েকরের ৷

নয়াদিল্লি, 4 জুন : অন্যদের জ্ঞান বিতরণে আগে, রাহুল গান্ধির আগে কংগ্রেস শাসিত রাজ্যে নজর দেওয়া উচিত ৷ এভাবেই রাহুল গান্ধিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর ৷ প্রসঙ্গত, পঞ্জাবে ভ্যাকসিনেশনের সমস্যা তো রয়েছেই ৷ এবার পঞ্জাব সরকার ও প্রদেশ কংগ্রেসের মধ্যে মতানৈক্যে শুরু হয়েছে ৷ যা নিয়ে গত কয়েকদিন ধরে পঞ্জাব সরকারের মন্ত্রীরা দিল্লিতে রয়েছেন ৷ সেই নিয়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিশানা করেছেন প্রকাশ জাভড়েকর ৷

সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘অন্যকে জ্ঞান দেওয়ার আগে, রাহুল গান্ধির সবার আগে নিজেদের রাজ্যে (কংগ্রেস শাসিত) নজর দেওয়া উচিত ৷ পঞ্জাব সরকার 1.40 লক্ষের বেশি কোভ্যাকসিনের ডোজ 400 টাকা করে কিনেছে ৷ আর সেই ভ্যাকসিন 20টি বেসরকারি হাসপাতালকে 1000 টাকা করে বিক্রি করেছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র প্রতিটি রাজ্যকে মোট 22 কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে ৷’’ তবে রাজ্য় সরকারগুলি প্রথমে দাবি করেছিল, ভ্যাকসিন বিকেন্দ্রীকরণ করা হোক ৷ রাজ্যগুলির দাবি মেনে কেন্দ্র করোনার ভ্যাকসিন বিকেন্দ্রীকরণ করে দেয় ৷ আর এখন সবাই ফের ভ্যাকসিনের সরবরাহ কেন্দ্রের মাধ্যমে করতে বলছে ৷

আরও পড়ুন : সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

অন্যদিকে, পঞ্জাব প্রশাসনকে একহাত নিয়ে জাভড়েকর বলেন, ‘‘পঞ্জাবে করোনার খারাপ প্রভাব পড়েছে ৷ সেখানে ভ্যাকসিনেশন ঠিক মতো হচ্ছে না ৷ গত ছ’মাস ধরে সেখানকার সরকারের ভিতরে অন্তর্দ্বন্দ্ব চলছে ৷ গত 3-4 দিন ধরে গোটা পঞ্জাব সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতারা দিল্লিতে পড়ে রয়েছেন ৷ তাহলে পঞ্জাবকে কারা চালাচ্ছে ? এমনকি করোনার ভ্যাকসিনেও পঞ্জাব সরকার মুনাফা করতে চাইছে ৷’’ কী ধরণের গণপরিষেবা চলছে এগুলো, প্রশ্ন জাভড়েকরের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.