ETV Bharat / bharat

Rahul Gandhi: ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Rahul Gandhi on Unity of INDIA Bloc: মুম্বইয়ে শুক্রবার বসেছিল ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক ৷ সেই বৈঠকের পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি দাবি করেন, এই জোটের সব দল এক হলে 2024 সালে বিজেপির পক্ষে জয় অসম্ভব হবে ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 6:58 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: ‘ইন্ডিয়া’ জোটের সব দল যদি একত্রিত হয়, তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে জেতা অসম্ভব ৷ শুক্রবার এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার থেকে দু’দিনের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বসেছিল মুম্বইতে ৷ সেই বৈঠক শেষে এই কথা বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ একই সঙ্গে এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, ‘ইন্ডিয়া’ জোট ভারতের জনসংখ্যার 60 শতাংশের প্রতিনিধিত্ব করে ৷ তাই এই জোটের দলগুলি এক হলে বিজেপি হেরে যাবে ৷

রাহুল গান্ধি বলেন, "এই পর্যায়ে (ইন্ডিয়া জোট) ভারতের জনসংখ্যার 60 শতাংশ প্রতিনিধিত্ব করছে । রাজ্যের দলগুলি যদি একত্রিত হয়, তবে বিজেপির পক্ষে জয়ী হওয়া অসম্ভব । তাই আসল কাজ হল সবচেয়ে কার্যকর উপায়ে একত্রিত হওয়া ।"

এ দিনের বৈঠক সম্পর্কে তিনি জানান যে জোটের তরফে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কী সেই দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ এই নিয়ে তিনি বলেন, "একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ত্বরান্বিত করার সিদ্ধান্ত হয়েছে ৷ যা ইন্ডিয়া জোট বিজেপিকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় দু’টি পদক্ষেপ ।" একই সঙ্গে তিনি জানান যে আগের দু’টি বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি পরস্পরের সঙ্গে সমঝোতা গড়ে তুলেছে ৷ আর এক সঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করেছে ৷

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত জানান, বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং চারটি প্রধান কমিটি গঠন করা হয়েছে । এছাড়া একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটিতে 14 জন থাকছেন ৷ 13 জনের নাম এ দিন ঘোষণা করা হয়েছে ৷ সিপিএমের সদস্য়ের নাম এখনও ঘোষণা করা হয়নি ৷

যে 13 জন রয়েছেন ওই কো-অর্ডিনেশন কমিটিতে, তাঁরা হলেন - কেসি বেণুগোপাল (কংগ্রেস), শরদ পাওয়ার (এনসিপি), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমএম), সঞ্জয় রাউত (শিবসেনা-ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), রাঘব চাড্ডা (আপ), জাভেদ আলি খান (সপা), লালন সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (ন্য়াশনাল কনফারেন্স) ও মেহবুবা মুফতি (পিডিপি) ৷

এছাড়া বৈঠকে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয় বলে খবর ৷ যতটা সম্ভব আসন সমঝোতা করতে হবে বলে আপাতত ঠিক হয়েছে ৷ তবে এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে ৷ হয়তো পরবর্তী বৈঠকে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৷ কিন্তু চতুর্থ বৈঠক কবে হবে, তা এ দিন জানানো হয়নি ৷

আরও পড়ুন: গঠিত 'ইন্ডিয়া' জোটের 14 সদস্যের সমন্বয় কমিটি, রয়েছেন অভিষেক

বিরোধী জোটের প্রথম বৈঠক হয় গত 23 জুন ৷ ওই বৈঠক বসেছিলে বিহারের পটনায় ৷ সেখানেই দ্বিতীয় বৈঠকের বিষয়ে জানানো হয় ৷ স্থান নির্ধারণ না হলেও জুলাই মাসে বৈঠক হবে বলে জানানো হয় ৷ 17-18 জুলাই বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক ৷ সেখানে বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ করা হবে বলে ঠিক হয় ৷ সেই বৈঠকের পর জানানো হয় যে তৃতীয় বৈঠক হবে মুম্বইতে ৷ সময়ও অগস্ট বলা হয়েছিল ৷ সেই মতো অগস্টের শেষদিন ও সেপ্টেম্বরের প্রথমদিন এই বৈঠক হল বাণিজ্যনগরীতে ৷ এখন দেখার এই বিরোধী জোট কোন শহরে এবং কবে চতুর্থ বৈঠকে বসে !

