ETV Bharat / bharat

দলের প্রতিষ্ঠা দিবসেই দেশে নেই রাহুল, কটাক্ষ বিজেপির

রবিবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা রাহুলের বিদেশযাত্রার কথাটি জানিয়েছিলেন। এদিকে সোমবার দলের প্রতিষ্ঠাতা দিবস পালনের অনুষ্ঠানে অবশ্য ভাইয়ের বিদেশ সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রিয়াঙ্কা গান্ধি।

rahul gandhi on trip to abroad, bjp criticize
প্রতিষ্ঠা দিবসে বিদেশ সফরে রাহুল, কটাক্ষ বিজেপির
author img

By

Published : Dec 28, 2020, 1:37 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর: কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই দেশে নেই রাহুল গান্ধি । তিনি এখন ব্যক্তিগত সফরে বিদেশে রয়েছেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশের 40টি কৃষক সংগঠন । কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছে কংগ্রেসও । কয়েকদিন আগে এই আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধি।

এই আন্দোলনকে সামনে রেখে ফের বিজেপি বিরোধিতায় একজোট হওয়ার চেষ্টা করছে বিরোধীরা । আর সেই পরিস্থিতিতে আচমকা রাহুলের বিদেশযাত্রা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর সদিচ্ছা নিয়েও।

রবিবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা রাহুলের বিদেশযাত্রার কথাটি জানিয়েছিলেন। এদিকে সোমবার দলের প্রতিষ্ঠাতা দিবস পালনের অনুষ্ঠানে অবশ্য ভাইয়ের বিদেশ সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রিয়াঙ্কা গান্ধি। তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "রাহুল গান্ধি তাঁর দিদিমার সঙ্গে দেখা করতে গিয়েছেন । তিনি কি ভুল করেছেন ? প্রত্যেকেরই ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার আছে।"

আরও পড়ুন: সেতুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি চতুর্থ শ্রেণির ছাত্রীর

এদিকে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেন, "কংগ্রেস এখানে তাদের 136 তম প্রতিষ্ঠা দিবস পালন করছে আর রাহুল গান্ধিই নেই।"

দিল্লি, 28 ডিসেম্বর: কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই দেশে নেই রাহুল গান্ধি । তিনি এখন ব্যক্তিগত সফরে বিদেশে রয়েছেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশের 40টি কৃষক সংগঠন । কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছে কংগ্রেসও । কয়েকদিন আগে এই আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধি।

এই আন্দোলনকে সামনে রেখে ফের বিজেপি বিরোধিতায় একজোট হওয়ার চেষ্টা করছে বিরোধীরা । আর সেই পরিস্থিতিতে আচমকা রাহুলের বিদেশযাত্রা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর সদিচ্ছা নিয়েও।

রবিবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা রাহুলের বিদেশযাত্রার কথাটি জানিয়েছিলেন। এদিকে সোমবার দলের প্রতিষ্ঠাতা দিবস পালনের অনুষ্ঠানে অবশ্য ভাইয়ের বিদেশ সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রিয়াঙ্কা গান্ধি। তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "রাহুল গান্ধি তাঁর দিদিমার সঙ্গে দেখা করতে গিয়েছেন । তিনি কি ভুল করেছেন ? প্রত্যেকেরই ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার আছে।"

আরও পড়ুন: সেতুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি চতুর্থ শ্রেণির ছাত্রীর

এদিকে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেন, "কংগ্রেস এখানে তাদের 136 তম প্রতিষ্ঠা দিবস পালন করছে আর রাহুল গান্ধিই নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.