ETV Bharat / bharat

Rahul Gandhi: নতুন সাধারণ পাসপোর্ট পেলেন রাহুল, সোমবার যাচ্ছেন আমেরিকা - নো অবজেকশন

দিল্লির আদালত নো অবজেকশন দেওয়ার পর একটি নতুন সাধারণ পাসপোর্ট পেলেন রাহুল গান্ধি ৷ সোমবার তিনি যাবেন আমেরিকা সফরে ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : May 28, 2023, 5:06 PM IST

নয়াদিল্লি, 28 মে: একটি নতুন সাধারণ পাসপোর্ট পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে আপত্তি নেই বলে জানিয়েছিল স্থানীয় এক আদালত ৷ তার দুদিনের মধ্যেই অর্থাৎ রবিবার নতুন সাধারণ পাসপোর্ট হাতে পেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ সূত্রের দাবি, পাসপোর্ট অফিস সকালে তাঁকে আশ্বাস দিয়েছিল যে, রবিবারই তাঁকে পাসপোর্ট দেওয়া হবে ৷ বিকেল না হতেই সেই পাসপোর্ট পেয়ে গেলেন রাগা ৷

সোমবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাচ্ছেন রাহুল গান্ধি ৷ সেখান থেকে তিনি তিনটি শহরে সফর শুরু করবেন । সংসদ সদস্য থাকাকালে তাঁকে দেওয়া পুরনো কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রাহুল । মোদি উপাধি নিয়ে মন্তব্যের জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে গুজরাতের একটি আদালত ৷ তাঁকে দুই বছরের সাজা দেওয়ার পর সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছে তাঁর ৷

সান ফ্রান্সিসকো থেকে তিন শহরের সফর শুরু করবেন রাহুল গান্ধি ৷ সান ফ্রান্সিস্কোর মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি ৷ এছাড়াও একটি সংবাদ সম্মেলনও করবেন কংগ্রেস নেতা এবং ওয়াশিংটন ডিসিতে আইন প্রণেতা এবং থিঙ্ক ট্যাংকের সঙ্গে তিনি বৈঠকও করবেন ।

কংগ্রেস নেতা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরে ভারতীয় আমেরিকানদের উদ্দেশে ভাষণ দেবেন, আইন প্রণেতাদের সঙ্গে দেখা করবেন এবং থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ওয়াল স্ট্রিট এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন । তিনি 4 জুন নিউইয়র্কে একটি বিশাল জনসমাবেশের মাধ্যমে তাঁর এই সফর শেষ করবেন । নিউইয়র্কের জাভিটস সেন্টারে এই জনসমাবেশ করবেন তিনি ৷

একটি 'সাধারণ পাসপোর্ট'-এর মেয়াদকাল হয় 10 বছর ৷ কিন্তু বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর আপত্তির কারণে 3 বছরের মেয়াদকালে রাহুলকে সাধারণ পাসপোর্ট জারিতে শুক্রবার নো অবজেকশন দেয় দিল্লির আদালত ৷ কোর্ট জানিয়ে দেয়, এ ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই ৷ আদালত উল্লেখ করেছে যে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ক্রস এক্স্যামিনেশন এখনও বাকি আছে এবং রাহুল নিয়মিত ব্যক্তিগতভাবে বা তাঁর কৌঁসুলির মাধ্যমে হাজিরা দিচ্ছেন এবং তদন্তপ্রক্রিয়ায় বাধা বা বিলম্ব করেননি । স্বামীর অভিযোগের ভিত্তিতে করা মামলায় রাহুল গান্ধি একজন অভিযুক্ত ৷

মানহানির মামলায় সাজা পাওয়ার পর রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায়, গত 24 মার্চ কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রটি শূন্য ঘোষণা করা হয়েছিল ৷ কংগ্রেস নেতা তাঁর সাধারণ পাসপোর্সে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন মোদি, কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, 28 মে: একটি নতুন সাধারণ পাসপোর্ট পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে আপত্তি নেই বলে জানিয়েছিল স্থানীয় এক আদালত ৷ তার দুদিনের মধ্যেই অর্থাৎ রবিবার নতুন সাধারণ পাসপোর্ট হাতে পেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ সূত্রের দাবি, পাসপোর্ট অফিস সকালে তাঁকে আশ্বাস দিয়েছিল যে, রবিবারই তাঁকে পাসপোর্ট দেওয়া হবে ৷ বিকেল না হতেই সেই পাসপোর্ট পেয়ে গেলেন রাগা ৷

সোমবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাচ্ছেন রাহুল গান্ধি ৷ সেখান থেকে তিনি তিনটি শহরে সফর শুরু করবেন । সংসদ সদস্য থাকাকালে তাঁকে দেওয়া পুরনো কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রাহুল । মোদি উপাধি নিয়ে মন্তব্যের জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে গুজরাতের একটি আদালত ৷ তাঁকে দুই বছরের সাজা দেওয়ার পর সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছে তাঁর ৷

সান ফ্রান্সিসকো থেকে তিন শহরের সফর শুরু করবেন রাহুল গান্ধি ৷ সান ফ্রান্সিস্কোর মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি ৷ এছাড়াও একটি সংবাদ সম্মেলনও করবেন কংগ্রেস নেতা এবং ওয়াশিংটন ডিসিতে আইন প্রণেতা এবং থিঙ্ক ট্যাংকের সঙ্গে তিনি বৈঠকও করবেন ।

কংগ্রেস নেতা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরে ভারতীয় আমেরিকানদের উদ্দেশে ভাষণ দেবেন, আইন প্রণেতাদের সঙ্গে দেখা করবেন এবং থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ওয়াল স্ট্রিট এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন । তিনি 4 জুন নিউইয়র্কে একটি বিশাল জনসমাবেশের মাধ্যমে তাঁর এই সফর শেষ করবেন । নিউইয়র্কের জাভিটস সেন্টারে এই জনসমাবেশ করবেন তিনি ৷

একটি 'সাধারণ পাসপোর্ট'-এর মেয়াদকাল হয় 10 বছর ৷ কিন্তু বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর আপত্তির কারণে 3 বছরের মেয়াদকালে রাহুলকে সাধারণ পাসপোর্ট জারিতে শুক্রবার নো অবজেকশন দেয় দিল্লির আদালত ৷ কোর্ট জানিয়ে দেয়, এ ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই ৷ আদালত উল্লেখ করেছে যে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ক্রস এক্স্যামিনেশন এখনও বাকি আছে এবং রাহুল নিয়মিত ব্যক্তিগতভাবে বা তাঁর কৌঁসুলির মাধ্যমে হাজিরা দিচ্ছেন এবং তদন্তপ্রক্রিয়ায় বাধা বা বিলম্ব করেননি । স্বামীর অভিযোগের ভিত্তিতে করা মামলায় রাহুল গান্ধি একজন অভিযুক্ত ৷

মানহানির মামলায় সাজা পাওয়ার পর রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায়, গত 24 মার্চ কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রটি শূন্য ঘোষণা করা হয়েছিল ৷ কংগ্রেস নেতা তাঁর সাধারণ পাসপোর্সে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন মোদি, কটাক্ষ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.