সংবাদসংস্থা -এএনআই

মুম্বই, 1 সেপ্টেম্বর: ‘ইন্ডিয়া’ জোটের সব দল যদি একত্রিত হয়, তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে জেতা অসম্ভব ৷ শুক্রবার এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার থেকে দু’দিনের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বসেছিল মুম্বইতে ৷ সেই বৈঠক শেষে এই কথা বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ একই সঙ্গে এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, ‘ইন্ডিয়া’ জোট ভারতের জনসংখ্যার 60 শতাংশের প্রতিনিধিত্ব করে ৷ তাই এই জোটের দলগুলি এক হলে বিজেপি হেরে যাবে ৷

রাহুল গান্ধি বলেন, "এই পর্যায়ে (ইন্ডিয়া জোট) ভারতের জনসংখ্যার 60 শতাংশ প্রতিনিধিত্ব করছে । রাজ্যের দলগুলি যদি একত্রিত হয়, তবে বিজেপির পক্ষে জয়ী হওয়া অসম্ভব । তাই আসল কাজ হল সবচেয়ে কার্যকর উপায়ে একত্রিত হওয়া ।"

এ দিনের বৈঠক সম্পর্কে তিনি জানান যে জোটের তরফে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কী সেই দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ এই নিয়ে তিনি বলেন, "একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ত্বরান্বিত করার সিদ্ধান্ত হয়েছে ৷ যা ইন্ডিয়া জোট বিজেপিকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় দু’টি পদক্ষেপ ।" একই সঙ্গে তিনি জানান যে আগের দু’টি বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি পরস্পরের সঙ্গে সমঝোতা গড়ে তুলেছে ৷ আর এক সঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করেছে ৷

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত জানান, বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং চারটি প্রধান কমিটি গঠন করা হয়েছে । এছাড়া একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটিতে 14 জন থাকছেন ৷ 13 জনের নাম এ দিন ঘোষণা করা হয়েছে ৷ সিপিএমের সদস্য়ের নাম এখনও ঘোষণা করা হয়নি ৷

যে 13 জন রয়েছেন ওই কো-অর্ডিনেশন কমিটিতে, তাঁরা হলেন - কেসি বেণুগোপাল (কংগ্রেস), শরদ পাওয়ার (এনসিপি), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমএম), সঞ্জয় রাউত (শিবসেনা-ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), রাঘব চাড্ডা (আপ), জাভেদ আলি খান (সপা), লালন সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (ন্য়াশনাল কনফারেন্স) ও মেহবুবা মুফতি (পিডিপি) ৷

এছাড়া বৈঠকে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয় বলে খবর ৷ যতটা সম্ভব আসন সমঝোতা করতে হবে বলে আপাতত ঠিক হয়েছে ৷ তবে এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে ৷ হয়তো পরবর্তী বৈঠকে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৷ কিন্তু চতুর্থ বৈঠক কবে হবে, তা এ দিন জানানো হয়নি ৷

আরও পড়ুন: গঠিত 'ইন্ডিয়া' জোটের 14 সদস্যের সমন্বয় কমিটি, রয়েছেন অভিষেক

বিরোধী জোটের প্রথম বৈঠক হয় গত 23 জুন ৷ ওই বৈঠক বসেছিলে বিহারের পটনায় ৷ সেখানেই দ্বিতীয় বৈঠকের বিষয়ে জানানো হয় ৷ স্থান নির্ধারণ না হলেও জুলাই মাসে বৈঠক হবে বলে জানানো হয় ৷ 17-18 জুলাই বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক ৷ সেখানে বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ করা হবে বলে ঠিক হয় ৷ সেই বৈঠকের পর জানানো হয় যে তৃতীয় বৈঠক হবে মুম্বইতে ৷ সময়ও অগস্ট বলা হয়েছিল ৷ সেই মতো অগস্টের শেষদিন ও সেপ্টেম্বরের প্রথমদিন এই বৈঠক হল বাণিজ্যনগরীতে ৷ এখন দেখার এই বিরোধী জোট কোন শহরে এবং কবে চতুর্থ বৈঠকে বসে !

সংবাদসংস্থা -এএনআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.